Payel Roy   (শোভা🌼)
165 Followers · 159 Following

তুই ভুলে গেছিস তাতে কী,তোর বিষাক্ত প্রেম ভুলে আমি ও ভালো আছি!! 🌼🙂🖤
Joined 5 November 2018


তুই ভুলে গেছিস তাতে কী,তোর বিষাক্ত প্রেম ভুলে আমি ও ভালো আছি!! 🌼🙂🖤
Joined 5 November 2018
22 MAY 2023 AT 21:28

যে অসম্পূর্ণ স্মৃতি আছে মনেরও গভীরে,
সবকিছুই মুছে যাক দুঃস্বপ্ন হয়ে!!

-


16 JUN 2022 AT 18:46

হারাতে তুমি মূহুর্তে আমাকে,
আমি..
অনুভব করেছি তোমার ভালোবাসা,
প্রতি পলকে!! ❤

-


11 JUN 2022 AT 10:06

মনের কোনের কষ্টগুলো বৃষ্টি হয়ে নামা।।

মেঘের দলে দেখা,
স্মৃতির জাদুঘরে সংরক্ষিত,
না পাওয়া আজও আনেক ভালোবাসা।। 💖

-


22 JAN 2022 AT 10:07

সকাল হতে ভোর......,


স্মৃতিপথে খুঁজছি তোমায়,
আবেগ প্রেমের মোড়।।

-


15 AUG 2020 AT 14:01

স্বাধীনতার নিদিষ্ট কোনো রং না!
তবে যদি কোনো রঙ দিতেই হয়,
তাহলে আমার মতে লাল রঙ দিতে পারত!
কেননা...দেশ স্বাধীনের স্বার্থে বহু প্রান গেছে আত্মবলিদানে!
পরাধীন থেকে স্বাধীনতার চৌকাঠ পেরোতে বহু রক্ত গেছে মিশে লাল নদী হয়ে!!

-


24 OCT 2021 AT 10:11

আর সত্যটা অনুভূব করো,
হয়তো আমি আজও আছি লুকিয়ে,
তোমার মনের কোন গোপন কোনে!

-


23 OCT 2021 AT 14:23

যদি বনলতা হতাম,
সবুজ ঘাস আর পাখির নীড়ে ,
চোখ তুলে তাকিয়ে থাকতাম!
যদি বনলতা হতাম,
আষ্টেপৃষ্ঠে জরিয়ে ধরে তোমায় রেখে দিতাম,
যদি বনলতা হতাম,
কালো চুলের ঘন অন্ধকারে মিলিয়ে যেতাম!!

-


22 OCT 2021 AT 9:37

স্মৃতির আত্মপ্রকাশ অবিরাম ঘটে!
সময় এবার ওষুধ হোক,বিচূর্ণ হৃদয়ের ক্ষত স্থানে!!

-


19 OCT 2021 AT 18:48


ইচ্ছেগুলো বাসা বেধেছে মেঘলা মনের কোনে!
স্বপ্নটা তাই বন্দী থাক অন্য কোনো ফ্রেমে!!

-


19 OCT 2021 AT 10:15

তোমার নামে ফিরি আমি সন্ধে হতে ভোর!
তোমার নামে ফিরি আমি আবেগ প্রেমের মোড়!

-


Fetching Payel Roy Quotes