RAJNANDINI ✍✍ 1234   (RAJNANDINI ✍✍)
300 Followers · 31 Following

RAJNANDINI
Joined 27 March 2020


RAJNANDINI
Joined 27 March 2020
25 APR AT 11:43

সেদিনের রাতে ভিজে ওঠা চোখে,,,
স্তব্ধতা থেমেছিল.....
তোমার শব্দাঘাতে।

-


28 JAN AT 14:24

শান্ত বৃষ্টির এক পরদ যখন আমার কপাল স্পর্শ করে,,,
তুমি বেজায় ব্যস্ত সেটা চিহ্ন মুছে ফেলতে।

-


21 DEC 2024 AT 22:18

সব টা হয়তো ঠিক আছে

-


12 JUL 2023 AT 20:50

সেদিন রাতে,,
চাঁদের আলোর মধ্যে,,বেশ খানিক টা দূর্বল ভাব ছিলো....
তাই সে আমাকে ছুতে পারে নি।
তবে সেদিন রাতে,,,
আমি তোমার আলোর আয়োজনে ....
আলোকিত হয়ে উঠেছিলাম।
তারপর থেকেই চাঁদ আলোর যে বড্ড ফিকে লাগে।

-


29 APR 2023 AT 9:37


তুমি,আবারো প্রেমে পড়বে....
আবারো নৌকডুবির মতো,
মাঝ গঙ্গার অ-কুল জোয়াড় সাঁতরাতে চাইবে....
আবারো রাতের একদৃষ্ট চাউনি,
প্রিয় হবে তোমার.....
আবারো তোমার নিঃশ্বাসের ঢেউয়ে,
ভরে উঠবে বিষের কনা....
আবারো তুমি প্রে-মে পড়বে।

-


8 APR 2023 AT 10:05

ঘরে ফেরার ইচ্ছে উবেছে,বহুযুগ আগে।
মনখারাপ হলে,আকাশের নীলচে স্বীকারোক্তিতে....
গা ভাসাই।
লোকজনের চাকচিকেকর চলচ্চিত্রে,অবসাদ নামে...
শেষের শেষটা দেখার তাগিদে...
শ্যাওলাদের বংশবৃদ্ধি।
নিঃশ্বাসের মাঝে প্রবল অস্থিরতা....
কষ্ট দেয়।

-


21 MAR 2023 AT 14:07

আমি অনেক ভেবেছি.....
কিন্ত কখনো ফিরে আসার কথা ভাবিনি,,
আসলে,"তোমাকে তো ভালোবেসেছি"......
তাই হয়তো "নিজের মধ্যে তোমাকে পেয়েছি"।

-


20 MAR 2023 AT 12:01

একদিন তুমি আমার কুঁড়ে ঘরে এসছিলে.....
আর এখন,,সেটা'ই পৃথিবী,,

-


16 MAR 2023 AT 11:46

আমি পুড়ে ছাই.....
চিহ্নের ভাগশেষে,,উড়ে গেছে সমস্ত টুকু।
ক্লান্তি ভেঙ্গে পড়ছে...নিঃশ্বাসের বেদনা প্রবণ,
ঝোড়ো হওয়ার ভুড়িভুড়ি আওয়াজে।
ঘুম....
সে তো,অচিন পাখি...
আমার এ,, কুমোরটুলির ভঙ্গিত শহরে।

-


26 DEC 2022 AT 13:16

এখন কোথাও চলে যেতে ইচ্ছে করে,
নিজের অস্তিত্বের গম্ভীরতা ভেঙ্গে।
অতন্ত নীরবে কিংবা অযথা'র নিরালায়ে বাঁচতে ইচ্ছে করে।
প্রেম মাখামাখা বাক্যের কলঘর,দোয়াতের চিবুক থেকে উবে গেছে,,,
বহুকাল আগে।
কারোর জন্য বেঁচে থাকার প্রসঙ্গ টা,
অকপটে সমাধিস্থ।
ভয় লাগে খুব,মানুষের ভিড়ে থাকতে।
একা থাকার জটিল ভাষা টা,স্বরবর্ণের মতো সোজা লাগে।

-


Fetching RAJNANDINI ✍✍ 1234 Quotes