আমরা সারাক্ষণ,বাবার ছায়ায় থাকি...
বাবাকে ভালোবাসার আবার,
আলাদা কোন দিন লাগে নাকি...-
ঠকাতে চাইলেই ঘৃণা....
চাঁদের কোন অস্তিত্ব নেই,
বুকের কলঙ্ক বিনা...
সুশা... read more
আশারা খুঁজে নিক জ্যোৎস্নার বাড়ি...
আমাদের ঝগড়া হবে রোজ,
তবু কোনদিন হবেনা ছাড়াছাড়ি...-
ছেড়ে গেছো তুমি,
আমি সম্মতি দিয়েছি তাতে..
অভিমান জিতে গেছে শুধু,
শেষে থাকা হইনি আমাদের একসাথে..-
দুঃখ চাপা ঠোঁটের নীচে,
লুকিয়ে শোকের তরবারি...
সব মানুষের ভীষণ রকম,
হাসিটা দরকারি..-
- তারপর?
- তারপর আর কি একের পর একদিন ওমন ভাবেই
কাটতে থাকল, সারাদিনটা হাসি খুশি থাকে রাতে
চোখের জলের নুন মাখতাম রোজ।
তারপর আস্তে আস্তে বুঝতে শিখলাম কেঁদে সব কিছু
পাওয়া যায়না, প্রিয় মানুষতো আর কখনই নয়...
তাই এখন কান্নাটাও আসে না আগের থেকে অনেক
শক্ত হয়েছি বুঝলি! আর যাই হোক এখন আর সহজে
কেউ আমায় ভাঙতে কিম্বা কাঁদাতে পারবে না....-
এজন্মে একাই থাকব,
একাই প্রেমের তরী বাইবো....
পরের জন্মে এক বসন্তে,
তোমায় পেতে চাইবো....-
কেউ নেই কোত্থাও...
তোকেও আজ ভুলে গেছি প্রায়,
দিন শেষে কেন মনে পরে তাও??-
বদলে যাবো ভীষণ রকম,
ফুরিয়ে যাওয়ার আগে....
বদলে যাওয়া এই আমিকে,
দেখবে সেদিন দেখতে কেমন লাগে....-
আপন করে কাছে টেনে,
বাড়িয়ে পরিচিতি....
স্বার্থ শেষে বদলে যাওয়া,
কিছু মানুষের রীতি....-