জীবনযুদ্ধে সবকিছু হারিয়ে গেলেও কখনো হেরে যেও না।
-
ABU SAYEED
(আবু সাঈদ)
3.6k Followers · 988 Following
🚫𝙿𝚕𝚎𝚊𝚜𝚎 𝚍𝚘𝚗’𝚝 𝚌𝚘𝚙𝚢𝚛𝚒𝚐𝚑𝚝 𝚖𝚢 𝚚𝚞𝚘𝚝𝚎𝚜.🚫
𝕺𝖕𝖊𝖓 𝖞𝖔𝖚𝖗 𝖒𝖎𝖓𝖉... read more
𝕺𝖕𝖊𝖓 𝖞𝖔𝖚𝖗 𝖒𝖎𝖓𝖉... read more
Joined 12 May 2019
22 JAN 2022 AT 20:24
আকাশের বুকে মেঘ জমে; মানুষের বুকে প্রণয়,
উভয়ের গভীরতা জলের ফোঁটায় হয় নির্ণয়।-
1 SEP 2020 AT 23:34
গোধূলিলগ্ন যখন সাঁঝের বার্তা নিয়ে আসে,
তখন একফালি রোদ যেন মিটিমিটি হাসে।
সূর্যিমামা ঐ পশ্চিম দিগন্তে পড়ে যায় ঢলে,
নবোদয়ের হাতছানি দিয়ে শুভ সন্ধ্যা বলে।-
27 MAY 2021 AT 21:10
স্বপ্নগুলো
বড়ই রঙিন
হয়নি আজও পূরণ,
তবু আমার অবুঝ মন
মায়াবী স্বপ্ন বুনে যাই সারাক্ষণ।-
26 MAY 2021 AT 20:40
এ কূল জুড়ে—
আজ মহা দুর্যোগ ক্ষণে
চারদিকে শুধু থইথই পানি,
বাঁচার তরে দিশেহারা মানুষ
পদে পদে বিপদের হাতছানি।-
17 MAY 2021 AT 20:15
গগন জুড়ে বিষাদের কালো ছায়া,
ধরণীতে ছেয়ে গেছে অগণিত মৃত কায়া।
চারিদিকে আহাজারি একটাই রব,
মৃত্যু! মৃত্যু! চলছে এক কঠিন আজাব।-
4 APR 2021 AT 22:28
স্তব্ধ আকাশ ঝড়ের ছোঁয়া পেল,
প্রাণীকুল হঠাৎ যেন থমকে গেল।
রিমঝিম বৃষ্টির ফোঁটা নেমে এলো,
গ্রীষ্মের উত্তপ্ত ধরণী শীতল হলো।-