QUOTES ON #শিক্ষক

#শিক্ষক quotes

Trending | Latest

একজন শিক্ষকের যেমন, সবাই প্রিয় ছাত্র হয় না।
তেমনি একজন ছাত্রেরও জীবনে,সবাই সেরা শিক্ষক হয় না।

-


5 SEP 2021 AT 23:35

শিক্ষক সে'ই; সুপ্ত বীজে প্রস্ফুটনে সযত্নলালিতের মানুষ,
সবুজায়নের বৈচিত্র্যময়ে আনে, আঁধার-জীবনের প্রত্যুষ।

-



বিনম্রতার আকর ঢালা প্রানে
কখনো স্নিগ্ধ কখনো বা কঠোর ভাষে
দৃঢ়চেতা তুমি মানুষ গড়তে।
সাবলীল হাতে ধরছে হাল,
সৎ সমাজের তুমিই কারিগর....
সততার মূলমন্ত্রে তোমার দীক্ষা,
কর্তব্যপরায়ন আর অন্যায়ের বিরোধিতা,
সবুজ সমাজের রক্ত স্রোতে যেন বয়ে আনে এক অন্য উদ্দীপনা।
তোমার অজানাকে জানানোর অদম্য ইচ্ছে,
ভরেছি স্বত্ত্বার অন্তঃস্থিত প্রান্তে।
দুহাত ভরে বিলিয়েছ জ্ঞান,
বিষয় মানে না বাঁধা,তোমার কাছে সবই বিন্দুকনা।
শিক্ষকদিবসের নির্দিষ্ট দিনে আছিলায় নয়,
জীবনে সাফল্যের শিখরে পৌছে,
প্রতিটি দিনে প্রতিটি মুহুর্তে প্রতিটি ক্ষণে
গভীর শ্রদ্ধাভাবে শত কোটি প্রনাম ঐ চরনে।

-


5 SEP 2021 AT 7:13

শিক্ষক দিবসের প্রাক্কালে
*****************

মুকুলিত একটি ছোট্ট হৃদয়-
এদিকে ওদিক চাহি ভীরু নয়নে ত্রস্ত চরণে,
চুপি চুপি এল মোর কাছে।
সলাজ নয়ন তুলি-
মুষ্টিবদ্ধ হাত খানি খুলি ,
শুধালে সে নেবে তুমি ?
বিস্ময়ে বাক্য হীন আমি।
অস্ফুটে কহিনু কি দেবে তুমি?
সেই হাতে ছিল মোর তরে-
একটি দলিত কুসুম কলি ।
শিক্ষক দিবসের প্রীতি সম্ভার-
আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ।

-


5 SEP 2020 AT 6:10

আজ শিক্ষক দিবস। সকলেই নিজের শিক্ষক সম্পর্কে কিছু না কিছু লিখেছে। আচ্ছা শিক্ষক কি কেবল পড়াশোনার ক্ষেত্রেই হয়?আমার মনে হয় আমার এই Your Quoteর প্রত্যেকেই আমার শিক্ষক । লেখা জগতে বয়স বা অভিজ্ঞতা কিছুতেই কোনো দূরত্ব নেই। তাই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি । সবসময় আমাকে উত্সাহিত করার জন্য অনেক ধন্যবাদ । কয়েকজনের নাম(৬৫ জন) না বললেই নয় কারণ তাদের লেখা পড়তে আমি খুবই ভালোবাসি।ওটা caption এ দিলাম (তাদের অনেকে জানেও না হয়তো আমি তাদের ফ্যান🤪😁।আর দেখতে গিয়ে চোখের পাওয়ার বাড়লে কর্তৃপক্ষ দায়ী নয়।🙏🏻 আমি অপারগ। এতো জনকে mention করতে গেলে করোনাতে না, আমি হাত ব্যাথাতেই মরব😳। আর দা মানে দাদাভাই আর দি মানে দিদিভাই। Shortcut আর কী!🤗)আমার সকল ভাই, বোন,দাদা, দিদি আর বন্ধুদের শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা । তোমরা সবাই আমার শিক্ষক । অনেক ধন্যবাদ এই পাগলিকে সহ্য করার জন্য।

HAPPY TEACHERS' DAY
TO
MY ALL TEACHERS OF YOUR QUOTE

-


31 MAY 2020 AT 19:11

জীবন শিখিয়ে দিল অনেক কিছু;
আমাদের জীবনের সবচেয়ে বড়ো শিক্ষক হয়তো জীবন নিজে।
বিশাল বড়ো বট গাছ যেমন লুকিয়ে থাকে এক চিলতে বীজ'এ...
তেমনই বড়ো হওয়া যায়,নিজের সবকিছু বিলিয়ে দেওয়া যায় অন্যের মাঝে।
কিংবা কোনো পথের ধারে ফুটে ওঠা নাম না জানা ফুলের মতো..
অবহেলিত অবাঞ্ছিত হয়েও,হাসি ফোটানো যায় ছোট্টো শিশুর মুখে,ভুলিয়ে দেওয়া যায় কান্নার কারন যত।।
জীবন শিখিয়ে দিল অনেক কিছু... জীবন শিখিয়ে দিল বাঁচতে করে মাথা উঁচু..
☺☺☺

-


12 MAR 2018 AT 12:13

কিছু জাহাজ বাণিজ্যের কারণে সমুদ্রপথে পাড়ি দেয়,
তবে তাদের মন প্রাণ জুড়ে বাজতে থাকে-ঘরে ফেরার গান। কিন্তু কিছু জাহাজ সমুদ্রের দিগন্তজোড়া আলোয় মুক্তির পথ খোঁজে! "মথিত জলের প্রান্তে" দাঁড়িয়ে কালপুরুষ-লুব্ধক-সপ্তর্ষিমন্ডলের মাঝে নিজের তুচ্ছ অস্তিত্ব আবিষ্কার করতে চায়। আর ঘরে ফেরে না কোনদিন।

সাঁড়ে-তিন বছরের শৌর্য্য হয়তো একদিন বাবার কাছ থেকে জানতে চাইত, আকস্মিক দুর্যোগের সময় উত্তাল সমুদ্রের মাঝে দিক-নির্ণয়ক কম্পাস হারিয়ে গেলে কী করা উচিত। কিন্তু তার অজান্তেই তার বাবা সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এক কালগ্রাসী অন্ধকার রাতে হারিয়ে গিয়েছে সহস্র আলোকবর্ষ দূরে মিটমিট করা তারাদের মাঝে।
বাবার সান্নিধ্য ছাড়াই শৌর্য্য বড় হয়ে উঠবে। হয়তো তার বাবার মতই বিদ্যার জাহাজ হবে সেও। শুধু প্রার্থনা এই যে, সে যেন কখনও জীবনের দিক-নির্ণয়ক কম্পাসটা হারিয়ে না ফেলে।

-


15 SEP 2020 AT 11:23







আবু সাঈদ

-


29 JUN 2020 AT 10:25

শিক্ষক
~~~~~~~~
জ্ঞানের আলোর প্রদীপ খানি,জ্বালিয়ে নিয়ে হাতে,
অন্ধকারে আলোর শিখা,জ্বালাও নিয়ে সাথে।
উঠলো জেগে নুতন কুড়ি,নুতন কিশলয়!!
ছন্দে ছন্দে উঠলো ভরে,তোমার প্রিয় আলয়।

পুরোটা পড়তে caption-এ চোখ রাখুন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

-


10 JUN 2020 AT 23:46

একজন প্রকৃত শিক্ষক/শিক্ষিকার পরিচয়
তার ডিগ্রী, অধ্যাপনা কিংবা
তার চেয়ারের ক্ষমতায় মেলেনা।
মেলে তিনি তার ছাত্রছাত্রীদের প্রতি
কতটা সহানুভূতিশীল ও সহমর্মি।
ছাত্রদের প্রতি তার আচরণ ঠিক করে দেয়
তিনি আদৌ শ্রদ্ধার যোগ্য কি না।।


-