আমাদের জীবন জড়ায়ে আছে ছায়ায় মায়ায়, এই মধুক্ষরা বসুন্ধরায়।
মা ডাক বিনা ওরে জীবন
বৃথা যায়, শস্যক্ষেত্রে অবনত
ধান্য শীষে লেখা আছে মাতৃ নাম বাঁচার রসদ। মোরা যে তার নাড়ীছেঁড়া ধন-
বাহিত রক্তের শিরায় শিরায় একান্ত আপন।
উছলিত তব স্নেহ রাশি ছড়ায়ে ছিটায়ে আছে জীবনের কোনে কোণে।
জনমের সেই মহা লগনে সেই মাতৃ নাম
আকুল ক্রন্দনে, মরণেও সেই প্রিয় নাম আননে আননে।
মাগো শুরু হতে শেষ, সর্বত্র তুমি আছো
এ অধমে তব কৃপা যে মহান।-
কল্পলোকে আকাশে ভরিব তরী।।
বিশ্বের অনন্ত সৃষ্টি মাঝে স্রষ্টার উল্লাস-
ন্যায় নীতির আবর্তে শত্রু বিনাশে ধর্ম লবে শ্বাস।-
সে আজ স্বপ্ন মায়াবী নয়,নয় গো নীলাকাশ-
সেথা শুধু ত্রিকালজ্ঞের সুদর্শনের প্রকাশ,
দেশ ও দশের রক্ষার গুরুদায়িত্বে
দম্ভহীন শক্তির বিকাশ।
প্রজাতন্ত্রে শপথের বন্ধনে দিয়েছে যে অধিকার, স্বদেশের অখন্ডতা রক্ষার-
কুরু পান্ডবের যুদ্ধে সারথি সে অর্জুনের।
আজ ভারতের আকাশে সত্য ন্যায়ের
উদ্যত কৃপাণ, ন্যায় প্রতিষ্ঠায় ভারতীয় সেনা দেবে প্রাণ বলিদান। যারা ভুলিয়াছে মানবতার সুর, শিক্ষা দিতে হবে
তাদের বজ্র কঠিন অন্তরে।
সাম্যবাদীর দেশ ভারত নয় সে দুর্বল-
কালের নিয়ামক গীতার উদগাতা
শ্রীকৃষ্ণের ক্ষমা ন্যায় নীতির ;
সদা জাগ্রত রক্ষক কর্তব্যে অবিচল।-
ঋতু
দিন যায় দিন আসে কাল ক্ষয়ে ক্ষয়ে -
প্রকৃতি ঋতুমতী হয় সময়ের পথ বেয়ে যৌবন
গোঙায়।-
আগুন জ্বলে আকাশের গায়-
রবির কিরণে পূর্ণ গরিমায়,
গোধূলি লগনে রক্তাভ গগনে।
অন্তরের পরশ মণি ছোঁয়ায় প্রাণে প্রাণে-
অগ্নিতৃষা জ্বলে মানবের মনে মনে।
সুন্দরের মূরতি জাগে হৃদয়ের কোণে-
বিড়ম্বিত বিলম্বিত জীবনে জাগে আশা,
রঙে রঙে উজ্জ্বল হয় নিত্য ভালবাসা।
যত স্বপ্ন হোক সাকার, আলোকিত জীবন
পারাবার, মধুর হোক মানুষের পরিযায়ী পথ,
নিখাদ বিস্মৃত বাসনা যত ;
সুন্দর হোক, সার্থক হোক অবিরত।
-
সে জড়ায়ে থাকে অন্তহীন ভালোবেসে-
পরস্পরের অটুট মোহাবেশে,সুরে সুরে সুরময় আমার ভুবন, সে মোর নিত্য কামনার ধন।
তুমি আছো সেথা সমগ্র চেতনার রং লয়ে -
মনের মধুর মাধুরী বিলায়ে বিলায়ে।
মম মগ্ন চৈতন্যে তোমারই ছবি আঁকা-
তুমি যে মোর জীবনের রূপরেখা,
জনমের যত ঐশ্বর্য তোমারি করেছি দান।
এই ঘর তোমার আমার অলিখিত অভিধান-
ফুটা ফাটা ঘরে, প্রভাত রবির চরণ পড়ে,
সন্ধ্যায় লাজ নত নয়নে দীপ জ্বলে
মোদের তুলসী ঘেরা অঙ্গনে -
ধরিত্রীর যত সুখ জড়ায়ে আছে,
প্রিয় হতে প্রিয়তর গৃহের প্রাঙ্গণে।
-
ওরে কি আনন্দে জেগেছে আজি পরাণে-
বধূর মধুর সংবাদ এলো বুঝি পবনে পবনে।
দুটি হৃদয়ের বাণী,লুকায়ে রাখিও না তারে-
কাজলের আড়ালে আড়ালে নয়নের কোণে।
ত্যাজ লাজ,সলাজ নয়নে বল সযতনে-
নাথ, তোমারে চেয়েছি জীবনে মরণে,
জীবনের সমগ্র খন্ডতা-তুচ্ছতা য়হীয়ান
হবে, তোমার মধুর মূরতি হেরি মোদের অঙ্গনে।-
জড়িয়ে আছে উথাল পাথাল অন্তরে-
ঘুমিয়েছিল জাগলো কিসে হঠাৎ কোন মন্তরে, তারে কেমনে ভোলা যায়?
দিবানিশি মরমে তড়পায়,স্মৃতির ক্ষত জাগায়, নিমগ্ন থাকে স্বপ্ন রচনায়।
কভু জাগরণে বেদনা যাচায়।
মধু স্মৃতি জড়িয়ে আছে রজনীগন্ধায়-
জীর্ণ দীর্ণ ডাইরির পাতায় পাতায়।
মনে পড়ে? সেই থরথর কম্পিত অধরের না বলা কথা, ভীরু চোখের চকিত
চাহনির অবুঝ নীরবতা, মনে কি পড়ে ?
সেই স্মৃতিভার আজও বহে যাই বেলা
অবেলায়, আজও মনের নদীতে ঢেউ ওঠে-
ডোবে না তরী, শুধু ভেসে যায়
অজানা পথে দূর হতে দূরে কালের গহ্বরে ,
হাসি কান্না একাকার হয়ে ঝরে পড়ে।
-
শুভ সুন্দরে ভরে থাক-
মোদের কাক্ষিত অঙ্গন।
ভালোবাসার বীজ করহ বপন-
একদিন ভরে যাবে সবুজে সবুজে,
প্রশান্তিতে পূর্ণ ভবন আনন্দিত মন।
-
অক্ষয় হোক সব অনাগত আগত প্রাণ-
জীবনের যত না পড়া অভিধান,
সুন্দরের সাথে ঘটুক সহাবস্থান।
অক্ষয় হোক বিদেহী আত্মার ক্রমোন্নয়ন।
সার্থক হোক মানবতার ক্রন্দন-
পূর্ণ হোক অপ্রাপ্তির বেদনা যত,
যা তোমারে কাঁদায়েছে অবিরত।
অন্ধকারে রয়েছে নিমজ্জিত দিবারাত্র-
ওরে অসীমের আমন্ত্রণে জাগিছে প্রাণ,
কার শক্তি আছে রুধিবে সে নিমন্ত্রণ?
বোধিত চিত্তের হোক প্রতিষ্ঠা।
ঘুম ঘোরে থাকিস নারে মন-
ঘটুক নব চেতনার উদ্ধোধন।
অক্ষয় হোক প্রেমজ আহ্বান -
অব্যয় হোক বহু কাঙ্খিত জীবনের জয়গান।
-