আমার হিসাবের খাতা গুলো প্রতিনিয়ত ওলটপালট হয়ে যায়...
বারবার আমি সব ছবিগুলো তছনছ করে কাঁটা ছেড়া করে দেখি,দেখার চেষ্টা করি।
তোমার ওই হাসিগুলো মন থেকে হেসেছিলে না আজকেরটা।।
-তিতাস-
বহু বছর বাদে আজ ইচ্ছাকৃত ভিজেছি....
জ্বর আসবে জেনেও,ভিজেছি...
আমার গোটা... ছাদের সাথে, আমিও ভিজেছি,
মেঘ-এর গর্জনে ভয় হয়েছে,,তাও ভিজেছি...
দু-হাত আকাশের দিকে ছুঁড়ে দিয়ে,ভিজেছি...
আমার মন খারাপের দিনে তুমি বৃষ্টি হয়ে ঝরেছো...
তাতে কি!!
আমি তোমার আলিঙ্গন পেতে আজ ইচ্ছাকৃত বৃষ্টিকে গায়ে মেখেছি...
বহু বছর বাদে আজ,ইচ্ছাকৃত ভিজেছি।।
-তিতাস-
একদিন তোমার দৃষ্টির অগোচরেই
তোমার ডায়েরিতে আমার পাতা গুলোকে অসমান্তরাল ভাবে টেনে, ছিঁড়ে নিয়ে আসবো...
ওই অবশিষ্ট অসমান্তরাল পৃষ্ঠা গুলো
প্রতিবার জানান দেবে তোমায়,
ঠিক কতটা ক্ষত-বিক্ষত করেছিলে তুমি আমায়।।
-তিতাস🥀-
আমার হিংসে হয় খুব..
যখন দেখি কোনো মেয়ে তার বাবার কাছে কিছু আবদার করছে।।
আমার হিংসে হয়,
যখন অনেক রাতে মেয়ের বাড়ি ফিরতে দেরি হলে
কোন মেয়ের বাবা তাকে বার-বার ফোন করে।।
যখন সারাদিনে কোন কিছুই ঠিক না হওয়ার পর দিনের শেষে একটা মেয়ে বাবাকে জড়িয়ে ধরে শান্তির আশ্রয় খুঁজে পায়,
ঠিক তখনই
ভীষণ হিংসে হয় আমার।।
যখন রাতে প্রতিনিয়ত বাবা বাড়ি ফেরার পর,সব কাজ ফেলে মেয়েটা বাবার সাথে গিয়ে গল্প করে।
তা দেখে আমার হিংসে হয় খুব।।
বাবার কাছে বকা খেয়ে যখন রাগ করে মেয়েটা খেতে চায় না,
তার বাবা তাকে জোর করে নিয়ে এসে খাইয়ে দেয়,
তখন আমার হিংসে হয় খুব।।
আমার হিংসে হয়
যখন কোন বাবা তার মেয়ের হাতটা শক্ত করে ধরে,
রাস্তা পার করার সময় বা যাতে কোথাও হারিয়ে না যায় তার ছোট্ট মেয়েটি।।
যখন ভীষণ জ্বরে মেয়েটার গা পুড়ে যায়
তার বাবা পাশে বসে তার পায়ে,হাতে তেল মালিশ করে দেয় আর মাথায় জলপট্টি দেয়,
সেই সময়টা,ঠিক সেই সময়টায়
আমার হিংসে হয়।।
যখন রাতে আঁতকে ওঠা মেয়েটি
হাত বাড়ালেই পাশে তার বাবাকে পায়,
তখন আমার হিংসে হয় ভীষন।।
হ্যাঁ আমার হিংসে হয় হিংসে হয় আমার-
গোল্ড ফ্লেকের ধোঁয়ায় আমি একটা
তুমি তুমি গন্ধ পাই,
তাই প্রতিনিয়ত আমি একটু একটু করে
আসক্ত হয়ে যাই।।-
বিছানা ভরতি অভিমান নিয়ে ঘুমিয়ে পড়া মেয়েটি
রাতে কিছু খেয়েছে কিনা,
সেই খোঁজ কেউ রাখে না।
প্রচুর ভালোবেসে শান্ত হয়ে যাওয়া মেয়েটির,
অতীতের দস্যিপনার গল্প
কেউ জানতে চায়না।।-
"কোন হাটে তুই বিকোতে চাস
ওরে আমার গান
কোথায় পাবি প্রাণ..?"
-রবীন্দ্রনাথ ঠাকুর-
তোমার মিছিলে তারকারা সব,
তাতেই নাকি ভীষণ ভিড়।
আমার মিছিলে বলবে তোমায়,
ঘরের মেয়েরাই ভাঙবে প্রাচীর।।-