সন্ধ্যাবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা
হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন
পাগলী, তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে আদম ইভ কাটাব জীবন
জয় গোস্বামী-
শহর ছেয়ে গেছিল নিজেকে হারানোর বিজ্ঞাপনে,
তোলপাড় করা অনুভূতি রা মুখ লুকিয়ে ছিল কোনো এক ঠান্ডা ঘরের চার দেওয়ালে।
তবু সেই বোকা মানুষ টা নিজেকে নয় তোমাকে খুঁজেছিল।-
সব ফাটলই জোড়া লেগে যায়
ভালোবাসা বা সময়ের স্পর্শে
তবে কিছু ফাটল বেয়ারা মতো হয়
জোড়া লাগলেও কাঁচের দাগ রেখে যায়।
✍️ মুন্নী-
একটা বারান্দা চাই আমার, দিবি?
খোলা টানা সরলরেখার মতো লম্বা একটা বারান্দা।
চার দেওয়ালের ঘরে দম বন্ধ হয়ে যায় যে,
ডানা মেলে ওড়ার মতো চওড়া একটা বারান্দা,
পাখনার ঝাপটার শব্দে মন নিসপিস করে জানিস!
মায়ের আঁচলের নরম গন্ধ মাখা বারান্দা,
বাবার পরিশ্রমী হাতের ওম লেগে থাকা বারান্দা।
প্রিয়জনের কপালে চুমু এঁকে দেওয়া সেই একফালি বারান্দা!!
আমার একটি বারান্দার বড্ড শখ জানিস,
অনেক বছর ধরে অনেক রকম শহরের হরেক রকম বাসাতে ওই এক টুকরো বারান্দা খুঁজে বেরিয়েছি।
যেখানে মেঘ মল্লার উকি দিয়ে যাবে,যেই বারান্দায় গাঙ চিল পায়ের চিহ্ন এঁকে যাবে,যেই বারান্দায় শীতের রোদ নকশিকাঁথা মুরে গুটিশুটি দিয়ে পরে থাকবে,আর যেই বারান্দায় দাঁড়িয়ে আমি নিজেকে তুলোর মতো নরম ভাবে খুঁজে পাবো!
আমার কলমের ভিতরের প্রানটা নিঃশ্বাস নিতে পারে না,লজ্জাহীনার মতো গলা তুলে জীবন উপভোগ করার মতো ছোট্ট একচিলতে বারান্দা দিবি আমাকে?
-
জন্মান্তরের দাগ,আগলে রাখার দাগ, ভালোবাসার দাগ, সবশেষে মৃত্যু দাগ!
মোছার চেষ্টা করি আমরা,আপাত দৃষ্টিতে খুব ভালো ভাবে উঠে গেছে মনে হয়, তবু থেকে যায়, কোথাও কোনো দৃষ্টির অগোচরে থেকে যায়, হাজার বছর ধরে বয়ে নিয়ে বেরায় ভেতরের সেই দগদগে দাগ!!-
বোঝা বেড়ে চলে,
তোর ভালোবাসার কাছে আমার।
দৈনিক হার খুব ভারী হয়ে যায়,
তোর জন্মান্তরের আশ বাকি থেকে যায়।
নিজের কাঁধ দিতে এগিয়ে,
বড্ড দুর্বল হয়ে পড়ি।
দুঃস্বপ্নে কেঁপে ওঠা ভয়টা বাড়তে থাকে।
জীবনের গতি মন্থর হতে থাকে।
বাড়তি বোঝার ভার,
সামাল দেওয়া অসম্ভব হয়।
দুহাতে সবটুকু নিয়ে অঞ্জলী দিতে চাই,
মনুষ্যজন্মের পিছুটান পায়ে বেড়ি দিয়ে দেয়।
অনুভুতিদের হার হয়,
নিজের সত্ত্বাটুকু বেঁচে দি।
বোঝা নামানোর সাধ্য আমার কোথায়?
আমার ভালোবাসার অলক্ষ্যে তোর বোঝা বেড়ে যায়।।
মুন্নী-
তবু ভালোবাসবো আবার,
মিলিয়ে নেবো জোর করে।
সূচনার কাহিনীতে নয়, বাঁচবো উপসংহারে।।-
বৃষ্টি তুমি আসবে বলে মুখর হয়ে থাকি
তোমার আসার অপেক্ষাতেই হৃদয়ে আঁকিবুঁকি
বৃষ্টি তুমি ভেজাবে বলেই দুঃখ তুলে রাখি
মেঘভাঙ্গা জল ভাসিয়ে দেবে এই দুখানি আঁখি
'বৃষ্টি তুমি থেকো আজ সাক্ষী হয়ে সংগোপনে'
হারিয়ে যাব দেখো চুপটি করে মনের গহীনে
বৃষ্টি তুমি দাবদাহে নরম ফুলের মালা
ঠিক তেমনই জুড়িয়ে দিও সবার বুকের জ্বালা
বৃষ্টি তুমি অভিমানী,রামধনু রঙ আঁকো
সুদিন ঠিক ফিরে আসবেই ভরসা রেখে দেখো
মুন্নী-
অবরুদ্ধ ছায়াপথ ধরে
মতামত পেশ করেছে সূর্য
এমনি করেই হাজিরা দেবে রোজ
মনের একান্ত গহীন কোনে
পরামর্শ লুকিয়ে রেখেছে খুব করে
পথ হারাবেই করবে সঙ্গীর খোঁজ
মুন্নী-