QUOTES ON #লাল

#লাল quotes

Trending | Latest
8 MAY 2020 AT 15:51

মনে মনে,
লাল বড় ভালোবাসি
যেভাবে,
কৃষ্ণচূড়া আড়াল করেছে অকালবৈশাখী
যেভাবে,
রৌদ্র ছুঁয়েছে ফ্যাকাসে তটিনীর বুক
যেভাবে,
তরমুজের একান্তে তুমুল রক্তারক্তি....
কাছে এসো,
এই পৃথিবীর ধ্বংস লিখি....
কাছে এসো।

―Eternal Moon

-


12 AUG 2021 AT 17:47

লালচে পরি, রাঙা বাগানে, লাল ফুলটার সন্ধানে,
হারিয়ে লালে, চিন্তা ভালে, রেনু মাখে লাল বনে।।


-


8 NOV 2018 AT 21:00

খেলনাবাটির প্রেম,
চায়ের কাপের সখ‍্যতা,
স্বার্থসিদ্ধির ফাঁকফোকরে
লাল সিঁদুরের পূর্ণতা।

-


16 FEB 2019 AT 22:01

যে পলাশে তুমি লেগে আছো
তীব্র লালে মেখে !
ব্লেডের ধারে রক্ত জমাই
আমি, ঘৃণাপলিত সুখে।।

-


9 NOV 2021 AT 23:37

পেট বার করে পড়ে থাকে কিছু মৌমাছি
যার বুকরাজ্যে মধুর খুব লোভ

ধোঁয়াতে ধোঁয়াতে এমন চাতক মিলল কই
যার সহস্র তৃষ্ণা শেষেও সে ছুটে আসবে
আমার গার্গীর জল পান করতে

ওই উবু হয়ে বসা মাঠ, আর তার ভিতর
ছোট থেকে ছোট
তীব্র থেকে তীব্র স্বরে কাঁদতে থাকে আবাদি ঘাস
মুখে ছোলা গুঁজে পড়ে থাকে কত কাঙ্গাল
রাত হাতড়ালেই হাতে পড়ে শয়ে শয়ে
পাগল হওয়া চাষি
তবু কফি কাপে কে যেন এটেসেটে
বসিয়ে দিয়ে যায় অজন্তা-ইলোরার চুমুর দাগ

আমি শুধু আসমানের ব্লাউজের রং ঘন হতে দেখি
একটু একটু করে
আর ঠিক সেভাবেই খসে পড়ে কয়েক ঘরা রস,
ঠিক যেভাবে অবাধে পতনশীল লালসারা
ঝরে পড়ে - বেশ্যার চিবুকে ।

-


10 MAR 2020 AT 13:07

আবির এর লাল,নীল, সবুজ রং এর ছোঁয়া আজ সারা আকাশ কে মাতোয়ারা করে দিয়েছে । রং এর আবেগ এ মানুষজন পাগলপারা এদের দরকার শুধু রঙিন পাখি, জার দ্বারা ডানা মেলে উড়তে পারবে রঙিন আকাশ এ ।

-


15 AUG 2020 AT 14:01

স্বাধীনতার নিদিষ্ট কোনো রং না!
তবে যদি কোনো রঙ দিতেই হয়,
তাহলে আমার মতে লাল রঙ দিতে পারত!
কেননা...দেশ স্বাধীনের স্বার্থে বহু প্রান গেছে আত্মবলিদানে!
পরাধীন থেকে স্বাধীনতার চৌকাঠ পেরোতে বহু রক্ত গেছে মিশে লাল নদী হয়ে!!

-


15 FEB 2021 AT 9:59

লাল

মাচিসের লাল ওমে গলেছে কি তোমার অহং ?
সিঁদুরের লাল রঙটাও নীরবে করছে মনকেমন ।
চোখের কোণে জমা লাল, শ্রাবণ ঝরিয়ে করে পশ্চাত্তাপ ,
ডায়েরির ভাঁজের লাল গোলাপ এখনও ভোলেনি ডাকনাম ,
ঠোঁটের লাজুক লাল খুঁজেছিল প্রেমের পরিণত পরিণাম ,
রাতের লাল ঘরে স্বপ্নের নিলামী, মেলাতে পারেনি হিসেব বেইমান ,
পলাশের লাল বুকে ফাগুন যখন আসে নতুন আবির মেখে ,
চিতার লাল শয‍্যায় হারায় বসন্ত, আদিম সভ‍্য- সুখে।

-


20 MAR 2019 AT 19:27

শহুরে বিষাদ রাজপথে ফেলে রেখে ,
বসন্ত-সাঁঝে আসো যদি তুমি প্রিয় ;
ক্ষণিক সরিয়ে অনুযোগ-অভিমান,
হঠাৎ করেই কপালে আবীর দিও ।

বনপলাশের পাপড়ি ঝরবে অঝোর
দু'জনে বসবো চাঁদের নীচে একা
তোমার সিঁথিতে তখনো জ্বলছে বঁধু
সকালে পরানো আবীরের লাল রেখা।

খুব মৃদুস্বরে গুনগুনিয়ে তুমি
গাইছো তখন ফাগুন রাতের গান
চাঁদের হাসির বাঁধ ভেঙে গেছে বনে
জোৎস্নায় ভাসে আদরের সাম্পান।

-



একটু একটু করে মারছিস তবুও মরেও না মরছি
পাগল,আমারা ফিনক্স পাখির জাত -
ষ্পর্ধা দেখ তবুও
লাল নিশানটাকে হাতছাড়া না করছি..

-