শুভজিৎ মণ্ডল   (©সংশপ্তক শুভ)
130 Followers · 3 Following

read more
Joined 13 August 2018


read more
Joined 13 August 2018











































-



*রক্তে রাঙা ১৪-ই ফেব্রুয়ারি*

দিনটা ছিল ভালোবাসার,
বিভীষিকা হয়ে রয়েছে মনে।
কত বীরসন্তান শহীদ হয়েছিল
আজকের এই কালো দিনে।।

ভারতমাতার আঁচল হতে,
বইছে আজও রক্তের স্রোত।
তোমরা আজ গোলাপ হাতে,
আর মা..., কালো কাপড়ে বেঁধেছে চোখ।।

ভেসে ওঠে আজ-ও সেই ,
রক্তমাখা শরীর গুলো।
জীবন দিয়ে মায়ের সম্মান,
অক্ষুন্ন করেই রেখে গেলো।।

ভালোবেসে তারাও তো,
ধরতে চেয়েছিল প্রিয়ার হাত।
পরিণামে শুধু পেয়েছে তারা,
কষ্টময় মৃত্যুর স্বাদ।।

অসীম শৌর্যে, হাসিমুখে যারা,
প্রাণ লুটাতে করেছে পণ,
নব প্রভাতের প্রথম গোলাপ,
তাদের করি সমর্পণ।।

-@সংশপ্তক শুভ


-



বৃষ্টি নামবে বলে দিক-দিগন্তজুড়ে কালোমেঘের ঘনঘটা,
গুরুগম্ভীর বজ্র-নিনাদে ধ্বনিত হয় তার শুভাগমন-বার্তা
বিদ্যুৎ-স্ফুরণে আগমন-পথ সাজে অপরূপ আলোক-সজ্জায়,
লাজ্জরাঙা প্রভাতী সূর্য্য মুখ ঢাকে মেঘের গাঢ়-কালো পর্দায়।
সুদূর দিগন্ত-বিলাসী বলাকার দল পথ ভ্রমে করে নিরুদ্দেশ যাত্রা,
কবির লেখনীতে বান আসে রচিত হয়, কত সংগীত, কত কবিতা।
উদ্যতবাহু অরণ্যের বুকে জাগে বহু প্রতীক্ষিত মর্মর-মুখর মহোল্লাস,
নদীপথে মুখরিত হয় মাঝি মাল্লাদের সারিগানের অপূর্ব উল্লাস।

-



कहना था कुछ उसे,
पर कुछ न कह पाया;

सुनना था कुछ उससे,
पर न कुछ सुन सका;

कहना था कुछ उसे
पर कुछ न कह पाया;

सुनना था कुछ उससे,
पर न कुछ सुन सका;


हमने तो जनाब मोहब्बत की थी।
बेरहमी से तो उन्होंने ही,
प्यार का गला घोट दिया।।

-©शुभजित् मण्डल






-



সময়ের সারণি ধরে হেঁটে গেছি,
অতীত স্মৃতিগুলো আজ ধূলিময়।
অতর্কিতে তবু তোর অনুপস্থিতি,
আজো আমায় নিভৃতে কাঁদায়।।

-





























-






















-






















-

























-































-


Fetching শুভজিৎ মণ্ডল Quotes