Andar ki jalti hui aag se, aab dil ke saari diya jwalana seekh hi liya tum..
Andar ki jalti hui aag se, aab dil ke saari diya jwalana seekh hi liya tum..
Har ek chot ki nishani se, aab jeetne ki do-chaar khat likh hi liya tum..
-
ভূমিস্থ হই ২১শে অক্টোবর ১৯৯৯তে।
প্রিয় কিছু লাইন....
"লেখার দিকে তাকিয়ে দ... read more
True love is always forever.
The people, we've loved genuinely once, actually never leave us.
No matter what, either they live FOREVER WITH US, or they live FOREVER IN US.-
I want to live in a world where people talk, where people talk about problems, talk about feelings which are bothering, talk about issues, talk about misunderstandings, talk about everything that matters. And simultaneously, where people listen, listen all the same, and deal with it. Not absolutely where people just give up and leave their loved ones, because they're not perfect!
-
অনেক তো হল বৃষ্টিকে নিয়ে কাব্য,
এবার কবিতা চাইছে বিষয় অন্য!
কালবৈশাখী নিয়ে পরে ফের ভাবব..
আজকে কবিতা অন্ত্যমিলের জন্য!
তখন আমি বছর নয়েক সদ্য,
জল পড়ছে বলেই যে পাতা নড়ছে..
বুঝতে গিয়ে ভানুসিংহের তত্ত্ব,
প্রথম আলাপ যদ্দূর মনে পড়ছে!
তারপর থেকে তার সাথে খুব সখ্য,
অবহেলাতেও পালিয়ে যায়নি খুব দূর..
ধূসর জীবনে আতর ছড়াতে দক্ষ,
সে-ই শরতের গরাদ চোঁয়ানো রোদ্দুর!
হঠাৎ পেরোই কিশোরবেলার চৌকাঠ,
হৃদয় ভুলেছে সহজ সরল উত্তর..
তাও মাঝে মাঝে উঁকি দেয় সহজপাঠ,
অন্ত্যমিলেই আবারও ফিরব সত্বর!
ব্যাকুল যখন আষাঢ়গন্ধী এ মন,
ঠাঁই খুঁজে পেতে শুষ্ক হৃদয় হন্যে..
অন্ত্যমিলেই পেয়েছি সুখের শ্রাবণ,
তাই এ কবিতা অন্ত্যমিলের জন্যে!-
কিছু জাহাজ বাণিজ্যের কারণে সমুদ্রপথে পাড়ি দেয়,
তবে তাদের মন প্রাণ জুড়ে বাজতে থাকে-ঘরে ফেরার গান। কিন্তু কিছু জাহাজ সমুদ্রের দিগন্তজোড়া আলোয় মুক্তির পথ খোঁজে! "মথিত জলের প্রান্তে" দাঁড়িয়ে কালপুরুষ-লুব্ধক-সপ্তর্ষিমন্ডলের মাঝে নিজের তুচ্ছ অস্তিত্ব আবিষ্কার করতে চায়। আর ঘরে ফেরে না কোনদিন।
সাঁড়ে-তিন বছরের শৌর্য্য হয়তো একদিন বাবার কাছ থেকে জানতে চাইত, আকস্মিক দুর্যোগের সময় উত্তাল সমুদ্রের মাঝে দিক-নির্ণয়ক কম্পাস হারিয়ে গেলে কী করা উচিত। কিন্তু তার অজান্তেই তার বাবা সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এক কালগ্রাসী অন্ধকার রাতে হারিয়ে গিয়েছে সহস্র আলোকবর্ষ দূরে মিটমিট করা তারাদের মাঝে।
বাবার সান্নিধ্য ছাড়াই শৌর্য্য বড় হয়ে উঠবে। হয়তো তার বাবার মতই বিদ্যার জাহাজ হবে সেও। শুধু প্রার্থনা এই যে, সে যেন কখনও জীবনের দিক-নির্ণয়ক কম্পাসটা হারিয়ে না ফেলে।-
দুটি মানুষের মধ্যে গড়ে ওঠা সম্পর্কে যদি কোথাও কোনও ছিদ্র না থাকে, তবে কোনও তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কে কখনও ফাটল ধরতে পারে না।
-
আজ,মৃত্যুর খবরে সূর্য ওঠে,
বিষন্ন সন্ধ্যে নামে।
গনতন্ত্রই জনগণের জীবন
বিকিয়েছে জলের দামে।
যাকে ছেড়ে বাঁচবে না ভেবেছিলে একদিন,
তাকে ছেড়ে রয়ে গেছো বেশ।
সময়েতে চাপা পড়ে গেছে আঁচ আগুনের,
ধীরে ধীরে কেটে গেছে রেশ।
মুঠো মুঠো বাতাসের দাবি বাড়ে ফুসফুসে,
ফিঁকে হয় হৃদয়ের পেইন।
বায়ুমণ্ডলে আজ অভিমান বড়ো বেশি,
অনটনে যে অক্সিজেন।-
Never expect someone to treat you the way you treat them. Because, not everyone has the same mindset like you have!
-
পারলে কখনও খোঁজ নিয়ে দেখো,
চিঠি লিখে দেখো পাহাড়ি ঠিকানায়...
এখনও সে তোমার গন্ধ মেখে,
ব্রাত্য উলের সোয়েটার বানায়!-