বসন্ত আসে যায়
ফুলের সৌরভে
গাছের পাতায়
জীবন কাটে জরাজীর্ণ
নিভৃতে-নিরালায়
বসন্ত আসে যায়...-
আমি খুব ক্লান্ত, শ্রান্ত
যতটা দেহে ততটা মনে
মুক্তি মিলবে কিসে?
পথ খোলা নেই
কিছু জানা নেই;
জীবন যাচ্ছে পিষে!
মুক্তি মিলবে কিসে?-
আছে অনেক গল্প
থাকুক না অজানা!
জীবন মানেই এগিয়ে চলা
পেছন ফেরা মানা।
আছে অনেক কষ্ট
থাকুক জমা বুকে;
জীবন মানেই দুঃখ-সাগর
একটুখানি সুখে।
-
রাত ফুরায়, রাত আসে
অন্ধকার চারপাশে!
নেই দিন, আলো নেই
রাতে বাঁচি, এভাবেই!
-
রাত জাগছি বড্ড
এই হয়েছে রোগ
আকাশ জুড়ে
তারার খামে
নীল কালিতে
তোমার নামে
হাজার অভিযোগ-
রাত যত গভীর হয়
বন্ধ ঘরে অন্ধকারে
কষ্ট গুলো স্পষ্ট হয়
রাত যতো গভীর হয়
ক্ষত বিক্ষত শূন্য হৃদয়
শত আঘাতে পিষ্ট হয়-
কিছ মানুষ থেমে যায়, হারিয়ে যাবার জন্য
কিছু মানুষ থেমে থাকে, ঘুরে দাঁড়াবার জন্য
-
মানুষকে সম্পূর্নভাবে বিশ্বাস করা বোকামি
কিছুটা নির্ভরতা নিজের প্রতিও রাখা উচিত
-
বৃষ্টি ছুঁলেই মন ভালো হয়ে যায়
মানব সৃষ্টির সাথে বৃষ্টির এ কেমন মিল
চক্ষে আমার আকাশ সমান তৃষ্ণা নিয়ে
ভাবি আমি শঙ্খনীল !!-