জনমের চলা ভাসমান নৌকার মতো-
যখন-তখন হয়না সে রঙিন মনের মতন।
জীবন জলরঙা রঙের মতো নিষ্প্রভ ম্রিয়মান, ঘটনার ঘনঘটায় উত্থান পতনের
দোলন দোলায় রচিত স্বপ্নসৌধের মর্মকথা,
তিতিক্ষার কঠিন সাধনে অবিরাত পরিমার্জনে স্থায়ী রঙে সাজাবে যতনে ।
সহজে কি রং লাগে? পলে পলে ক্ষণে ক্ষণে
রঙিন হবার সাধনায়, বাসন্ত বিলাসে
ফাগের খেলায় রঙে রঙে রঙিন হতে চায়।
রাগ অনুরাগে ফাগুনিয়া ফাগে
ফুলে ফুলে, ঝুলন দোলা সাজায়।
জলরঙা জীবনেরে রঙের
মাধুরী মাখাতে চায়, তাই আজ রঙিন আকাশ, বাতাসে বাতাসে মধুর সুবাস-
পলাশে শিমুলে জীবনে রঙ্গোলি সাজাবার ,
এক চিরন্তন আহ্বানের অন্তহীন আশ্বাস।
-
কল্পলোকে আকাশে ভরিব তরী।।
দুঃখের দিনে অসময়ে শ্রাবণ আসে নেমে-
আঁধার ঘনায় ধরণীর অঞ্চল ছায়।
বেদনা যাতায় মনের কোণে সাথী হারা কান্দে ব্যথা ভরা নয়নে, বিষাদ জাগে মনে। কারে হারায়েছি, কে ছিল আপন হিসাব মিলাতে রাজি নয় মন, বিফলে গেল সুখের স্বপন।
একাকী নিশীথে খোলা বাতায়নে কার লাগি পথ চাওয়া? কিসের তরে স্বপ্ন তরী বাওয়া।
সুখের ঘরে বসত করি, দুখের দিনে তার
সঙ্গ পরিহরি, সুখ দুঃখ বিপরীত ক্রিয়া-
এক আসিলে অন্যের আসা যাওয়া।
সুখের লাগিয়া দুঃখ মালা পড়েছি গো গলে-
দুঃখের অনলে জুলিয়া পুড়িয়া মরেছি অবহেলে, সুখ পাখি আসি ফুল
উপহার,করিবে দান চির সাথী দুঃখের গলে।
-
কেন ফিরে যাও,যাবার বেলা -
পিছু ফিরে চাও,তুমি কি
বোঝো না মোর নয়নের ভাষা?
সেথা বাসা বেঁধে আছে যত
অপূরিত আশা,হয়ো না নির্দয় ,
দেখো হেথা অশ্রু ঝরে দু নয়নে,
তোমারি কারনে প্রিয় তোমারি স্মরণে।
দ্বিধা নাহি রেখো মনে,
গ্রহণ করো মোরে আনন্দিত মনে।-
হৃদয় দিলে মন কি দিলে তা বলে গেলে না-
বাম অলিন্দ থেকে মনের দূরত্ব জানা গেল না,প্রাণ দিয়ে যায় না ধরা মনের গতিধারা-
মন স্বচ্ছ জল ধারা নিমেষে হয় পথহারা,
বাতাসে বাতাসে অসীমে নিত্য ঘোরা ফেরা।
তারে রুধিয়া রাখিতে নারি -
লাভা স্রোতের মতো দুরন্ত গতি বাঁধিবো
কেমনে? কাল প্রভাবে প্রাণ বায়ু নিভে যায়,
দীপ জ্বালো মনের আঙিনায়-
সহস্র প্রাণে জ্বালাও অনির্বাণ দীপাধার।
হৃদয়ের কথা প্রাণে প্রাণে হলো জানাজানি-
চিনেছি তোমার তুমিরে ওগো অভিমানিনী।
-
রক্তরাগে গোধূলি সমায়িত গগন অঙ্গনে-
তার অনুরাগের ছোঁয়া লেগেছে,
তব শরমে রাঙানো আননে ।
আহা কি রূপ মাধুরী উঠিছে উথলি-
তব অনিন্দিত কপোলে।
না বলা প্রণয়ের অধুরা বাণী-
হৃদয়ের কোণে করে কানাকানি।
এ মধুর লগ্নন বৃথা যেন নাহি যায় -
চলো একসাথে চলি পথ চলার অছিলায়।-
ভালোবাসার আঁচে, বিশ্বাসের ছাঁচে-
আস্থার প্রণয়াবেগ নাহি এথা কেমনে বাঁচে?
ভারহীন দিশাহীন পথে পথে ঘুরে মরে।
উদভ্রান্ত মত্ত পবনের গতি কে বুঝিতে পারে?
আজ এডাল ভাঙ্গে, কাল ওডালে বসে-
লাভ কি এমন পথ হারা পথিক ভালোবেসে?
মনের দুয়ার যদি খুলে দাও প্রিয় -
নিশ্চিত আশ্বাসের ফুল সমাহারে সাজাও
নিজেরে কুসুম মালিকার কন্ঠহারে।
ওগো মরমিয়া আবেগে অনুরাগে ভরি দাও-
মোর তৃষিত জীবন পাত্র খানি।
ভালোবাসা হীন বিড়ম্বিত জীবনে শুধু হতাশা-
আর অফুরান তিয়াসা, যত অপূরিত আশা,
প্রিয় এসো, মোর খন্ডিত জীবনে এসো রানী।
-
দূরে সরে যাই, নিয়ে মনের বালাই-
খুঁজো না মোরে ভুলের ছলনায়,
আমি চলে যাব মোর স্বপ্ন সাধনায়;
ভুলে যেও ছিলাম তব জীবন আঙিনায়।
অনাদরে ভরায়েছো আমার ভুবন-
অবহেলা সয়ে সয়ে বিকল হয়েছে মোর মন।
বুঝেছি জীবনের সার আপন কেহ নয়-
জনমের নাট্যশালায়; ক্ষণিকের অভিনয়।
দেখা হবে কিনা হবে পথের সমাপনে?
তবু দূরে যেতে চাই যদি ঘটে মনের উত্তরণ-
পেয়েছি কি হারিয়েছি চাইনা তার বিশ্লেষণ।
আবার জাগিবে প্রাণ, দুরকে নিকট করিবার মন্ত্র সাধনে করিব শরীর পাতন।
যদি কভু মনে পড়ে প্রিয় মোর নামটি লিখে দিও যখন কাঁপিয়ে বাতাস
আসিবে ঝড়ের মাতন,
মাটির ঘ্রাণে পাবে ফিরে করিও যতন।
-
শ্রাবণ দিনে এমনই ঘন ঘোর বরিষনে-
তারে কি পড়েছে মনে?মনোবীনার সুর তানে,
ওরে হৃদয় আজ উঠিছে উথলি রহি রহি;
কুল সৌরভ বাতাস আনিছে বহি।
মেয়েদের আজ নাহি কোন কাজে তাড়া -
আকাশে ভেসে ভেসে শুধু বারি ঝরা।
যত লাবণ্য রাশি প্রকৃতির কোণে কোণে-
আসন পেতেছে জুঁই হাস্নুহানার স্নিগ্ধ আননে
এমন দিনে হৃদয় আজি ব্যাকুল হয়েছে-
না বলা কথাটি বলিবার তরে।
মুখোমুখি বসিবার হলো বুঝি অবসর?
অঙ্গে অঙ্গে রভস রঙে ক্ষণে ক্ষণে
উঠিছে চমকি,তবু কি বেদন
ভারে থর থর কাঁপিছে।
পেয়ে হারানোর বেদনায় সদা মরে ত্রাসে -
পেয়েছি কি পাইনি? সে কি ভালোবাসে?
সাধ জাগে মনে নব প্রণয়ে হবো উদ্বোধিত-
আজ মিলনের দিন, রাখিবো নয়নে নয়ন,
গাবো জীবনের একতারায় আনন্দ সঙ্গীভ।-
যদি যাও চলে কোন সীমান্ত পারে-
ওগো প্রিয় ঠিকানা দিয়ে যেও মোরে।
গন্তব্যহীন জীবন পাল ছেঁড়া নৌকার ন্যায় -
অর্থহীন চলা, গতি আছে দিশা নাই।
শিকড় বিহীন যাযাবর পথিক খুঁজে বেড়ায়
আপনার জনে, যে চলা হয়েছে শুরু পৃথিবীর
আদিম ক্ষণে, আজও অব্যাহত ধরার কোণে।
ইঁটের পাঁজরে প্রাণের স্পন্দন-
নব জীবনের সাধনায় সূর্যকে করে সম্ভাষণ,
ঠিকানা লভিবার যত আয়োজন;
বৃথা যেন নাহি যায়, সংকীর্ণতা করোনা পোষণ।
মোরা পেতে চাই পথের শেষে সুন্দরের দরশন।
যেথা আলোয় আলোময়, জীবন সফল হবে -
ঘটিবে সঠিক ঠিকানায় চেতনার উত্তরণ।
-
মাটির ঘ্রাণে এই পৃথিবী শস্য শ্যামলা-
তোমার সন্তান,চলেছে মহাশূন্যালয়ে,
মধুক্ষরা ধরা ফিরায়ে এনো তব অঞ্চল ছায়ে।-