এক পশলা বৃষ্টি এসেছিল, মুঠো ভরে নিয়েছি।
মেঘের কথা বল তারদিকে চেয়ে থাকি
এক পশলা বৃষ্টির অপেক্ষায়।
একবার বৃষ্টি এসো
আজীবন আগলে রাখবো।
মানুষ বড্ড বেইমান। এদের অনেক সুযোগ দিয়ে দেখেছি। এরা পরিবর্তনের কথা বলে আগের জীবন অতিবাহিত করে। তাই চেয়ে রয়েছি মেঘের দিকে।
এক পশলা বৃষ্টির অপেক্ষায়।-
আগন্তুক
(এন্টিডোট)
15 Followers · 183 Following
নিষ্প্রাণ ব্যস্ত শহরে,
কে দেয় কার ডাকে সাড়া!
সময় তো স্রোতের গতিতে।
ধরিতে না পারিলে পথিক দিশেহ... read more
কে দেয় কার ডাকে সাড়া!
সময় তো স্রোতের গতিতে।
ধরিতে না পারিলে পথিক দিশেহ... read more
Joined 13 February 2022
21 SEP 2024 AT 2:40
23 DEC 2023 AT 3:48
একজন মানুষের দীর্ঘ অনুপস্থিতি
মানুষ মনে রাখে না,
অথচ সে মানুষটা একদিন
কত আপন ছিল, কত আনন্দময় ছিল!-
19 MAR 2022 AT 11:08
স্বার্থের টানে ছুটে যাওয়া মানুষ
কি বুঝবে আমার কথা?
সে তো স্বার্থ নিয়েই হয়ে থাকে বেহুশ-
10 MAR 2022 AT 13:59
কিছু ভুল সংশোধন না হোক..
জমে থাক দেয়ালে-
কিছু প্রেম উবে যাক চোখ থেকে
কামুকতার বেখেয়ালে।-