Jaba Dey   (Jaba Dey)
1.2k Followers · 480 Following

কালির আখরে নিজেরে ছড়ায়ে
কল্পলোকে আকাশে ভরিব তরী।।
Joined 27 February 2020


কালির আখরে নিজেরে ছড়ায়ে
কল্পলোকে আকাশে ভরিব তরী।।
Joined 27 February 2020
30 APR AT 22:27


ভালোবাসার থাকে না বলা কঠিন পাহাড়ে-
‌চুণি চুপি স্বপ্ন ভাঙে ,স্বপ্ন গড়ে।
আশা ভরা নয়নে একে অপরেরে খোঁজে ফেরে।
কত আশা ভালোবাসা উড়ায়ে দেয়-
চৈত্র শেষের অশনি সংকেতে হায়!
মন পাখি কো্থা যায় ?কার পানে ধায় ?
জীবনের সবআশা,সব সুখ ভালোবাসা-
তোমারে শুধু তোমারে করিতে চাই দান। অপেক্ষার তিতিক্ষায় প্রাণ জাগে মন -
বক্ষ পিঞ্জরে পেতে চায় মায়ার বাঁধন।




-


29 APR AT 15:59


কোথা হতে আলোক উৎস আসি মেশে-
রবির কিরণে মেঘ মালায়,
জীবন মহাকাব্যের দীপ্ত ভাষায়।
আদুরে মেঘের চকিত চাহনিতে-
নীরবতা মাখা সলাজ নয়নে গমকে গমকে ওঠে।
সোনা রোদ্দুরে মেঘবালিকা প্রসন্ন হাসে-
কত গান ছিল,সুর ছিল সপ্ত সুরে সাধা,
শব্দ ঝংকার ছিল সুরে সুরে বাঁধা।
তুমি এসেছিলে ভুলের পথে-
সাথে সোনাঝরা রোদ্দুরে রোদের স্পন্দন,
ভালোবেসে নিয়েছো যে মনোসিংহাসন।
তার সাথে মিশেছিল হৃদয়ের অনুপান-
অবহেলি সব দিলে ছড়ায়ে ছিটায়ে পথ পরে,
ওগো নির্দয়, প্রেম দিলে না প্রাণে;
চিরতরে পথের ভিখারি করিলে মোরে।
,

-


27 APR AT 16:25


কত ফুল ফোটে দিনে রাতে -
জীবনের উন্মেষ প্রকৃতির মৃত্তিকা হতে।
চেয়ে চেয়ে দেখি তার জীবনের বিন্যাস-
জীবন যে বড় ক্ষণস্থায়ী কিন্তু মহার্ঘ্য,
নিজেরে বাঁধে সে নানা বিবর্তনে।
রুপ রস বৈচিত্রে সে মহীয়ান‌‌-
যা কিছু শুভ সুন্দর তাকে করে থাকে
বেষ্টন। হৃদয়ের ফুলদানিতে ফোটে প্রণয় কুসুম কলি।
কত প্রেমাঙ্কুর না ফুটিতে ঝরে যায়-
হৃদয় হৃদি লাগি অকারণ তড়পায়।
আজি প্রাণের আবেগ উঠিছে উথলি-
নবীন পাতা মাতে জীবনের মহোৎসবে,
নব আশা, ভালোবাসা গায় সুর লয় তান;
মধুরে মধুর হলো বাঁচার অভিযান।

-


24 APR AT 15:36

প্রকৃতি কভু রুদ্র রূপে ধরাকে করে শাসন, লীলারসের মধুর আমন্ত্রনে ভরায় ত্রিভুবন।
বৈশাখে বৈশাখী ঝড় দেয় হানা-
বেলা অবেলা কালবেলা কিছুতেই তার নেই মানা।
ঈশান কোণে উথাল পাথাল আলোড়ন-
সে আসিছে অশনি সংকেতে,মর্মরে
বৃক্ষশাখে,ধনুতে জুড়েছে মেঘবাণ।
জীবনে যেন না পড়ে তার করাল ছায়া-
ধ্বংসের মাঝে অঙ্কুর ধরেছে কায়া।
সৃষ্টি স্থিতি লয়,তারই মাঝে নব প্রাণ কথা কয় নূতন আশ্বাসে।
চেয়ে রয় দুটি পাতা একটি কুঁড়ি
অপার বিশ্বাসে।
সেই অনাদি অনন্ত ভাঙে গড়ে -
সৃষ্টির কারিগর আপনার খেলাঘরে।

-


23 APR AT 10:49


বারান্দার ব্যালকনিতে আনে স্তব্ধতা-
জ্বলে পুড়ে যায় ভালবাসার মিঠে কথা।
রোদেলা মধ্যাহ্নে উদাসী মন হারায়-
উড়ে যেতে চায় আকাশের নীরবতায়।
শুধু উষ্ণায়নের হরেক রচনা-
আকাশে বাতাসে আনে তীব্র যন্ত্রণা।
কোথায় শান্তি? ভূমিতে প্রখর গ্রীষ্মের তীব্রতা।
এখনো রঙের তুফান হেথায় হোথায়-
শিমূল,পলাশ,কৃষ্ণ চূ‌‌ড়ায়'মন লাগে না,
পিচগলা শহরে শীতল চন্দন কোথা পাই?
কি করিব কোথা যাব?কিসে হবে
উপশম? মনের উষ্ণতা দিব বিসর্জন।আসে ধেয়ে, রিমঝিম বরষার নূপুর‌ ধ্বনি-
তরঙ্গিত জলধারার আগমন গীত,
শুনি আমি কান পেতে সেই মধুর সংগীত,
বৈশাখী ঝলকানি হবে‌ অবসান-
বৃষ্টির সৌরভ স্বস্তির প্রলেপ করিবে যে
দান।

-


22 APR AT 19:13


জীবন সাজে ভালো মন্দ মাঝে-
ভাষায় রূপ পায় নীরব চুপকথারা।
কল্পলোকের অঞ্জন চোখে,মনে মনে-
ভালোবাসা ছড়িয়ে দেয় মোদের বাতায়নে।
কবির কলম লেখে না শুধু সুখের মোহনা-
খুঁজে বেড়ায় বিষাদের অলীক কল্পনা।
বাস্তবের হাত ধরে সময়ের সাথে মিত্রতা-
করে ভাঙা গড়ার সাথে সখ্যতা।
বৈচিত্র্যময় জীবনের ভাঙা গড়ার ইতিহাসে, ভুলে যাওয়া স্মৃতিরা রূপ পায়,
কাব্য সাহিত্যর পাতায় পাতায়।
কলমের রূপকথারা প্রাণ পায় রাশি রাশি ভালোবাসায়।

-


21 APR AT 12:39


শূন্য থেকে শুরু, শূন্যতেই‌ শেষ-
জীবনের বেচাকেনা সব হবে নিঃশেষ।
কিইবা এনেছো তুমি নিয়ে যাবে শেষে?
কিইবা সঞ্চয় দিয়ে যাবে অবশেষে?
তুমি চির একাকী,কেটেছে দিবস রজনী।
ক্ষণিকের ভালোবেসে বেঁধেছিলে ঘর-
স্বপ্ন সাজাতে সাজাতে আপন হয়েছে পর।
এ জগতে সবই অনিত্য, কিছুই তোমার নয়-
যে ছিল আপন তার তরে আসে শমন,
অঙ্গনে শোভিত হয় বিদায়ের সামিয়ানা।
শোণিত ধারায় স্নাত যে জীবন পলে পলে বেড়ে ওঠে মাতৃ জঠরে ,জড়িয়ে রয়,ওরে নাড়ী ছেঁড়া ধন, সেও তো তোমার নয়।
একদিন হবে ক্ষয়, পথ পানে চাহি রহি
অসীম শূন্যতায়।
ব্যাকুল আঁখি অনন্তের পানে ধায় -
নয়ন তারে খুঁজে নাহি পায়।
সে যে পরম আমার আত্মার আত্মীয় -
এ জীবন যৌবন পিয়াসী হৃদয়ের
মদির তৃষা, সব লবে অনন্তে ঠাঁই।
সসীমে অসীমে হবে কোলাকুলি -
জীবনের অধিদেবতারে দিব,
দিব ভরি জীবনের মহার্ঘ্য প্রেমাঞ্জলি।
Jaba Dey


-


20 APR AT 14:47


নিদাঘ মধ্যাহ্নে পড়ে কার দীর্ঘশ্বাস-
তপ্ত দেহ ডুবিতে চায় শীতল সায়রে ?
প্রাণ ভরে নিতে চায় আশ্বাসের শ্বাস ।
বড় তৃষা জাগে,পিপাসা ভরা ইঁটের শহরে।
শুধু অতৃপ্তি দেহ মনে শান্তি নাহি হেথা-
কোথাও নাই শান্তির বারতা,
নীল নীল আকাশের সীমায় শুধুই রুক্ষতা শুষ্কতা।
নির্দয় মোরা, প্রকৃতি হননে মত্ত ছিনু
নিষ্ঠুর উল্লাসে, শ্যামলে শ্যামল কেমনে হবে ধরা ?
কেমনে হাসিবে চাঁদ সুকোমল হাসি ?
এসো এসো বরষা, এসো সহসা, হৃদি কর হরষা।
উতলা পৃথ্বী জলজ পুষ্পে উঠিবে বিকশি ।
রাশি রাশি ভালোবাসা বিলাবে বসুন্ধরা ধরাকে ভালোবাসি।

-


19 APR AT 11:45


তুমি আমায় ডেকেছিলে মধুর আহ্বানে-
দিয়েছিনু সাড়া, হয়ে দিশাহারা-
ভুলেছিনু আপন পর ক্ষণিক দৃষ্টিবাণে।
আজ ভাবি সে ছিল কপট ছল?
কেমন সে গেল চলি ভুলের ছলনায়?
তুমি ছাড়া এই ভুবন ভরেছে শূন্যতায়।
কেন করেছিলে মিছে প্রেম আলাপন?
সব‌ই ‌বৃথা মনে হয়, একাকীত্ব আমারে
কাঁদায় ,আঁকড়ে থাকা জীবন ভার ত্যাগিব তাপদগ্ধ বৈশাখী দহন জ্বালায়।
শ্রাবণ নিশীথে,ঘন মেঘ চমকিল বারিষপাতে।
হেমন্তে ধান্যলক্ষ্মী শস্যদাত্রী।
বসন্তে বনলক্ষ্মী,নবচঞ্চলা,সে-
ফাগের অনুরাগে শরমে লালে লাল হলো বনাঞ্চল।
তুমি নাই, কিছু নাই শূন্য চারিধার-
একাকী নির্জনে আনমনে জপি তব নাম,
যদি ফিরে আসো, ভালো যদি বাসো
ভুলের খেলা ঘরে আবার পাতিব
ফুল শয্যা, নয়নে মায়া কাজল হৃদয়ে নব আশা-
বঁধুয়া পড়ে নিও নীরব চোখের ভাষা।

-


18 APR AT 11:21


কেটে যায় সারাবেলা‌-
অগোছালো জীবন গোছাতে স্বপ্ন, সাজাতে সাজাতে কেটে
যায় কত বেলা অবেলা।
দন্দ্ব জাগে মনে, জীবনে যত-
কথা শুধু স্বপ্নচারণে, শুধু শয়নে স্বপনে?
জীবন নয় গো তোমার এত মধুরে মধুর,
কাঠিন্যের বেড়াজালে বাঁচাই দুষ্কর।
স্বপ্ন ভাঙার গড়ার কারিগর -
কাব্যকার নাট্যকার কালির,
আখরে ভরে পাতায় পাতায়।
স্বপ্ন নিয়ে খেলা প্ররোচিত করে জীবন-
নিয়ে অলস ভেসে চলা হাওয়ায় হাওয়ায়,
ভেসে চলা, বেহিসাবি পথ চলায়।
স্বপ্ন সাজাতে সাজাতে জীবন ব্যয় করে বহু সময়-
অনাদরে অবহেলায় সময় বয়ে যায়,
ঝরাপাতা ঝড়কে ডাকে গোপন ই্শারায়।
Jaba Dey


-


Fetching Jaba Dey Quotes