❇Antariksha Pal❇   (◦•●◉✿Antariksha✿◉●•◦)
622 Followers · 42 Following

read more
Joined 19 July 2020


read more
Joined 19 July 2020
22 JUN 2022 AT 12:16

....

-


16 JUN 2022 AT 9:59

অভিমানী গোলাপ শুকিয়ে কাঠ, সুপ্ত অশ্রু ফিরে ডাকে,
কাঁচা ঠোঁটের অফুরন্ত হাসি, ক্ষত মনের অদৃশ্য ছবি আঁকে।

-


12 JUN 2022 AT 9:56

:আগের মতন:
------------------
আধুনিক মোহো যদি লাগে অসহ্য,
শূন্যতা যদি ক্রমান্বয়ে গ্রাস করে;
মন মাঝারে যদি খরার উৎপত্তি হয়,
হৃদয় মাঝে শুকনো বালি ঝরে;
ভুলগুলো শোধরানোর চিৎকার যদি ঠিকরে বেড়োতে চায়,
বেইমান মন যদি কলঙ্ক শিকার করে;
বিচ্ছেদের নেশা যদি ছিঁড়ে ছিঁড়ে খায়,
হাজার লোকের ভিড় ঠেলেও যদি একাকিত্বই ধরা পরে;
ফিরে আসিস আবার
আগলে নেবো, যত্ন করে;
আবার আগের মতন করে।।

-


21 APR 2022 AT 14:51

❤‍🩹অভিমানী অভিমান❤‍🩹
------------------------------------------
ওহে অভিমান!!
তোমায় ত্যাগ দিলাম।
অশ্রু নদীর মোহনায় এসে গেছি যে;
পাথরের ক্রমাগত ঠোক্কোর
সজল মুখে হাসি ফুটিয়েছে।
এই হাসি বড্ড অভিমানী
একবারের বেশি রাগ করে না।
ওহে অভিমান!!
তোমায় দিয়ে তাকে বন্দী করেছিলাম।
কিন্তু সে শিকল গেছে ভেঙে,
তোমার ছুটি,
সে আমার হবে না জেনে;
ওহে অভিমান!!
তোমায় ত্যাগ দিলাম।।

-


7 JAN 2022 AT 20:47

মন ভাঙা কোনো এক বিকেলে
কাঠগোলাপের রুক্ষতায়
একরাশ গান ঝরে পড়ুক
রাশভারী, বদ্ধ মেজাজের
একঘেয়েমি কাটিয়ে উঠতে...।।

-


28 DEC 2021 AT 11:10

হিমেল ভোরে, খেজুর বনে, লাজুক ফুলের সাজে,
চিলেকোঠায় গুপটি মেরে চড়ুই, সঙ্গীনিরে খোঁজে।।

-


5 NOV 2021 AT 10:04

আঁধার মাখা চকমকি রাতি,
ধিকধিকে আলো, নিঝুম বাতি;
ওই শোনা যায় ঝুমুর ঝুমুর,
আজকের রাত পবিত্রতায় ভরপুর।
মা আসবে, অন্য বেশে,
ছাই ভস্ম, ধূলায় মিশে।
রুদ্র মায়ের আঁখির আলো,
শুদ্ধতায় ভরবে, ঘুচবে কালো।।

-


2 NOV 2021 AT 21:28

....

-


25 AUG 2021 AT 15:37

গল্পের শেষে দীর্ঘ রহস্য,
ক্লান্তি কাড়ে অধীরতা,
পথের সন্ধানে অতৃপ্তির শ্বাস,
ধূসর মুখে অবসন্নতা।।

-


30 SEP 2020 AT 8:53

❣ইচ্ছা❣
কবিতা লিখি আমি
ঘরে বসে বসে,
রবীন্দ্রনাথ হওয়ার ইচ্ছা
মনের মধ্যে আসে।
যখন হব আমি
বড়ো কবি,
প্রতি বাঙালীর ঘরে ঘরে
থাকবে আমার ছবি।।

-


Fetching ❇Antariksha Pal❇ Quotes