আঘাত করে ফেলেছি আমি
তুমি নিশ্চয়ই কেঁদে ফেলছ তৎক্ষণাৎ
আজ বাদে কাল তুমি নিশ্চয়ই কাটিয়ে উঠবে মোহ
আমি আজীবন ধরে ধ্বংস হবো রোজ নির্ঘাত-
লীলায় কথিত
শিলায় খোদিত যেন সে,
অসতের কথা
শপথ জড়িত
জলের লিখন জেনো সে।
ভালো আর ঠিক এক নয়
এক নয় তেমনই অজানা আর ভুল
জ্ঞানের তলানিতে ভক্তি
ভক্তির শিখরে চৈতন্যেই মূল
ঠিক প্রিয় হতে চায়নি
ভালো ঠিক হতে চায়না
জানা ভূল ভেঙে দেয়
ভূল মেনে নিতে চায় না
অ জ্ঞানী ক্ষমা করে সবে
জ্ঞানীর হার মানা নাকি যায় না
কালের ইতিহাসে শুধুই দৃষ্টান্ত
উদ্দেশ্য বিফল কালের হয় না।।
( পুনঃ.... পুনঃ.....)
মাঘ ০৫ ; ১৪৩০-
আমার মৃত্যুর পরে দেশপ্রেমীকরা আমায় দেশপ্রেমী বলবে,
আর
দেশদ্রোহীরা আমায় দেশদ্রোহী বলবে।
গডসে্
-
\\ Kaye pouch jau to Rukh jaunga
Sarkar tere darwar mai jhuk jaunga
Koi na jane surt e masla
Sulajh jayu yea Bikhar jaunga //-
কালের চরণে আর কালির আদেশে
নত শিরে সমর্পিত প্রান
যাহা চলেগেছে আক্ষেপ নাই
যাহা আসিছে তার ই জয়গান
সহায় উনি অসহায়ের সম্বল
৺তার ই কৃপায় বল
কালি নাম নিয়ে আবার শুরু
চল এগিয়ে চল-
Pyar k baad ADJUSTMENT ho hi jata hain
Lekin adjustment k baad PYAR.......
KABHI KABAR !-