অবুঝ আঙুল👻   (Bithika Baidya😊)
621 Followers · 52 Following

read more
Joined 18 September 2019


read more
Joined 18 September 2019
28 DEC 2023 AT 17:29

বলছ যখন সত্যি হয়ত হবে
"তোমায় পাওয়া" আর জানিনা কবে।
কিসের মোহে এমন গোপন রাখা!
শরীর ও মন তোমার, আমার শবে।

আমার সবে হারিয়ে যাওয়া শুরু
"তোমায় পাওয়া" কেমন করে হবে!
শুনেছি তুমি অভিজ্ঞতার শেষ..
আর আমার সবে হারিয়ে যাওয়া শুরু।

-


28 JUN 2023 AT 15:56

তুমি তাদের কথাও ভেবো,যারা খুঁজবে শুধু অভাবে।
সবাই সবার মতন হলে,চলবে কিভাবে!

মনে রেখো সব, যা যত ভালো পেলে।
ওরা কংক্রিট বয়ে আনুক;
তুমি সবুজ দিও মেলে।

তুমি গোধূলির স্নিগ্ধতা, বা জোৎস্নার আলো নও জানি।
তাও মুঠো ভরে রোদ এনে দিও;
যদি মেঘ হয় অভিমানী..

একদিন দিন শেষ হবে,তুমিও জানো
ওরা হিসেবটুকুই জানে।
না পাওয়ার দাবি ওদের থাক।
তুমি প্রাপ্তি ভরে নিও প্রাণে।।

-


11 JUN 2023 AT 22:54

ইতি 'তুমি'
-------------


মাঝে মাঝে অসহ্য মনে হয় সবকিছু।
যখন না চাইতেই অজস্র তুমি'র বোঝা এসে পড়ে
ঘাড়ের উপর।
তল পাইনা তাই..
গলা উঁচিয়ে নিশ্বাস নিই।

পায়ের নিচে মাটি আর নেই
তাও বেঁচে থাকি।
আশা রাখি,
দেখা হবে..

-


29 MAR 2023 AT 9:57

ব্যস্ততা অজুহাত মাত্র,
আমিও আগলে রাখিনি আর।
জানি ফারাক পড়েনা তারও..
থাকে,যে থেকে যাওয়ার।

-


28 MAR 2023 AT 23:47

হারতে হারতে শেখো;

শিখতে শিখতে দেখো
জিতবে তুমি ঠিকই..

-


13 MAR 2023 AT 1:03

আমার কবিতা লেখার এক হাজার বছর শেষ হলে
আমি আবার কবিতা লিখব
তোমার জন্য।

তুমি কানে হেডফোন গুঁজে শুনতে থাকবে কোনো এক ব্রততীর কণ্ঠে 'বনলতা সেন' হয়ত..

আমি পাশ দিয়েই হাঁটব..

আমার হাতে থাকবে সবজির ব্যাগ।
আর.. মাথায় থাকবে তোমার দেওয়া কিছু
অদম্য অপ্রতিরোধ্য এবং অগম্য অপেক্ষার বোঝা।

ঠিক যখন সবজি ওয়ালা কাকি আমার ব্যাগে ঢেলে দেবে কিছু চকচকে বরবটি আর কুলি বেগুন।

ঠিক তখনই ,
তুমি রাতের ফ্রায়েডরাইস এর কথা চিন্তা করে একটা টাটকা ক্যাপসিকাম কিনতে চেয়ে হাত বাড়াবে।
আর আমি তোমার হাতে ওই কবিতা খানা তুলে দিয়ে জানতে চাইব..

আর কত হাজার বছর কবিতা লিখলে, তুমি আমার কবিতার অন্তত একটা শব্দের অর্থ বুঝবে!

-


26 FEB 2022 AT 2:10

প্রতিটা মানুষের নিজস্ব একটা তুমি থাকে।
যাকে সারাদিন ব্যস্ততায় লুকিয়ে রাখা যায়,আর রাতে হেডফোনে।— % &

-


24 JAN 2022 AT 12:40

নিরীশ্বরবাদ
................

একরাশ সন্ধ্যে মেলে রাখি রোজ।
তুমি পাশের গলিতে অহঙ্কার সাজাও।
ধূপের গন্ধ আসে,
আমি জানলা বন্ধ করে আতর মাখি।

আমি জানি মাটির গন্ধে তুমি নেই।
তুমি নেই কোনো কাব্য কিংবা গল্পে।

লোক মানবেনা।
তুমি মেনে নিতেই পারতে।

তুমি তো জানো,
তুমি আমার কল্পনা নও।

-


8 OCT 2021 AT 22:48

সুতো হোক বা সম্পর্ক,
যতটা সহজে জড়ায়,,তার চেয়েও সহজে ছিঁড়ে যায়।

-


18 AUG 2021 AT 19:43

মেঘের রঙে সাজছে শহর,শ্রাবণ তখন পূর্ণবেলা।
ছাদ চুঁইয়ে জলের ফোঁটা,ছাদের উপর বাবা একলা।

-


Fetching অবুঝ আঙুল👻 Quotes