সবাই পাতার নেশা করে।
কেউ তামাক, কেউ খাতার আর কেউ শরীরের।
আর একদল তিনটে নিয়ে।-
Ashmita Chakraborty
(Pseudo thinker)
790 Followers · 102 Following
শুধু অক্ষর জ্ঞানটুকুই হয়েছে। বাকিটা কলকাতা বিশ্ববিদ্যালয় জানে।
Passion: electronics; hobb... read more
Passion: electronics; hobb... read more
Joined 15 January 2018
29 JAN 2019 AT 19:07
24 JAN 2019 AT 22:31
প্রতিবছরে ভাইফোঁটার গিফ্ট ক্যুরিয়ারে।
এবারের রিপ্লাই?
রাত ১১:৫৯- paytm received!
-
15 JAN 2019 AT 19:04
নোনাবালির জ্যোৎস্নায় যে গল্পের শুরু,
হোটেলের বন্ধ ঘরে তারা উল্টোয় পাতা,
ছুটির দিনগুলো মাতে আবেগ লহরীতে।
প্রতিটা "ওয়ান নাইট স্ট্যান্ড"-ও কখনো বলতো,
"Abhi abhi to mile ho..abhi na karo chhutne ki baat"-
11 DEC 2018 AT 13:52
প্রতিটা শরীরের ছোঁয়ায় জেগে ওঠে তার প্রথম আবেগ,
সারাটা রাতে টুকরো টুকরো করে তাদের আয়নার মত,
একটু একটু করে তাদের রস শুষে নেয় তার নগ্ন শরীর,
প্রতিটা সকাল রগড়ে রগড়ে তোলে তার প্রত্যেক কালের ক্ষত।-
4 OCT 2018 AT 0:29
মেঘলা দুপুর, একপশলা বৃষ্টি নুপুর তোমার গান,
মনের সবুজ ফুলবাগিচায় চুমুর চাদর অনির্বাণ।-
2 OCT 2018 AT 13:35
সংস্কৃতি উচ্চ মানের, রুচিশীলতায় বিশ্বসেরা,
প্রগতিশীল, গণতান্ত্রিক, পাশ্চাত্য অনুকরণ,
স্বেচ্ছাচারিতাতেও পুরুষ-নারী সমান সমান,
অতীত ভুলে স্বগর্বে ভারতবর্ষ আজ সৃষ্টিছাড়া!-