Rupam Pal   (ব্রহ্মদৈত্য)
519 Followers · 667 Following

Student of PHYSICS
Joined 23 October 2017


Student of PHYSICS
Joined 23 October 2017
23 APR 2023 AT 2:06


আমার প্রতিটা শব্দের আড়ালে,লুকিয়েছি শুধু তোকে ,
বোবা অনুভূতিদের শিখিয়েছি সাইন ল্যাঙ্গুয়েজ,চোঁখের।
কার্বাইড দেওয়া ইচ্ছে দের, টানতে শিখিনি লাগাম ,
অভিযোগের মাসিক ফর্দো মিলিয়ে ,বাজার সেরেছি আগাম ।
স্পর্শের আর নেই প্রয়োজন,বিকিরণ হচ্ছে লুকোনো ক্ষত,
মিথ্যে গুলো সব মেনে নেব তোর ,
আমাকে ও দে অতীত ভোলার ট্যাবলেট ২ টো ।
সবই ঠিক থাকে ,সবাই থাকবে ও নিজের মতো,
যেমন তুই একেবারে Ms. Perfect, আর আমি Mr. যথাযথ ।।

-


20 MAR 2023 AT 0:40

কোন কাহিনীর ,কোন চরিত্র, কোথায় বাসা বাঁধে ,
ভাবছ তুমিতো আসলে কন্টিনে খাও , তবু কেউ না কেউ তো সেটা রোজ ভালোবেসে রাঁধে।

কিছু দায়িত্ত্ব ইচ্ছে করেও পারিনা তার কাঁধে চাপিয়ে দিতে ,
কারো সাথে না হয় দু - পা হলো হাঁটা,কেউ হলো রাবণ কেউ পেল কপাল ছুঁতে (সিতে)।।

-


17 MAR 2023 AT 1:22

নতজানু হয়ে পারব না আমি করতে কোন ন্যাকামি,
আরেকটু অনুভূতিকে নিস্তেজ করে, আরেকটু পাথর হতে শেখাবি?
আইসক্রিমের স্কুপে আবেগকে কেটে cone-এ- cone- এ 🍦 করি পরিবেশন।
ভেবেছিলাম তারা ভীষণ স্থায়ী কিছু,আসলে অস্থায়ী "মেসন "।
তুমি অ্যাডিকশন ছাড়া আর কিছুই না ,যতই ব্রহ্মাণ্ডের কেন্দ্রে নিজের বাসা বাঁধ !
আজীবন তোমার ego এর ভার আমি পারবো না নিতে ,তুমি বরং রূপের আনাজের সাথে দু- মুঠো চাল বেশি রা৺ধো।।

-


17 MAR 2023 AT 0:59

অস্পষ্ট আতশ কাচে এঁকেছি আমাদের ভবিষ্যৎ,
মন্ত্র ভুলে যাইনি,বরং মন্ত্রমুগ্ধ হয়েই ধ্বসে গেছে কর্ণের চাকার রথ।

-


28 FEB 2023 AT 1:01

প্রতিফলন, ভাবনাতে ঘটেনা আর ,
ধাপে-ধাপে কৃষ্ণবস্তু হয় আবেগ গুলো ;
চারিদিক এত neat and clean বলে মনে তো হয় ,
এক ফালি ফোটন দেখিয়ে দেয় ,
কার মননে জমছে আসলে কতো ধুলো!

সকাল বিকেল সব একই লাগে,
ঘুম চোঁখে খুঁজি তোমার সেই উষ্ণতা ;
সমবর্তন ঘটেনা যেথায় দুটি দেহের,
বৃথা সেথায় চেতনাদের অনুরণন।।

তোমার প্রতিটা বাঁকা চোখের চাহুনিতে কি আছে লেখা ?!
সব lenskart এর data base ঘাটলেই আজ জানা যাবে ।
তাই চোখ বুঁজে যদি পারো কাছে এসো ,
কাজল পরার পর তোমার চোখে সরাসরি তাকানোতে ,
আমার ডাক্তারের মানা আছে ।।

-


2 JAN 2023 AT 23:41

যখন সারাক্ষণ সে তোমার পাশে-পাশে,
যখন তার ঘামের গন্ধ তোমার নাকে,
তখন ম্যাজিকরা সব মামা বাড়ি,
কেমন লাগছে বলো , নাইটি পরা সেই স্বপ্নের নারী।!!??
তখন ভয়েস রেকর্ডে আর গান আসে না,
ব্লু -টিক খুলতে হয় ভয় তখন.......
তাতে কেবল বাজারের ফর্দ আসে,
আজকাল আর প্রেম ভাসে না ।

কাজল চোখের অগ্নি-বানে ,ঘায়েল হতো যারা মধ্যযুগে,
চেঁচায় তারা ফিসফিসিয়ে পেত্নী বলে ,
রোজ রাতে দেখে যখন মেকআপ তুলে ।
আলু-পটল তখন ভীষন সাধের, রেস্টুরেন্ট সব ডাকাত লাগে ।
Topping নিয়ে ঝগড়া নেই আর কোনো ,পিৎজা hutt এর হাড়ি কবে ভেঙে গেছে ।।

তবু কেউ এখনো খায়নি ভেবে,
রাতে জলদি বাড়ি ফেরা ,
সকালে ,রোদ কাছে আসতে এলে ,
তার শরীরে আরো এলিয়ে পরা ।
অভিমানের ট্রেনে চেপে যখন দুজন অনেকটা দূর ,
তখন এক কাপ চা বানিয়ে সব মিটিয়ে ফেলা ।
ছোট - ছোট battle জেতার খবর সবার আগে তাকেই দেওয়া,
আর হেরে যাওয়া যুদ্ধ গুলো, বলার আগেই তার সামলে নেওয়া ।।

-


20 NOV 2022 AT 21:31

মৃতদেহের উপর like টাঙিয়ে চলছে বেচা কেনা ,
Background এ হালকা দুঃখ জুড়ে জব্বর reel বানা,
Empathy পটল তুলেছে কবে, খবর চলছে রিপোর্টার এর টেলিপ্যাথি আর গলার জোরে ,
"চক্ষু লজ্জা" বাদ পড়ছে অভিধান থেকে শুনলাম সামনের আষাঢ়ে।

-


8 NOV 2022 AT 0:08

চারিদিকে খুনের আসামি, তাকায় এর ওর মুখের দিকে,
চেঁচিয়ে বলে শ্রেষ্ঠ আমি, নির্মম খুন আমার ই হাতে,
একে -একে আসে নানান প্রাণীর খুনি , মানুষ খুনি,এমনকি নিজের খুনি ও আসে ।
কোনায় বসে উন্মাদ এক জাতক মিটি মিটি চায় আর ফিক ফিকিয়ে হাসে ,
হঠাৎ দাতে দাঁত লাগিয়ে তড়াক করে ওঠে , বিড়বিড় করে বলতে থাকে মেরেছে কাকে - কাকে ,
প্রথমে মারলেম ,নিজের স্বপ্ন গুলো, নিজের আশার পুঁজি ,
ধীরে ধীরে মারতে-মরতে নেশা হলো বুঝি.....
তখন অন্যদের ও desire , dream মারবো বলে খুঁজি ।
শেষে করলাম চরম খুন নিয়তিকে দিলেম মুছে ,
একটা মা কে মারলাম তার মাতৃতের স্বপ্ন দেখার অধিকারের গলা টিপে ।।

-


27 OCT 2022 AT 13:32

"শুভ বিজয়া...... "

-


24 OCT 2022 AT 10:06

যে ট্রেনগুলো ফেরেনি আজও বাড়ি,
যে স্মৃতিগুলো হবেনা কখনই cloud ☁️ এ তোলা...
ল্যাপটপ হাতে xl ফাইল যাচ্ছে ভরে ,তবু ঘরটা ভীষণ খালি,
জমাট বাঁধা অনুভূতির নামে প্রদীপ জ্বালিয়ে জানাই,
Happy diwali 💥

-


Fetching Rupam Pal Quotes