বুকের বোঝায় জ্বলছে আগুণ
ভিড় কাটলেই দগ্ধে যায়,
একটি প্রাণ যায় বেঁচে
মনটার যদি মৃত্যু হয়।-
নেশায় ছন্দ কাটা
তবে নিজেও জানি না কি লিখি,
লিখতে ভালো লাগে তাই দু চার লা... read more
"বন্ধু"
হৃদয়ের প্রকোষ্ঠের শীতল ধমনী যে তুমি,
আবেগ অনায়াসে নিয়ন্ত্রিত তোমাতে মানি।
কথার বিনিময়ে তুমি গোপন আলজিভ,
ভাব প্রকাশের তুমি শক্ত কলমের নিব।
সবটা নিঃসঙ্কোচে দিয়েছি বন্ধু তোমায়,
সযত্নে সুরক্ষিত রয়েছো আমার আত্মায়।-
জানলায় চোখ রেখে বসি নিঝুম দুপুরে,
বৃষ্টির ফোঁটা পড়ে অচেনা আবেগী সুরে।
ভেসে যায় মনখানি অজানা কোন সুদূরে,
মেঘলা দিন কাটে আবেশে হৃদয় জুড়ে।
কি জানি কেন যে সেই ক্ষণে,
হারিয়ে যায় মন কবিতা ও গানে,
বিদ্যুৎ তরঙ্গ যেন খেলে যায় ছন্দে,
আনমনে হেসে যাই অজানা আনন্দে।
নিভৃতে কত কথা হয় ফিরে ফিরে,
অব্যাক্ত ভাবের প্রকাশ হয় ধীরে ধীরে।
ভাবনায় বসে আছো পাশেতে তুমি,
ঘোর কেটে যেতে দেখি ভিজে গেছি আমি।-
নবজাগরণের প্রাণপুরুষ তুমি যে দূত শিক্ষার,
মহান স্রষ্টা তুমি যুগান্তকারী শিশুপাঠ্য রচনার।
তোমার চোখে মায়ার আলো দয়ারসাগর অন্তরে,
ব্রত ছিল তোমার আর্ত নারীর দুর্গতি দূরীকরণে।
জ্ঞানেরসাগর বিদ্যাসাগর তুমি যে সবার ঈশ্বর,
বাংলার ভূমিতে তুমি তো এক এবং অবিনশ্বর।-
ছোট ছোট কত খুশির আবেগ..
ভাগ করে নিতে চাই তোমার সাথে,
অহেতুক চাহিদা,তুমি যে নেই পাশে।
ব্যথায় যখন অবসাদ ঘেরে..
তোমার বুকে মাথা রেখে শান্তি চাই,
বলো তোমায় তখন কোথায় পাই?
অনেক ভিড়ে ভীষণ ভয় পেয়ে..
একটা সাহারার হাত খুঁজে যাই,
নির্বোধ আমি তোমায় খুঁজি তাই!
বৃষ্টি হয়ে এসে ভিজিয়ে ছিলে..
শ্রাবণ উপহার দিলে মৃদু হেসে,
অযাচিত ভাবে ভাবনায় গেলে মিশে।-
তোর আস্কারায় আজ বাউন্ডুলে আমি,
তোর ইশারায় নিজেকে হারিয়েছি জানি,
চাই তোর বুকে হোক আমার মনের ভূমি।-
তুমি চাইলে কিছুটা কথা হতো,
আর আন্তরিকতা বেঁধে রাখতো।
থেকে যেতাম তোমার গল্পের কোনে,
শুনে যেতাম সবটুকু এক মনে।
তুমি চাইলে দূরত্বটুকু মিটে যেত,
আমার অপেক্ষা কিছুটা গুরুত্ব পেত।
ভেবেছিলে সবটাই কঠিন ছিল,
অনুভূতিরা তাই অসম্পূর্ণ থেকে গেল।
তুমি চাইলে অন্য সময়ে দেখো ভেবে,
হয়তো নিজেই সদুত্তর পেয়ে যাবে।
নিরালয় নিজেকে প্রশ্ন করবে যখন,
হ্যাঁ কেউ ভালোবেসেছিল,বলবে মন।-
রোদের আড়ালে চুপিচুপি কত কথা,
তোমার আমার দূরত্ব ছায়া মাখা।
পলকবিহীন ভাষা উষ্ণতা ছুঁয়ে রয়,
মন বারান্দার জলবায়ু পাল্টে যায়।-
মনের যাতায়াত সেথায়,যেথায় মেলে আস্কারা,
ঘুর পথে হেঁটে গেলেও পৌঁছে যায় সেই পাড়া।
পথের দূরত্ব বাধা নয় মনের ঘরে অবাধ বিচরণ,
কত ভাব বিনিময়, না বলেও জাগায় সাড়া।
জীবন ও পথ সদা সমান্তরাল রয়,
কিছু ভালোবাসার কখনও হয় না ক্ষয়।
মনের যাতায়াতে দূরত্ব বেড়ে গেলে,
মন বলে, এতো ঘনিষ্ঠতা ভালো নয়।
মরসুমী ফুলের মত অনেকেই এসে ফিরে যায়,
অনেক অনভিপ্রেত ঘটনাও জীবনে ঘটে যায়।
তবু অন্তরের কিছু ক্ষত কখনও ভরে না,
আসলে জীবন ও পথ সদা সমান্তরাল রয় না।-
গোলক ধাঁধায় পুড়ছে এ মন
দহন জ্বালায় নাভিশ্বাস,
অন্তর পোড়ে তুষেরই সম
তবু স্বপ্ন সাজাই বারো মাস।-