অবিরত অনুসন্ধানী মননে
জমা উৎকন্ঠারা পাড়ি জমায় অজানা অচেনার ছন্দে।
যেথা রোমাঞ্চের অনাবিল মুগ্ধতার বানী রচে,
প্রগতীর অদম্য ইচ্ছে।
চৌকাঠ পেরিয়ে সুদূর নীলিমায় অতীতস্থ
নিঃসঙ্গতাকে ঝেরে ফেলে মুক্ত বিহঙ্গের সফেদ, ডানায়।
সপ্তর্ষীমন্ডলের আতর ছড়ায় সাঁঝের বালুচর,
কম্পিত পিদিমের শিখা নক্সা কাটে,
কলমকারির বাঁক শামিয়ানায়।
নাগালের বাইরে আত্মার প্রয়াস,
পুনমি শোভার ছায়াপথে খোঁজে মুক্তির আস্বাদ।
তৃষার্ত নয়নে অভিপ্সার বাহার,
যদি খুঁজে পায় তব অনাবিল মুগ্ধতা যার সান্ন্যিধ্যে,
পথভ্রষ্ট পথিকের হৃদয়তটে
হয়ত মিলবে সামীপ্যের স্বর্গবাস...-
বৃষ্টি ভালোবাসা পাগলিনী।প্রতিটা ব... read more
অভিশাপ হাতরে,জীবণ যখন আভাগী দোষে
মন্দের মাপকাঠি পারদ চড়ায়,অদৃষ্টের রোষে।-
অপবিত্র অশূচি-ঋতুমতি যখন নারীদেহ!
হেলায় ফেলে দেবগৃহ প্রাণ সঞ্চারের নিয়ম যত।
সৃষ্টির নিগূঢ় অর্থ যেথায় থাকে লীন,
বোধে,মাতৃত্বের প্রথম ধাপ যে নিতান্তই অর্থহীন।
অবিরাম অসহ্য পীড়ায় শরীর পোড়ে
মাসের কতকদিন রক্ত স্রোতে ভাসে।
বোকা আদম যত দেখায় আধুনিকতার জোয়ার,
আজও রয়ে গেছে সংকীর্ণতা মনের অভ্যন্তরে নেই শিক্ষার চাদর।-
বাক্সবন্দী করা মুঠো আবেগ গুলো,
বিক্ষত যত ব্যস্ততার অজুহাতে।
শহর জুড়ে ব্যর্থতার অবিরাম বৃষ্টি,
রং তুলিতে বাতিল জলছবি আঁকে।
গুমরে মরা আশ্বাসের রুক্ষতার দহন,
স্মৃতির ব্যর্থে নিঃস্ব মনের বারুদ দাবানল হানে।
-
যদি পারতাম তোকে বাঁধতে!
রাখতাম বেলোয়ারী মনমহলে।
এক ছুটে পালিয়ে গেলি,
চেতনার সুতো ছিন্ন করে...
ইচ্ছে গুলো মেখে গায়ে
কথা ছিল সখের তাসে গড়ব খেলাঘর..
মুখোশধারী ভালোলাগা গুলো
ভঙ্গুর তাসের ঘরে পড়ল নুয়ে
বিশ্বাসের অপঘাতে।
নিঃসঙ্গতার দামামা রোজ বাজে
সঙ্গে শুধুই পুরোনো চেনা গন্ধ হাওয়ায় ভাসে।
আছে পড়ে ধূলোমাখা কাঠ গোলাপ
ধূসর রিক্ত তবু বুকের পাশে আশায় বাঁচে।
-
সিক্ত চোখের আইরিশে লুকোনো
জমাট বাঁধা অভিমানের পোট্রেটে,
রঙের বাহারে মন ভোলায় অপেক্ষার প্রহর।
কৃষ্ণকায় মেঘে হাতরে পাওয়া
মুঠো আবেগ গুলো বুঝি পেয়েছে খুঁজে
প্রাক্তনের অবুঝ আসক্তির সায়র...
অকাল ইলশে গুঁড়ির কারন কি?
শ্রাবনী সুবাস তবে কি পৌছেছে নাম জানা ঠিকানায়...?
হরষিত হৃদাঙ্গনে থাকা কাঁচামূর্তির
আলিঙ্গনে নস্টালজিয়ার আঁচড়,
হয়ত তাই ভিজিয়ে চলেছে দুটো সত্ত্বাকে,
অবিরাম জমে থাকা উষ্ণ অনুভুতির বেলায়।
-
বিরামহীন যন্ত্রণার বর্বরতা
ক্রুশে বিঁধে হৃদ্যতার কায়।
বিশ্বাসে অবক্ষয়ের ক্লোরোফর্ম,
সম্পর্কের বর্ণমালায় মেলে না সায়।-
কালচে স্মৃতির মোড়ক তোমার মন্দের অন্তর্ঘাতে,
পসরা সাজায় বাতিল সম্ভাবনায় পূর্বমৃত কোলাজে।
-
ক্লান্তি ঘেঁষা ম্লান সন্ধ্যের লাল
যেন পরিশ্রমী আঙুলের পরশ মেখে
হৃদাঙ্গনে আধো প্রেমের আলফাজ বোনে।
বেআব্রু আবেগে যত হলদে অমলতাস
প্রাপ্তির বৃত্তে উন্মাদনা বুকে ভরে
উষ্ণতার আস্তিনে সিক্ত চুম্বন আঁকে।-