জীবনটা দিয়েছে অনেক কিছুই,
যার মূল্য রাখার মতো ক্ষমতা আমার নেই।
আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছি যেটাকে,
সেটাই পালিয়েছে বহু দূর।
তাই এখন আর কোনো কিছু কেই আঁকড়ে ধরতে বা ধরে রাখার চেষ্টা করিনা।
এই তো বেশ ভালো আছি।-
আমার লেখার কারণটা একটু আলাদা।।
আমি তাকে পেয়েও হারিয়... read more
সত্যি কী কাউকে ভুলে যাওয়াটা এতটাই সহজ??
যার সাথে জীবনের সেরা মুহূর্ত গুলো কেটেছে,,
যাকে ঘিরে মনে এত স্বপ্ন বোনা,
যাকে ঘিরে জীবনে কোন না কোন স্বৃতি জড়িয়ে রয়েছে,
তাকে কী সত্যিই এত সহজে ভুলে যাওয়াটা সম্ভব??
আসলে আমরা যেটাকে ভুলে যাওয়া বলে থাকি সেটা আসলে ভুলে থাকার অভিনয় মাত্র।।
সত্যিকারের ভালোবাসাকে আমরা চেষ্টা করলেও ভুলতে পারিনা।।
আর যেটা করি সেটা সুধুমাত্র ভুলে থাকার অভিনয়।।-
আজ হয়ে গেলো অনেকটা সময়..
তার সাথে না আছে কোন কথা-বার্তা না আছে কোন দেখা-সাক্ষাত।।
এর মাঝে ওকে যতবার দেখেছি আচমকাই দেখেছি দূর থেকে ;
তবে ওকে যতবার দেখেছি এড়িয়ে চলেছি।।
আমাদের কেউ-ই কখনো আসতে চায় নি সামনা-সামনি..
আর এভাবেই সেই অসমাপ্ত ভালোবাসা,
পরিনত আজ ক্ষমায়।।
-
সাল ২০১৬ !
হ্যাঁ এটাই ছিল আমাদের শেষ একসাথে কাটানো পূজো।।
প্রথম বার তাকে শাড়িতে দেখার জন্য ব্যাকুল ভাবে তার পাড়ার মোড়ে তার জন্য অপেক্ষা করা।।
একসাথে পূষ্পাঞ্জলী দেওয়া।।
বন্ধুদের মিথ্যে বলে ওর সাথে ঠাকুর দেখতে যাওয়া।।
আজ হয়ে গেলো ২ বছর আমরা সাথে নেই,, হ্যাঁ বিচ্ছেদ হয়েছে আমাদের!!
তবে কেন জানিনা আজও ওদের পাড়া দিয়ে পেরিয়ে গেলে মনটা কেমন ব্যাকুল হয়ে যায়।।
এ বছর পূজো আসছে।
এ বছর ও সে আবার শাড়ি পরবে,
পূষ্পাঞ্জলি দেবে, ঘুরতেও বেরোবে;
তবে অবশ্যই অন্য কারোর সাথে।
সে এখন মজেছে তার নতুনে।।
আর আমি আজও পড়ে আছি সেই আমার পুরানোত্ব প্রেম নিয়ে।।-
সুখের জন্য চেয়ে আছি নতুন আলোয়
মনের জমিনে দাও না মাখিয়ে ভালোবাসায়।।
মন যে থাকে তোমার মাঝে
থাকে তোমার স্বপ্নের ভা৺জে ;
দূরে কোথাও যেও না
দূরে গেলে এ মন যে শুধু তোমায় খোঁজে ❤️-
-ভালোবাসিস ওকে??
-জানিনা ভালোবাসি কি না!!
কিন্তু ওর সাথে কথা বলতে,
সারা দিনের ঘটে যাওয়া সব কথা জানান দিতে,
ওকে মনের সব কথা বলতে
খুব ভালোলাগে।।
-তাহলে ওকে বলে দে,,বলছিস না কেন??
-কী লাভ বলে এসব??
ও তো অন্য কারোর গল্পের নায়িকা।।-
প্রথম দেখাটা এখনও হয়নি আমাদের,,
যা দেখেছি তাকে ঐ ছবিতে।।
তাও কীভাবে যেন তার প্রতি মনে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে।।
যদিও তাকে আজও বলা হয়নি সে ব্যাপারে।।
হয়তো কোনদিন আর বলে ওটাও হবে না তাকে ভালোলাগার কথা।।
হঠাৎ করে একদিন তাকে সব জানান দেবার জন্য ফোন করলাম,,
ওপাস থেকে আওয়াজ এলো "switch off"!
আজ প্রায় মাস ছয়েক হয়ে গেছে কোনো রকম কথাবার্তা নেই তার সাথে।।
আজ ও এ মন বসে আছে তার অপেক্ষায়....
ঠিক এভাবেই কিছু ভালোবাসা শূরুর আগেই শেষে পরিনতি হয়।-
'অনুভূতিরা' জমে হয়েছে আজ পাহাড় সমান।।
"মন" বলে জানান দিতে !!
কিন্তু "মস্তিষ্ক" বলে থাকনা ওসব ,,কী হবে ওসব জানান দিয়ে ??
সে তো অন্যোর সাথে বেশ ভালই আছে।।
এভাবেই "মন" আর "মস্তিষ্কের" লড়াইয়ে চাপা পড়ে রয়ে যায় অজস্র 'অনুভুতির' স্তূপ।।
-
কোনো এক পড়ন্ত বিকেলে,,
নিশিরাতে, চাঁদের জোছনায়..
কোনো এক নদীর স্রোতের পাড়ে বসে,,
তোমার ঐ হাতে আমার হাত রেখে বলতে চাই,,
"আমি শুধু চেয়েছি তোমায়"-
মন....
সে তো বড়ই অবুঝ।।
মানে না,,
মানে না কিছুতেই সে..... হায়।।
অবিরাম, অনবরত সে আহত হচ্ছে,,
ক্ষতবিক্ষত হচ্ছে স্বৃতির ভিড়ে।।
তবে ও... তবু ও..
বার বার সে তার আহত হৃদয় নিয়ে বলে যায়
"আমি শুধু চেয়েছি তোমায়"-