হে পুরুষ ! তুমি আনন্দ পেলে যেমনি হাসো তেমনি কষ্ট পেলেও কেঁদো। কান্নাটা কোনো লিঙ্গ নির্ধারক নয়। তোমায় সমাজ বাধ্যতামূলক উপার্জনের মাপকাঠিতে বিচার করে। তুমি ঘাবড়ে গেলেও ভেঙ্গে পড়ো না। ভাঙাটা তোমার ধাতে নেই। তুমি তো বসে থাকার পাত্র নও ! তুমি তোমার মননে প্রার্থনা বহাল রেখো : তোমার তুমিকে কেউ যেন হেয় না করে। পরিবার- পরিজন, প্রেমিকা হোক কি সহধর্মিণী তোমার দিকে অহেতুক আঙ্গুল তুললে মাথাটা ঠান্ডা রেখো। তুমি নাকি শক্ত, অতঃপর শক্ত থেকো কিছু ছেড়ে গেলে। তুমি আজকের দিনের সহানুভূতি পাওয়ার জন্য নয়।
তুমি ছাতার মতো হতে ভালোবাসো। নিজেকে ভালো রেখো। কাজে রেখো।
-
শিক্ষাগত যোগ্যতা : M.Sc. (in ZOOLOGY), B. Ed. 😊
Private... read more
সম্পর্কে তুমি আমি ভালোমানুষ ততদিন,
একে অপরের মন্দলাগাগুলোকে মেনে নিই যতদিন।-
লাল রুমালটা দিয়ে সেই থেকে ঘাড় -কপাল-মুখ-চোখ মুছতে মুছতে পবিত্র হেঁটে চলেছে লঞ্চ ঘাটের দিকে। রোদের তাপ আজ অনেক। টেকা যাচ্ছেনা। আজ বেরোতে একটু দেরি হয়ে গেছে। হাঁটা বাড়িয়ে বিকেল সাড়ে চারটের লঞ্চটা ধরতেই হবে। মিস হয়ে গেলে মুশকিল। এই ভাবতে ভাবতে হাতঘড়িতে পুনরায় চোখ গেল তার। এদিকে ততক্ষণে পিঠটা চ্যাপচ্যাপ করছে ঘামে। লঞ্চ ঘাটে পৌঁছে টিকিট কাউন্টারে আট টাকা ধরিয়ে হাতে টিকিটটা নিয়ে বেঞ্চে বসে দেদারসে গল্প করতে থাকা লোকগুলোর দিকে একটু তাকিয়ে নিল পবিত্র। পায়ের ওপর পা তুলে সামনে একটা স্ট্যান্ড ফ্যানের টানা হাওয়ায় ওদের ফোকোটিয়া কিছু গাল-গল্প পবিত্রের কানে এলো। নিশ্চিন্তে খৈনি ডলতে ডলতে চলছে ওসব। পবিত্র আর দাঁড়ালো না। সময় নেই। পবিত্র জানে এক বিস্তর চাহিদার , দায় -দায়িত্বের তফাৎ এদিক আর ওদিক। মুচকি হাসতে হাসতে লাল রুমালটা একবার ঝেড়ে নিল। রোদ পড়তে এখনো দেরী !
-
ইয়োরকোটে দুটো বছরে যে বন্ধুসম ভাববিনিময়ের ক্ষেত্র তৈরি হয়েছিল তা ভোলার নয়। অনেককেই মনে আছে যেহেতু সচরাচর কিছু ভুলিনা মস্তিষ্কে বিভ্রাট না ঘটলে। কিন্তু হাতে গোনা কয়েকজনকে কখনোই হয়তো ভুলতে চেয়েও পারবোনা। যাইহোক, আমি ফেসবুক, ইনস্টাগ্রামে আছি। কেউ যোগাযোগ রাখতে চাইলে রাখতে পারে। সকলে ভালো থাকুক। সকলের ইচ্ছা পূরণ হোক।
-
Just get the news about shutting down of Big writing arena the "YourQuote ". I feel sad after gone through the recent pin post published by YourQuote authority why they are taking the hard step. More than 3 years this app is installed in my phone and spent almost 2 years as an active member in this platform. From here, I found many writings, their faces and smiles and emotions, did lots of enjoyable interactions over there. From totally unknown faces, some of us became pretty known to each other. Sharing many thoughts, emotions, stories during 2020-21. Some get disconnected as usual. Few still in touch of mine. Lots of memories had been created through this platform. Recalling those days I feel sometimes emotional for certain reasons. They are gone, Past afterall ! Anyway, hey YourQuote buddy! You will always be remembered. 👏
-
তবু ফিরতে হয় বাস্তবের চড়া রোদ্দুরে। কল্পনাপ্রসূত ভাবগত ছায়া সুরক্ষিত রাখতে শেখায় , আমরা তাতে নির্ভরশীল হয়ে পড়ি কিন্তু বাস্তব যে অন্য কথা বলে ! সে বলে এসো এড়িয়ে ওখান থেকে। সম্মুখীন হও দুঃসহ তাপের। তিক্ত অভিজ্ঞতা গড়ে উঠুক তোমার মাঝে। তবেই তুমি গভীর জলে নামার উপযুক্ত হবে।
-
যারা ক্ষত ভুলে যাওয়ার ক্ষমতা রাখে তাদের মতো সুখী কেউ নেই।
-
একটা সময় অতিরিক্ত হাতড়িয়ে যখন আমি ক্লান্ত তখন এই অন্তরমহলে আপনা হতেই উপলব্ধি হয় :
"সময় এখনও আসেনি। আসুক। যা হবার আপনিই হবে।" — % &-
রূপকথায় অবিশ্বাসী, চুপকথাতে আছি।
চুপি দেওয়ার নেই কেউ ভাই, থাক এই বেশ ভালো আছি। — % &-