Abhijit Nayak   (অ-কাব্যিক)
178 Followers · 31 Following

কিছু কথা না বলাই থাক।।
Joined 29 April 2018


কিছু কথা না বলাই থাক।।
Joined 29 April 2018
17 APR 2022 AT 15:30

চল না ‌বাবাই,
ছুটে চলে যাই অনেক দূরে
যেখানে কেউ চেনেনা আমাদের।
যেখানে কেউ বাধা দেবেনা, আর
ভয় থাকবে না বিচ্ছেদের।।
চল না বাবাই,
পালিয়ে যাই ঐ পাহাড়ে
যেখানে ‌ঝর্ণা‌ বয়ে‌ নদীতে মেশে।
সেখানে ‌হবে‌ আমাদের ছোট্ট সংসার
থাকবো দুজন‌ একেঅপরকে ভালোবেসে।।
যাবি বাবাই??
ঐ রামধনু রাঙা বিকেল বেলায়
আমার হাতে রেখে হাত।
পাখিরা তাদের ‌ঘর খুঁজে নেবে
ধীরে ধীরে নেমে আসবে গভীর রাত।
চল না বাবাই,
সেইখানেতেই যাই সব বাধন ছিঁড়ে,
হারিয়ে যাই সবার থেকে দূরে।
যেদিন ‌সব কিছু ঠিক হবে,
ভালোবাসা স্বীকৃতি পাবে,
সেদিন না হয় আবার আসবো ফিরে।।

-


9 SEP 2021 AT 22:05

আমরা মধ্যবিত্ত
তাই ক্যামেরার লেন্সের ‌দামের‌ কাছে ‌স্বপ্নের‌ দামটা ‌জাস্ট‌ শূন্য ‌হয়ে যায়।।

-


3 SEP 2021 AT 23:44

তুই আমার অন্ধকার জীবনের
আলোর দিশা
তুই আমার ‌প্রথম ও শেষ ভালোবাসা
তুই আমার ‌সকাল তুই আমার রাত্রি
তুই-ই জীবনের চলার ‌পথে একমাত্র সহযাত্রী
তোকে নিয়ে কল্পনাতে সংসার পেতেছি
তোকে নিয়েই বাস্তবে বাঁচি
তোর সাথেই ‌ভবিষ্যত আমার
তোর জন্যই এখনও বেঁচে আছি।
শত বাধা বিপত্তি যাই আসুক
আজ আমার কাছে শুভ দিন।
ওগো প্রিয় তুমি সারাজীবন
আমার ই থেকো
মন থেকে জানাই তোমায় শুভ জন্মদিন।।

-


12 AUG 2021 AT 23:16

টাকা ছাড়া শান্তি ‌নেই
আবার টাকার জন্যই শান্তি নেই।।

-


28 MAY 2021 AT 23:44

বেলুন ফেটে গেলে বাচ্চারা কেঁদে ওঠে,
সে ফাটার সঙ্গে সঙ্গেই হোক বা দশ মাস পরে।

-


5 APR 2021 AT 0:25

Best vaccine for Covid-19💉

Covaxin ❌
Covishield ❌
West Bengal election ✔️

-


21 DEC 2020 AT 18:47

দুই এ মিলে বছর দুই পার
আমাদের এই লাল নীল সংসার।
ঝগড়া দিয়ে যেই গল্পের শুরু
ভালোবাসায় আজ কানায় কানায় পূর্ণ।
ঝগড়া গুলো আজও একই আছে
শুধু একেঅপরকে ছাড়া অসম্পূর্ণ।
রাগ অভিমান ঝগড়া ভালোবাসা
তোর সঙ্গে কাটবে জীবনভোর।
সারাটা দিন অভিমানে কাটলেও
দিনের শেষে আমি শুধু তোর।
কথা দিচ্ছি সকল বাধা কাটিয়ে
দুইএ মিলে করবো যুদ্ধ জয়।
সবার আশির্বাদ মাথায় নিয়ে
হবে আমাদের শুভ পরিণয়।
শত ঝড় ঝাপটা শেষে
আমাদের এতো কাছে আশা
এই তো সবে মাত্র দু'বছর
এভাবেই সারাজীবন থাকবে আমাদের ভালোবাসা।।

-


15 NOV 2020 AT 15:50

কাশবনের মধ্যে দিয়ে ছুটে চলা সেই রেলগাড়ি চেপে দূর্গার দেশে পাড়ি দিলো অপু।।

সাবধানে যেও।।

-


3 SEP 2020 AT 23:40

আজ সেই মেয়েটির জন্মদিন
যার জন্য আমার কবিতা ফিরে পায় ভাষা।
যার জন্য হৃদয় জুড়ে অনেক ভালোবাসা।
সেই মেয়েটা যার হাসিতে দুঃখ যাই ভুলে
সেই মেয়েটা যাকে সব কথা বলি মন খুলে।
যার অভিমানের মেঘ জমলে
আমার চোখে বৃষ্টি নামে।
যার জন্য লেখা চিঠিগুলো
তুলে রাখি নীলচে খামে।
আজ সেই মেয়েটির জন্মদিন
যে শিখিয়েছে আবার নতুন করে ভালোবাসতে
জীবনের লড়াই গুলোতে পাশে আছে
হাতটা রেখে হাতে।
সেই মেয়েটা.....
যার জন্য হারার মাঝে বেঁচে থাকে জেতার আশা
সে আমার কাছে আমার প্রিয়তমা আমার ভালোবাসা।।

-


15 AUG 2020 AT 13:26

মুখ বুজে সব সহ্য করা
গান্ধীবাদী ভর্তি ভাই।
অন্যায়ের পথে রুখে দাঁড়ানো
লড়াকু একজন সুভাষ চাই।

-


Fetching Abhijit Nayak Quotes