একটা আকাশ না-হয় লেখা থাক মেঘ-বৃষ্টির নামে,
রোজ সেখানে জমা হবে সন্ধ্যা-তারার বজ্র- গান।
দাবার গুটি থমকে যাক সাদা-কালো সময়ের আলপিনে,
আঁচলে জড়িয়ে থাকবে শীতল-পাটির মুড়ি-মাখা অভিযান।
-
শব্দছকে অক্ষর অমিল, কেবল কাটাকুটি খেলা, জেতার চেয়েও বাড়ছে হারের ঋণ -
মেঘের আঁচল নক্সী- কাঁথা, মিহি ইচ্ছে- গুঁড়ো ছায়ার মতন চোখের পাতায় আসীন।
-
এমন শ্রাবণ নামেনি আগে -
এপ্রিল শোক ভুলেছে দাবদাহের ,
অ- সময়ী পলাশের আতর মেখে
এবার ফেরার পালা যাযাবরের ।
-
মন ক্যানভাস, বন্দী আকাশ, স্মৃতির পাতা অগুন্তি -
নরম চাহনি, সফেদ বিনুনি, আশি- র বসন্তেও রংমিলান্তি ।
-
পথ -
মিশেছে যেখানে সরলরেখায় ,
বাষ্প মোড়ানো অভিমানের ক্ষত
শূন্যতে হারায় ।
-
একটি মেয়ের গল্প বলি, দুই হাতে সামলায় ঘর -
দশ আঙুল- মুঠোয় ত্রিশুল ধরে পাপকে করে সংহার ।
-
হারছি ভেবেও জিতছি রোজ, মুহুর্তরা জানে -
অল্প আলাপ নক্সীকাঁথায় মায়ার- জাল বোনে ।
-
তার ফেরার টাইম হয়নি এখনো -
শেষ হয়েছে কত প্যাকেট- ভর্তি
তেল- নুন- মশলা- আনাজ ।
জানলা ধরে বসে আছি, শোনা হয়নি
চিরপরিচিত সেই হাসির আওয়াজ !
ফিলি্সগুলো রক্ত- বুকে পুষে ,
হলদেটে বাতাবি- লেবুর সংখ্যা গুনে ,
কৃষ্ণচূড়ার ঝরা- পাতার গল্প শুনে
অনুভব করেছি বিবর্ণ বসন্তদের !
এখনো হল না সময় তার, ফেরার -
মৃত গোলাপ কি লিখবে গল্প আর, সজীবতার?
-
বিন্দু থেকে সিন্ধু ,
হওয়াটা খুব টাফ !
কখনো সরল, কখনো বক্র ,
পথের আকার ;
সামলাতে হয়
দলিল- দস্তাবেজ ,
একগাদা ইস্তেহার ।
তবু তো ইচ্ছে করে ;
একটা তারা থেকে
শেষ- না- হওয়া
ছায়াপথ আঁকতে ।
বিন্দু থেকে বৃত্ত হতে !
-
কেন্দ্রের আবর্তনে জুড়ছে গোলোক, নিষেধাজ্ঞা অবরূদ্ধ ;
বন্য স্বপ্নদের বেসামাল আবদারে অভিমান সেখানে তুচ্ছ ।
-