Abir Biswas   (আবির Biswas)
143 Followers · 6 Following

হাসি কান্না দুঃখ ব্যথায়,
উজাড় করে দিই কলমের মাথায়...💕
Joined 25 July 2017


হাসি কান্না দুঃখ ব্যথায়,
উজাড় করে দিই কলমের মাথায়...💕
Joined 25 July 2017
7 MAY AT 8:25

রক্তে রাঙা বিভীষিকা।
ধর্মের নামে আঘাত হানে,
রাজনীতিরই রাজনীতিকা।

-


14 MAR AT 8:55

আবির মনে,
আবিরময় দিনে, আবিরে প্রিয়জনে।

-


9 MAR AT 11:19

শৈশব থেকে কৈশোর।
সে শহরে প্রেমিকার খোঁজ,
প্রেমিক মন রাত-ভোর।

-


7 MAR AT 17:08

তারার মত জ্বলবো।
পাখির মত উড়ে উড়ে,
তোমার কথা বলবো।

-


27 FEB AT 15:37

উপন্যাসের শেষ পথে।
আবছায়াতে আনমনা মন,
অবসাদ সময়ের ক্ষতে।

-


9 NOV 2024 AT 8:39

তোমায় খুঁজে পাওয়া।
বাতাসের রন্ধ্রে গন্ধে,
নতুন করে চাওয়া।

-


21 JUL 2024 AT 11:33

গল্প শোনায়,
তোমার আমার কথা।
বৃষ্টি হয়ে অশ্রু ঝরে,
বুকে জমতে থাকা ব্যথা।

-


12 JUL 2024 AT 9:53

বৃষ্টি তোমায়,
দিলাম কিছু, দিলাম ভালোবাসা।
বৃষ্টি তোমায়,
কাকভেজা দিনে, একটু কাছে আসা।
বৃষ্টি তোমায়,
নালিশ জানায়, মনের মানুষ খোঁজ।
বৃষ্টি তোমায়,
গল্প শোনায়, শেষের পাতায় রোজ।

-


10 JUL 2024 AT 19:55

চোখের কথায়, চোখের ভাষায়,
প্রেমিক মন ভবঘুরে।
গল্পকথা এক শহুরে,
প্রেমিকারা জড়িয়ে ধরে।

-


29 MAY 2024 AT 9:40

অশ্রুজমা বাঁধ।
আবছা স্মৃতি খেলাঘরে,
পুরোনো বিষাদ।

-


Fetching Abir Biswas Quotes