আঁধার ঘুচে উদীয়মান সূর্য ঊষার লগ্নতে শান্তির আভাস নিয়ে এল,
পাখির কিচিরমিচির তোমার শান্ত হৃদয় কে কোলাহল করে তুললো।
স্বপ্নহীন ঘুমের মধ্যে চঞ্চল ছেলেটাও আজ শান্ত,
তোমার চিবুকের তিল থেকে চোখে সরিয়ে কপালের ঠিক মাঝখানে লাল টিপটা দেখেও ছেলেটা আজ শান্ত।
আশায় আশায় দিন গুনে বাড়ায় যে মনের ব্যাথা,
শান্ত হয়ে চিত্তমাঝে সে পায় যে তোমার দেখা।।-
অন্ধকার ছাদ,
মনখারাপী রাত।
হারানো গানের কলি,
অন্য কথা বলি।
স্বপ্ন ভরা বাস্তবতায়,
বৃষ্টি কেনো চোখের পাতায়?-
মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ হয় না
আর যখন স্বপ্ন পূরণ হয়
তখন আবার ভগবানের সহ্য হয় না☺️☺️
তাই আশা আশায় থেকে যায়।-
সবকিছুই ধূলিসাৎ করে দেয় তৎপর।
মূহুর্তের মধ্যে আসে মৃত্যু,আর্তনাদের খবর।
পড়ে যায় চারদিকে হাহাকার।
চারিদিকে দেখা যায় হাজার স্বপ্ন ভাঙার।
তবুও আশার আলো নিয়ে,
নতুন করে দেখা যায় জীবন গড়ার।
বিধাতার বিধানে যা ছিল চলে যাবার,
তা এমনিতেই চলে যাবে।
যা পাবার ছিল,
শত বাঁধা পেরিয়ে অবশ্যই তুমি পাবে।-
তাজা অাছে অাবেগ, তবে preservative দিয়ে ;
অামিও খাব অাজ পেট পুরে, অাজ যে তার বিয়ে।। 😁😂🤓🤓
(celebrate your ex's বিয়ে, ফাকা খাম gift করে, বিয়ে খেয়ে বদলা নাও)-
মনের কোণে বৃষ্টি নামে,মেঘ আজ সুখ বোনে।
আবেগ আজ মেলেছে পাখনা,মনের ঘরে বেঁধেছে, ভালোবাসা আস্তানা।-
যা হারিয়েছে সব পুরোনো ক্ষত সম দেয় যন্ত্রনা,
সে ক্ষতের মলম কখনো হয়না কোনো সান্তনা।— % &-
তুই তো আমার গল্প নোস,তুই তো আমার মনের ভাষা।
তোমাকে নিয়ে যত দেখি স্বপ্ন,ততোই বাড়ে ভালোবাসা।-