Dipti Mondal   (আকাশের চাঁদ ❤️)
15 Followers · 11 Following

read more
Joined 13 May 2020


read more
Joined 13 May 2020
18 DEC 2023 AT 8:48

চাকরি করা মেয়েগুলো নিজের শখ নিজেই পূরণ করতে পারে,
কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে উপহার পেতে কে না চাই ,
একটা ফুল, একটা চকলেট, কখনো একটু সময় .....
কবি বলেছেন, ভালোবাসো নিজেকে তবুও ভালো রেখো সবাইকে।।।

-


16 JUL 2023 AT 7:51

মনের কথা বলবো কাকে,
বন্ধু তুই যাসনা চলে,
রাগ হলে তুই বলেই দিস,
কস্ট হলে মেসেজ করিস,
বদলে গেছিস বুঝতে পারি,
ভালোই ছিল ভাব আরি,
সবার জন্যে ভেবেই মরি,
তোদের জন্যে অনেক করি।।

-


16 JUL 2023 AT 7:45

আমার কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা একটু অন্যরকম,
বন্ধুদের সাথে প্রাণখুলে কথা বলার সৌভাগ্য আমার কোনোদিন ও হয়নি,
যাকেই বন্ধু ভেবে আকড়ে ধরতে চেয়েছি সেই ছেড়ে গেছে,
একটা জীবনে কতো বন্ধুত্ব হলো কিন্তু থাকার মতো কেউ নেই,
সবার খালি চলে যাওয়ার তাড়া,
সময় খুব কম তাই বলছি বন্ধু আর কিছু দিন থেকেই যাস পারলে।।

-


18 JUL 2020 AT 2:25

একসাথে হাতে হাত রেখে,
অনেক রঙের আলো মেখে,
এগিয়ে চলেছি দুজন,
এগিয়ে যাব সারাজীবন,
মনে আছে সেই দিনের কথা,
যেদিন সারারাত ধরে ভুলিয়ে ছিলে মনের ব্যাথা,
বিশ্বাস হয়নি সেদিন নিজের ভাগ্যের ওপর,
স্বপ্ন দেখেছিলাম তুমি পড়েছ বরের টোপর,
আজ আমদের ১০৯৫ দিন পূর্ণ,
আমি তোমাতেই সম্পূর্ণ,।

-


23 AUG 2021 AT 22:36

আগের আমি ছোট ছোট কত কিছু বিষয়ে দুঃখ পেতাম,
আর এখন আমি বড় বড় কত কিছু একাই সামলে নিতে শিখে গেছি,
একটু একটু কষ্ট হয়,
কাওকে প্রয়োজন হয়,
কিন্তু সময় আমার মত নয়,
সে তার নিজের ইচ্ছায় বয়।।

-


16 AUG 2021 AT 20:28

চা ছাড়া দিন চলে,
কিন্তু 🎧 ছাড়া কি রাত চলতে পারে!?

-


27 JUL 2021 AT 23:10

যদি কথায় না থাকে তবে বলবে কি?
যদি ইচ্ছায় না থাকে তবে স্বপ্ন কি?
যদি গল্পই না থাকে তাহলে বাস্তব কি?
যদি গুরুত্বই না থাকে তবে ভালোবাসা কি?
যদি অপেক্ষায় না থাকলে তবে ভবিষ্যত কি?

-


25 JUL 2021 AT 15:01

দিনশেষে তোমার গল্পে সে নিজেকে হারিয়ে ফেলবে,
আর মনের কথা বলার জন্য মরিয়া হয়ে পড়বে,
সেই মানুষটাই তো থাকবে সারাজীবন,
সবসময় বুঝবে তোমার মন,
অনেক কিছু বলার থাকে,
অনেক কিছু শোনার থাকে,
গুরুত্ব এক বিরাট জিনিস,
যে বোঝে সেই ভাবে পেয়েছিলাম ভাগ্যিস।।

-


18 JUL 2021 AT 13:28

অপেক্ষায় আছি সেই দিনটার,
যেদিন সময় শেষ হবে কল্পনার,
বাস্তব টা হবে রঙ্গীন,
ভেঙে যাবে সমস্ত কঠিন,
এখন তো সব মোহ মায়া,
শুধু চায় একটু ভালোবাসার ছোঁয়া।।

-


18 JUL 2021 AT 13:23

একটা সময় ছিল যখন কষ্ট হলে খুব কাঁদতাম,
প্রত্যাশা পূরণ না হলেই দুঃখ পেতাম,
কিন্তু এখন শুধু সময় ভালোবাসার,
কষ্ট হলেও হাসার,
দুঃখ হলেও ভাবার
All will be fine one day 🙂🙂

-


Fetching Dipti Mondal Quotes