JEWEL জুয়েল   (@J€W€L☆)
55 Followers · 2 Following

Don't follow me & anyone. Try your Best. Definitely you will be Succes.
Joined 26 November 2019


Don't follow me & anyone. Try your Best. Definitely you will be Succes.
Joined 26 November 2019
21 JAN 2022 AT 20:20

মায়ার বাঁধন
যার জন্য জীবনে ঘটেছে ছন্দপতন।
যার জন্য ঘটেছে আমার বড় অঘটন।
কেন আজও বেঁধে রেখেছে?
তার মায়ার বাঁধন।
অগ্নিদগ্ধ ভস্মে পরিণত হয়েছে আমার জীবন।
তবুও কেন?
আজও আমি চায়,
সে ভালো থাকুক খুশিতে থাকুক সারাজীবন।
এ কেমন মায়ার বাঁধন?
অগ্নিদগ্ধ ভস্মে রূপান্তরিত হওয়ার পর তার প্রতি নেই কোনো ক্ষোভ।
আসলে ম্যাচিওরিটি ও বাস্তবতা শিখিয়ে দেয় সব।
আর কিছু চায়না;
তোমার কাছে হে! ললনা।
ভালো-লাগা ও ভালবাসা এই দুটিটেই ছিল যে তোমার ছলনা।
একবার বল্ এগুলো সবই মিথ্যা।
একবার ফিরে এসে...প্লিজ তুমি বলোনা।

-


22 FEB 2021 AT 14:19

হোক প্রতিবাদ
হোক প্রতিবাদ,
দুর্নীতি নেতার বিরুদ্ধে।
হোক প্রতিবাদ,
হাথরসে অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে।
হোক প্রতিবাদ,
রাম-রহিমের নামে যারা মানুষ হত্যা করে।
হোক প্রতিবাদ,
সেই সকল পরিবারের বিরুদ্ধে,
যারা গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারে।
হোক প্রতিবাদ,
যখন খেলা-ধুলা,চাকরিতে মেধাবীরা সুযোগ না পেয়ে,
পৃথিবী থেকে চিরবিদায় নিতে আত্মহত্যা করে।
হোক প্রতিবাদ,
যারা তাদের মেয়েকে বোঝা মনে করে।
হোক প্রতিবাদ,
যখন যোগ্যতা অর্থের কাছে যায় হেরে।
হোক প্রতিবাদ,
যখন দানবেরা নিষ্পাপ ফুলের শিশুকে ধর্ষণ করে।
হোক প্রতিবাদ,
যখন রাস্তায় কুকুরদের বিষ দিয়ে মারে।
হোক প্রতিবাদ,
ভিড় বাসের মধ্যে কোনো বোনের সাথে অশালীন আচরণ করে।
হোক প্রতিবাদ,
যখন পুরুষতান্ত্রিক সমাজ নারীদের গৃহবধূ অবস্থায় আবদ্ধ করে;
আর নিজের সন্তান জন্ম নেওয়ার সময় মহিলা ডাক্তার খোঁজে।
হোক প্রতিবাদ,
নিজের খারাপ ইচ্ছের বিরুদ্ধে,
আমার আমিটা ভালো হলে।
মানুষ (মান+ হুষ) নামক প্রাণীটি হবে সকল প্রাণীর উপরে।

-


28 DEC 2020 AT 23:57

দূরত্ব কখনই করতে পারেনা হৃদয়ের ব্যবধান।
ততক্ষণ পর্যন্ত থাকবে মনের মিলন।
একে অপরের ইচ্ছে আকাঙ্খাগুলোকে করবে সমীকরণ।

-


25 DEC 2020 AT 20:55

যৌবন কাল
যৌবন কালে একটি সময় আসে,
যখন তোমার হৃদয়; তোমার থেকে বেশি,
অন্য কাউকে ভালবাসে।
হয়ে পড়ো তার প্রতি আসক্ত।
নিকোটিনের ন্যায়,
সে তোমার সুস্থ সবল হৃদয়কে ক্ষত-বিক্ষত করে।
তোমার পড়াশুনা- ক্যারিয়ার- ভবিষ্যত সবই নষ্ট হয়ে পড়ে।
অনেকেই এই কষ্ট সহ্য না করতে পেরে,
নিজ্ জীবনকে পূর্ণচ্ছেদ দিয়ে ইতি করে।
কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম।
বাদশাহ শাহ-জাহান ভালোবাসার স্মৃতির জন্য,
তাজমহলের মত ইমারত গড়ে।
লায়লা-মজনু, রোমিও-জুলিয়েট ভালোবাসা ইতিহাসের পাতায় অমর রাখার জন্য,
নিজের জীবন বিসর্জন দিয়ে মরে।

-


20 DEC 2020 AT 8:16

বাহুবলে কঠিন কর্মকে সম্ভবপর করা হয়।
মস্তিষ্ক বলে অসাধ্যকে সাধন করা সম্ভব হয়।

-


19 APR 2020 AT 12:53

আমার ভালোবাসার ললনা,
করছো যে তুমি ছলনা।
আজকে যেমন কোনো এক অজুহাতে,
বলছো না কথা হে! রমনী,
আমি ভালোবেসে যাব,
যতদিন প্রবাহিত হবে রক্ত শিরা-ধমনীর মধ্য দিয়ে।
একদিন আমার গুরুত্ব বুঝবে,
যখন হবে কোনো সন্তানের জননী।
কোনো এক দিন বুঝতে পারবে ভালোবাসার মর্ম,
যেমন হবে তোমার ধর্ম,
সেইরকমই পাবে কর্ম।

-


2 APR 2020 AT 0:38

নিয়েছি নিজেদের,
সন্তান- সন্ততিদের যতন।
স্বার্থপরের মতন।
পাড়া-প্রতিবেশীদের নিলাম না খবর,
আছে তারা কেমন???
যাক না মরে!!!
রত্না-রতন।
নিজ স্বার্থকে করেছি যে আজ আপন।


-


12 JAN 2022 AT 16:12

কিছু সময় প্রিয় মানুষের চাওয়া-পাওয়ার গুরুত্ব যেন দেওয়া হয়।
নাহলে ক্রমশ ভগ্ন-হৃদয় থেকে সম্পর্কটি বিচ্ছেদের দিকে এগিয়ে যায়।

Sometimes the importance of wanting and getting loved ones should be given importance.
Otherwise, the relationship gradually breaks down and leads to separation.

-


12 JAN 2022 AT 15:57

এ তোমার কেমন ভালবাসা??
যেখানে শুভ মিলন থেকে দূরে চলে গেলে!

How is your love??
Where to go away from the happy reunion!

-


12 JAN 2022 AT 15:41

তুমি আমার জীবনের জানা সব অধ্যায়!
আজ কেন??
তুমি অজানা রয়ে গেলে।

You know all the chapters of my life!
Why today ??
You remain unknown.

-


Fetching JEWEL জুয়েল Quotes