Sujata Goswami   (Sujata goswami)
1.4k Followers · 49 Following

Joined 12 May 2020


Joined 12 May 2020
24 APR AT 11:51


সূর্যও নতজানু মেঘের কিনারে
সব তাপ ঝরে গেছে খেজুরের বনে
ফোঁটা ফোঁটা বৃষ্টির অঞ্জলি পুটে
এলে তুমি পায়ে পায়ে মন্থর দিনে।
ঝড়ের দোসর হয়ে ঢাকলে আকাশ
ঝরা পাতা উড়ে যায় মত্ত পবনে
নদীটিও দুলে ওঠে কি গভীর সুখে
কি গভীর আকুলতা জারুলের বনে।
তাপিত দহন জ্বালা জুড়াতে প্রাণের
ছুঁয়ে দিলে চাতকের তৃষ্ণার ঠোঁট
এলে তুমি অবেলায় নটরাজ রূপে
মুছে দিলে পুরাতন যত রোগ শোক।

-


23 APR AT 21:19

তুমি আগুন জ্বালাতে পারো,
পোড়াতে পারোনা আঁচে।
এ কেমন পিরিত বঁধু...
আড়ালে যে ভালোবাসে!

-


23 APR AT 21:12


কথা ছিলো আসবে ফিরে

সেই তুমি যখন ফিরলেনা আর
সাত সাগরের নাবিক হয়ে
আমি তখন ভেসে গেলাম, ভেসেই গেলাম
গভীরতার ফেনিল রাশির অতল ছুঁয়ে।

বিচ্ছেদে কি নদী উঠে আসে!
দুঃখে কেন নুইয়ে পড়ে মাথা?
তোমার সাথে ভাসার কথা ছিল....
বেঁচে থাকার /সেটাও ছিলো কথা।

ডুবরী হয়েও আসতে যদি তুমি
হাত বাড়ালে' বাড়িয়ে দিতাম হাত
লোনা লোনা দুঃখ আছে যত
সাগর তলেই দিতাম জলবাস।

-


9 APR AT 11:33

তুমি আমায় অলংকারে সাজিয়ে দিলে
বৈভবতে মুড়িয়ে দিলে
আদর দিলে কই
আমি ভালোবাসার নিঃস্ব বুকে
কাঁদন হয়ে রই।
তুমি বাসলে ভালো তেমন করে
বলতো নাতো কেউ
সুখের ঘরে আমি নাকি
লোনা জলের ঢেউ!
আমি উজাড় করে দিলাম যখন
এক সমুদ্র সুখ
তুমি বালুচরে খুঁজলে বসে
মুক্তো বুকে ঝিনুক।
তুমি একজীবনের সুখ কুড়ালে
অহং ভালোবেসে
আমার নীলতারাটি রইলো জেগে
অনাদরের রাতে।
আমি চাইনি যখন পাল্লা দরে
সুখের জীবন যাপন
তুমি হলুদ পাতায় লিখে দিলে
বিদায় সম্ভাষণ।
আমি এক পয়সার সুখ চেয়েছি
তোমায় ভালোবেসে,
তুমি কড়ির দামে কিনলে হৃদয়
বেচলে আরেক হাটে।

-


7 APR AT 16:11

এসো আজ বসি মুখোমুখি....
আমি আর স্মৃতি।
কতদিন নিরালায় বসে হয়নি কথা বলা,
ছুঁয়ে দেখা হয়নি স্পর্শ সুখ!
কতদিন হয়নি তরী বাওয়া....
বুকের নদীটি যেথা চুপ।
কত রাত মাপিনি অশ্রু জল!
বয়ে গেছে ফল্গুধারায়.....
ঝরে গেছে কত ডাকনাম,
ঝরে গেছে কতজন বেলা, অবেলায়।
শোকের আগুনে কত পুড়ে গেছে চিতা,
কত দুখ জেগে থাকে, জাগানিয়া রাতে....
আরো কত বেদনার নীল কথকতা,
রয়ে গেছে হৃদয়ের শোনিতের স্রোতে।
আছে কিছু শৈশব, সোনাঝরা দিন,
আছে কিছু কিশোরীর স্বপ্ন রঙিন,
ছিলো কিছু ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা বাসি....
আজ সব অতীতের ফেলে আসা স্মৃতি।
"ফুরায়না তার কিছুই ফুরায়না....
নটে গাছটি মুড়িয়ে গেলেও গল্প ফুরায়না।"

-


6 APR AT 20:14

বুকের ঘরে মেঘ পুষেছিস, বৃষ্টি আঁকিস চোখে...
রোদ্দুরের তোর উঠোনখানি বেচলি তবে কাকে?

-


6 APR AT 17:02

জল থেকে উঠে আসো তুমি.....
নদীটিও উঠে আসে বিভঙ্গ শরীরে,
কেঁপে ওঠে রাঙা দুটি ঠোঁট,
ডুরে পাড় শাড়ি কাঁপে তিরতির জলে।

উঠে আসো রোদের উঠোনে,
ছায়াটি নামছে তখন বকুলের ডালে।
বাতাসে মিশে যায় সেম্পুর ঘ্রাণ....
এতো অবেলায় কেন স্নান সেরে এলে?

সবার তো খাওয়া শেষ, তুমি খেলে কই?
বাড়া ভাত তুলে রেখে হাত ধুয়ে নিলে!
কেন এ বৈরাগ্য বলো পুষে রাখো মনে?
কেন এতো খেদ রাখো বুকের অতলে!

কেন এতো অভিমান, কেন এতো জেদ?
অশ্রুতে কেন এতো বেদনা গভীর!
কি খাদ মিশেছে বলো প্রেমের খনিতে?
ভালোবাসা কবে হলো বিষাক্ত তীর!

তুমি সেই প্রিয় নারী, বুকের প্রদেশে'
তোমাতে কবিতা হয় সংসার আমার।
তবে আমাতে বিমুখ কেন তোমার ওই মুখ?
কেন বলো এতো রাগ দুচোখে তোমার!

-


4 APR AT 17:18

এই শহরে একলা সবাই, আঁকড়ে ধরার মানুষ কোথায়?
পাশি পাশি দুটি বালিশ, রাত্রি জাগে ইনসমনিয়ায়!

-


4 APR AT 16:24

আঁকড়ে ধরলেই জীবন.....
প্রেম, ভালোবাসা, মান-অভিমান।
ছেড়ে দিলে কি ভীষণ অন্ধকার!
মৃত্যুর সমান!

এই যে ছেড়ে ছেড়ে থাকা....
একে কি সংসার বলে?
শরীরটি গ্রাহ্য হলেও,
মন পুড়ে মনের ভিতরে!

এই যে আলগা হয়ে থাকা,
খড়খুটোর মতো ভেসে যাওয়া স্রোতে.....
একে কি বেঁচে থাকা বলে!
মাটি যদি নাই থাকে শিকড়ের নীচে!

এই যে ক্ষনিকের বেলা,
মুঠো থেকে ঝরে যায় দিন.....,
সময়ের দাম যদি নাই দিতে পারো
কি দিয়ে মেটাবে বলো জীবনের ঋণ?

-


3 APR AT 12:42


যদি হঠাৎ করেই দেখার ইচ্ছে জাগে,
যদি ইচ্ছে করে বলতে ভালোবাসি...
তবে একটি বার, শুধু একটি বার তুই,
দাঁড়াস আমার মন বারান্দায় আসি।
চোখ পাতবো তোর দুচোখে....
মন পাতবো মনে,
তুই তাকাস যদি ভালোবেসে
আমার নয়ন পানে।
যুগের পরে যুগ থাকবে এমনি হবে চাওয়া....
এমনি হবে বুকের ভিতর ঝড়ের আসা যাওয়া।
যদি ভীষণ ভাবে ইচ্ছে করে নাম ধরে তোর ডাকতে....
যদি জড়িয়ে ধরে ইচ্ছে করে ভীষণ ভাবে বাঁচতে,
তবে আসিস একটি বার, শুধু আবার একটি বার
আমার মন বারান্দায় দাঁড়াস এসে তুই,
অনেকদিনের পরে তোকে
আরেকটি বার ছুঁই।
কেমন করে ছুঁই তোকে বল কেমন করে রাখি!
এই তো এলি, এই তো গেলি মস্ত বড় ফাঁকি!
মেঘ দিলি তুই মনের ঘরে
বৃষ্টি দিলি ঝেঁপে,
আয় তবে আয় চোখের ধারায় কান্না দেবো মেপে।

-


Fetching Sujata Goswami Quotes