গল্পগুলো ভীষণ চেনা, হোকনা যতই ব্যাক্তিগত,
কোনো গল্প পৃষ্ঠায় ছাপা ,কোনোটা থাকে একান্ত।-
উড়নচন্ডী,অস্থির স্বভাবি😋
কিছুটা অগোছালো, অনেকটা প্রেমী❤
হ্যাঁ এটাই আমি
ঠোঁটের কোণে থমকে কিছু অভিমানী শব্দ,
বাড়ছে বাড়ুক মনের ওজন, ভালোবাসছি নিস্তব্ধ।-
ব্যক্তিত্ব তোমার পরিচয়। তোমায় সমাজ চিনবে তোমার ব্যক্তিত্বের নিরিখে, বাকি সমস্ত কিছু আপেক্ষিক।
-
নদীর শুধু হাসি দেখো স্রোতসঞ্চলনে,
ব্যথা তারও জমা আছে চরের মাঝখানে।-
কিছু কথা চোখের কোণে
কিছু কথা অব্যক্ত থাক,
ভালোবাসার চাদর মোড়া
অযত্নেরাই সাহারা পাক।
-
হারা জেতার ক্ষণিক লড়াই করেছে এতই মত্ত..
ভুলছি টিকে থাকার লড়াই, যা চির শাশ্বত।-
আমি তোমার অপ্রয়োজনীয় প্রেমিকা হতে চাই,
যাতে সমস্ত প্রয়োজনের প্রেমে ক্লান্ত হয়ে কিছুটা সময় অপ্রয়োজনের ভালোবাসায় বিরাম নিতে পারো.-
সে: আমায় যদি এতটাই ভালোবাসতে তবে চলে গেলে কেন?
আমি: আমার অনুপস্থিতিতে একবার হলেও আমায় মনে করে চোখের পাতা বুজবে সেই প্রাপ্তিটুকুর আশায়,যেটা আমার উপস্থিতিতে কখনো সম্ভব হতো না-
প্রেমিক তোমার শ'খানেকের গল্প আছে,প্রেম মিলনের তরে
তবু এক কবিতা লিখো,যার শুরু বিচ্ছেদের পরে।-
ইচ্ছে হলে অভিমান করো
তবু শেষে ভালোবাসায় বেঁধো,
একটা বিষাদ গল্পের পরেও
একটুকরো কবিতার ছন্দ রেখো।।-