সকাল থেকেই আকাশটা আজ মেঘলা,
বৃষ্টি এসেছে অপরাহ্ন শেষে;
প্রেমিকযুগল ব্যস্ত অভিসারে,
শিহরন জাগে শরীরজুড়ে উষ্ণ নিঃশ্বাসে।
-
জানলাটা খুলতেই সে ভাবল আবার শুরু লোকসমাজে এই প্রেমহীন দাম্পত্যের অভিনয়।-
প্রবল দুঃখে খুঁজেছি তোমায়,
করেছি শুধুই গল্প কথার মিথ্যে প্রলাপ;
বুকের ভিতর অতীত শুধায় আমায়,
না হয় কাঁটায় পেলাম নাই বা দিলে গোলাপ।-
সময় নিজেই ভীষণ দামী একটা কথা,
আজকে টাকে আজই খোঁজো
কালকে চাওয়া বৃথা।-
সাল ২০১৬ !
হ্যাঁ এটাই ছিল আমাদের শেষ একসাথে কাটানো পূজো।।
প্রথম বার তাকে শাড়িতে দেখার জন্য ব্যাকুল ভাবে তার পাড়ার মোড়ে তার জন্য অপেক্ষা করা।।
একসাথে পূষ্পাঞ্জলী দেওয়া।।
বন্ধুদের মিথ্যে বলে ওর সাথে ঠাকুর দেখতে যাওয়া।।
আজ হয়ে গেলো ২ বছর আমরা সাথে নেই,, হ্যাঁ বিচ্ছেদ হয়েছে আমাদের!!
তবে কেন জানিনা আজও ওদের পাড়া দিয়ে পেরিয়ে গেলে মনটা কেমন ব্যাকুল হয়ে যায়।।
এ বছর পূজো আসছে।
এ বছর ও সে আবার শাড়ি পরবে,
পূষ্পাঞ্জলি দেবে, ঘুরতেও বেরোবে;
তবে অবশ্যই অন্য কারোর সাথে।
সে এখন মজেছে তার নতুনে।।
আর আমি আজও পড়ে আছি সেই আমার পুরানোত্ব প্রেম নিয়ে।।-
ভালোবাসা......
দুঃসাহস নচেৎ দাসত্ব
এক কিংবা সচারাচর
সব কিংবা কিছু না
রাজত্ব কিংবা মাহাত্ম্য
আসলে কয়েনের দুটো পিঠ
দুটোই তার-
আ....আহা.......ওখানেই ভূল হচ্ছে!!!
একটা জীবন কতটা COMFORTABLE বানাচ্ছি নয়,
একটা জীবনের প্রতিটা কাজ গুলো কতটা COMFORTABLY করছি... তাহাই নির্ণায়ক ||
-
অশ্বমেধের ঘোড়া🐎!!!
আজ হয়ে গেছে খোড়া😞!!!
পারে না আর সে তোর
সামনে চলতে🚶!!!
পারে না আর চোখে চোখ
রেখে ভালোবাসি বলতে😕!!!-
কোথাও রক্ত গড়িয়ে পড়ছে
কোথাও আবার চোখের জল,
কোথাও কেউ একটা হাত খুঁজতে ব্যস্ত
কোথাও কেউ বুনছে স্বপ্নের মায়াজাল।।
-