Jaba Dey   (Jaba Dey)
1.3k Followers · 567 Following

কালির আখরে নিজেরে ছড়ায়ে
কল্পলোকে আকাশে ভরিব তরী।।
Joined 27 February 2020


কালির আখরে নিজেরে ছড়ায়ে
কল্পলোকে আকাশে ভরিব তরী।।
Joined 27 February 2020
27 AUG AT 13:50


গণেশ চতুর্থীর পুণ্য লগনে সিদ্ধিদাতা স্মরণে
আমার প্রিয় ইওর কোটের সকল পরিচালকমন্ডলী ও আমার পুরাতন, নবাগত ও ভবিষ্যতে আগত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার মনের অংশীদার
হোক তাঁরা এই আকাঙ্ক্ষাই করি--

বাকিটা ক্যাপশনে দেখার অনুরোধ রইলো-----------

-


25 AUG AT 19:57



জীবনের ক্ষয়ে যাওয়া মন স্বপ্নজাল -
বোনে আকাশের আঙিনায়,
নিমগ্ন থাকে স্বপ্ন কল্পনায়।
ব্যথারা বাসা বাঁধে মেঘ বলাকায়-
বৃষ্টি হয়ে ঝরে ধরার অঞ্চল ছায়।
কনে দেখা আলোর মাধুরী-
ছায়া ফেলে সরোবরে,
ভালোবাসা জেগে রয় অন্তরে অন্তরে।

-


25 AUG AT 19:57



জীবনের ক্ষয়ে যাওয়া মন স্বপ্নজল -
বোনে আকাশের আঙিনায়,
নিমগ্ন থাকে স্বপ্ন কল্পনায়।
ব্যথারা বাসা বাঁধে মেঘ বলাকায়-
বৃষ্টি হয়ে ঝরে ধরার অঞ্চল ছায়।
কনে দেখা আলোর মাধুরী-
ছায়া ফেলে সরোবরে,
ভালোবাসা জেগে রয় অন্তরে অন্তরে।

-


25 AUG AT 11:38


পথিক চলে আনন্দে পথের সীমান্তে-
কি জানি কি লেখা আছে চলার অন্তে,
কভু সাথী লয়ে,কভু একাকী একান্তে।
জীবনের যত জয় পরাজয় লেখা পথের প্রান্তে , জনমে জনমে পথ চলা হয় না শেষ;
সেথা লেখা থাকে জীবন নাট্যের ইতিহাস।
পথই দেয় এগিয়ে চলার বিশ্বাস -
হেথায় জনমত গর্জে ওঠে পেতে বিচারের আশ্বাস, পথেই জীবন পথেই মরণ-
এখানেই সমাগত শেষ বিদায়ের ক্ষণ
শঙ্কা হটায়ে ,ডঙ্কা বাজায়ে মৃত্যুর মাঝে
জীবনেরে মহাপ্রাণ করে দান।

-


23 AUG AT 20:24


বন্ধু কার লাইগ্যা তুই হইলি পরবাসী-
আমি তোরে অফুরান ভালোবাসি,
গলায় পইরাছি ভালোবাসার ফাঁস;
চক্ষু বারি ঝইরা ঝইরা হইছি বানভাসি।

-


23 AUG AT 13:44


আবেগ মাধুকরী নাহি চায়-
সে ডুবে আছে রাগে অনুরাগে,
অনুভবের গভীর তিতিক্ষায় ।
সে চাহে না ভিক্ষা ঝুলির দান-
বিকাতে জানে না প্রেমের সম্মান।
সে শুধু চায় নিঃস্বার্থ ভালোবাসা-
প্রণয়ের হৃদয়াকাশে একটু বুক ভরা শ্বাস ,
অটুট বিশ্বাসের একাগ্র আশ্বাস।
আবেগের পথ ধরে প্রণয়ের আনাগোনা-
শুরু হয় ভাবনা বিলাসের জালবোনা,
মনের মুকুরে মধুরে মধুর হবার স্বপ্ন কল্পনা।
হৃদয় হতে উৎসারিত প্রেমজ কামনা-
শাখা প্রশাখা বাড়ায় নবোদিত জল্পনায়।


-


22 AUG AT 15:20


কি জানি কিসের ছোঁয়ায়-
মেঘে মেঘে কানাকানি আকাশের আঙিনায়।
ঘুমন্ত মন জাগে কার ইশারায়?
মোর হৃদয়ে প্রেম জাগে তোমার মায়ায়।
বরষণ মুখরিত দিনে বৃষ্টি পড়ে টুপ্ টুপ্-
তোমার মাতাল মনের উতল হাওয়ায়,
কি জানি কেন রে? বুক করে ধুক পুক ?
দূরাগত কোন সংকেত ভেসে আসে ?
সর্বনেশে প্রণয় যদি গ্রাসে, মরি ভয়ে ত্রাসে।
মন উচাটন নিঃশ্বাস সঘন মান হুঁশ দিয়াছি জলাঞ্জলি, নয়নে পরেছি কলঙ্কের কাজল-
তোমারি পরশে হিয়ার হরষে ধন্য হবো বলি।

-


21 AUG AT 14:46


পৃথিবীর দাবি মানুষের কাছে-
প্রকৃতি সোহাগে আদরে ধরারে সাজায়েছে।
শস্য ভরা শ্যামলে শ্যামল‌ ধরণী করেছে দান-
অধরা মাধুরী সনে রচেছে তাহারে,
চন্দ্র তপনে চাঁদের কিরণে চন্দ্র হারে।
এ ভুবন বড় মধুময় বড় মায়াময়,
মনে হয় বড় আপনার।
প্রকৃতির অঞ্চল প্রান্তে ফুলের সমাহার,
চামেলী রজনীগন্ধা অতুল সুবাস !
মনের উপাচার দিয়েছি সাথে নিঃস্বার্থ প্রেমের নির্যাস, তুমি কি পারো না দিতে হৃদয় কুসুম?
হানাহানি রেষারেষি দূর করে দাও জীবন আঙিনা হতে, তবেই মনুষ্যত্ব প্রকাশিবে-
ধরায় ফুটিবে সহস্র প্রণয় শতদল,
উঠিবে ঐকতান আসমুদ্র হিমাচল।













-


20 AUG AT 22:52



প্রেম জ্বরে থর থর জীবন জোয়ারে কেমনে দিব বাঁধ?
ঘুমন্ত আগ্নেয়গিরি জেগেছে আজি ঘটে বুঝি পরমাদ ?

-


20 AUG AT 12:18


আমার অধুরা স্বপ্ন যত পূর্ণতা পায় তোমার চোখের পরে, সেথা প্রেমের নিঃশব্দ ছায়া পড়ে।
প্রেম আহ্বান ধ্বনিত হয় প্রাণ হতে প্রাণে
নব রূপে চুপে চুপে নিখিলের কানে কানে।
তুমি মোরে দিয়াছো প্রণয় আশ্বাস -
এও জানি প্রিয়, তুমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেদিন চৈত্র মাস, ক্ষণে হতাশা ক্ষণে উল্লাস।
মোর জীবন নাট্য উছলিয়া উঠে তব দৃষ্টির আঙিনায়, আমি যে তোমার মনো-
ভাবনায় অধরা যত স্বপ্নিল কামনা।
তোমা তরে প্রিয় সবই তেয়াগিব-
ভালোবাসি, ভালোবাসি দিবানিশি-
নিঃস্বার্থ সমর্পণে কাটাবো এই মধু নিশি।

-


Fetching Jaba Dey Quotes