Srinanti Roy   (SriRo)
1.7k Followers · 81 Following

(গল্পের গরু !! তবে গাছে উঠিনা। 😜😜)
Joined 21 July 2017


(গল্পের গরু !! তবে গাছে উঠিনা। 😜😜)
Joined 21 July 2017
24 SEP 2022 AT 2:28

I am the fallen angel to your paradise

-


9 JUL 2022 AT 22:27


বাঁধছি বাসা , বাসছি ভালো
সময় যখন অন্তরালে,
তোমায় পাওয়ার আশায় বাঁচি,
দিন-প্রতিক্ষণ , খাম-খেয়ালে।।

-


25 MAR 2022 AT 0:15

Hurt

I want to feel this melancholia
I want to feel this hurt
I want feel this trails of broken love
Is this my story?
Or the world's?
Is this darkness
Or the curse?
I want to feel this hurt
I want to feel this hurt...

-


7 DEC 2020 AT 20:00

যে সব মানুষ বড্ড তেতো ,
ভীষণ রকম জেদী;
ভেতর ভেতর বইছে তাদের
একলা কাঁদা নদী।।

-


26 OCT 2020 AT 20:07

বদ্ধ গুহায় আমি পাত পেড়েছি বাসনার
আস্তে আস্তে সংসার পেতে চলেছি অন্ধকারে
নিঃস্তব্ধ নিঃঝুম পরিবেশ ,
বেশ অভ্যেসে পরিণত হয়েছে।
আমি স্থিরতাকে মেনে নিয়েছিলাম নিয়তি ভেবে।
হঠাৎ ঘুম ভাঙলো!
একি! ঐ দূরে আলোর ডাক !
বিস্তৃত অরণ্য , একটা রাস্তা দেখা যাচ্ছে ।
হরিণটা চেয়ে আছে আমার দিকে,
কিছু কি বলতে চায় ?
আমি কেন এগিয়ে যাচ্ছি আলোটার দিকে ?
বেশ ভালোই তো ছিলাম এই ব্যর্থতায়।
তবে কি নতুন ভোরের ডাক?
নতুন শুরু ? আমাকে এগিয়ে যেতে হবে এবার।

-


21 JAN 2020 AT 19:21

পুড়তে গেলে আত্মা লাগে , শরীর শুধু নামের।
দহন তুমি বুঝবে কি হে ? একলা থাকা প্রাণের..

-


7 APR 2018 AT 14:55

গল্প শেষ হয়ে যায়,

আলাদা হয় রাস্তারা।

তবু যেন সব শেষে বেঁচে থাকে চরিত্ররা।।

-


5 APR 2018 AT 13:05

কিছু গল্প ওপর ওপর ভালো।

কিছু গল্পের গভীর খুঁজতে নেই।।

-


5 DEC 2021 AT 19:22

বেকার যত বায়না ছিল ভুলের, অভিমানের,
কেউ জানে না সবাই তোমায় ফেলনা ভেবে ফেলে।।

-


11 NOV 2021 AT 11:32

আমিতো চেয়েছিলাম
তুমি হাওয়া হয়ে এসে ছুঁয়ে যাও ডানা।
যে আমি ভেবেছিলাম
কখনও পারব না মেলতে দুপাখা ,
সেই ডানায় ভর জুটিয়েছিলে তুমি,
ভালোবাসি বলে।
আমি দুই হাতে মায়ার লাল রুমাল তুলে,
বেধেছিলাম নিজের চোখ...
অন্ধকার তখন আমার কাছে বাড়ির মতন!
তুমি বলেছিলে,
"ও মনের ভুল। আমি ঠিক জড়িয়ে আছি তোমায়"
বিশ্বাসের ওমে আমি আস্তে আস্তে...
গলিয়েছিলাম সব বরফ-পাথর।
তারপর বহু হিসেব কষাকষির পর,
আজ তুমি নেই।
লাল রুমাল যখন খসে পড়লো তাকালাম
কিন্তু দেখতে পাচ্ছি না কিছুই !
অথচ একদিন তুমিই বলেছিলে...
অন্ধ তুমির লাঠি হতে।

-


Fetching Srinanti Roy Quotes