রক্তে রাঙা বিভীষিকা।
ধর্মের নামে আঘাত হানে,
রাজনীতিরই রাজনীতিকা।-
হাসি কান্না দুঃখ ব্যথায়,
উজাড় করে দিই কলমের মাথায়...💕
গল্প শোনায়,
তোমার আমার কথা।
বৃষ্টি হয়ে অশ্রু ঝরে,
বুকে জমতে থাকা ব্যথা।-
বৃষ্টি তোমায়,
দিলাম কিছু, দিলাম ভালোবাসা।
বৃষ্টি তোমায়,
কাকভেজা দিনে, একটু কাছে আসা।
বৃষ্টি তোমায়,
নালিশ জানায়, মনের মানুষ খোঁজ।
বৃষ্টি তোমায়,
গল্প শোনায়, শেষের পাতায় রোজ।-
চোখের কথায়, চোখের ভাষায়,
প্রেমিক মন ভবঘুরে।
গল্পকথা এক শহুরে,
প্রেমিকারা জড়িয়ে ধরে।-