Sima Pal   (সীমার পাতায়)
368 Followers · 27 Following

read more
Joined 31 August 2020


read more
Joined 31 August 2020
7 MAY AT 10:30


বিবাদ করতে চাইনা বলে, দুর্বল ভেবোনা আমায়
চাইলেই কিন্তু প্রত্যাঘাত করতে পারি তোমায়।
একটু একটু করে প্রতিশ্রুতি ভাঙতে দেখেছি,
তবুও আমি এতোকাল শুধুই নিরবই থেকেছি।
এখন আর দেরী নয়, আমি এবার দৃঢ় প্রত্যয়
এবার সকলের ধৈর্যের বাধ ভেঙেছে নিশ্চয়।
এই দেশ,এই মাটি,এই পাহাড়- নদী সব আমার,
কথা দিয়েও কথার খেলাপ করেছো বারবার।
যে সব বিবাদ অলিখিত সেখানে জড়ালে শুধু,
হাতে নয় ভাতে মারতে হবে এমন ভাবিনি কভু।
যুদ্ধ করে আর কার কিইবা লাভ হবে বলো?
শুধু শুধু কিছু নিরিহ লোকের প্রান দিতে হলো।
প্রতিবেশীর সাথে নাইবা থাকলো তোমার মিল,
কথায় কথায় কেন দিচ্ছো তার ঘরে ঢিল?
এইবার তো তোমাকে পাটকেল খেতেই হবে,
কতো ফুলের কুঁড়ি হঠাৎ অকালেই ঝড়ে যাবে।
থামতে হবে কোথায় সেটাই তো জানোনা,
যদি জানতে তবে আজ এই পরিবেশ হতোনা।

-


16 APR AT 14:57


আমি তো তোমাকে বলতেই চেয়েছিলাম সব কথা-
আমার হৃদয় খুলে, তুমি শুধু সময় দিলে না প্রিয়।
তোমার ব্যাস্ততা আমাকে অপেক্ষা করতে শিখিয়েছে,
ধৈর্য্য ধরতে শিখিয়েছে,আরো অনেক কিছুই।
রাতের অপেক্ষায় রজনী গন্ধার মতো রাত জাগা,
ভোরের শিশিরের মতো আলতো করে গায়ে মাখা।
একটি একটি করে দিন -মাস- বছর কেটে গেলো-
জানি তাতে কারবা কিই আর এলো কিংবা গেলো।
আমার না বলা কথাগুলো হঠাৎ বিদ্রোহী হয়ে
কেমন যেন একদম চুপ করিয়ে দিয়েছে আজ।
সমুদ্রের ঢেউয়ের মতো তবুও উথাল পাথাল মন,
তুমি কি প্রিয় একটু সময় দিতে পারবে এখন?
ভেবেছিলাম হৃদয় খুলে দেবো তোমার কাছে,
এছাড়া আমার কাছে বলো কিইবা আর আছে।
সুদুর আকাশে তপ্ত দুপুরে একাকি গাঙ চিল ওড়ে,
কে জানে এমনি করে সে আর কার খোঁজ করে?
অপেক্ষারা এবার বুঝি ধৈর্য্য হারাতে চায়,
হৃদয় খুলে বসে থাকা আজ সত্যিই হলো দায়।

-


2 APR AT 19:33

প্রেমিক খোঁজে প্রেমিকা হৃদয়,
ধরা দিয়েও যেন বারবার তারে
শুধু হারানোর থাকে ভয়।

-


2 APR AT 15:15


এক কাপ চা হাতে খোলা জানালায়,
শুধু চেয়ে থাকা যে দিকে দুচোখ যায়।
দেখতে পেলাম সবুজ পাহাড় দাঁড়িয়ে -
কেমন যেন আছে দু হাত তার বাড়িয়ে।
ঝরনাগুলো কলকলিয়ে নেচে গেলো,
কে জানে তারা কিই বা বলে গেলো।
সবুজে বিছানো মায়ের আঁচলের মতো,
আঁকা বাঁকা পথ ধরে মন চলেছে সেতো।
টেবিলের উপর খোলা বইটির উপর,
বিকেলের ফিকে হয়ে আসা রোদ্দুর।
রাখাল বালক ঘরের দিকে চলেছে,
গোধনেরা তাকেই অনুশরন করছে।
এক কাপ চা নিমেশেই জুড়িয়ে গেলো,
সন্ধ্যায় পাখিদের কলকাকলী শোনা গেলো।
দিন ফুরিয়ে রাতের আঁধার নেমে এলো,
আকাশের তারা গুলো জোনাকির মতো হলো।
অবুঝ মন আমার কতো কথা তবুও বলে,
কথা চলেছে শুধু কবিতার পথ ধরে।

-


31 MAR AT 12:11


সন্ধ্যা গড়িয়ে রাত্রি হলো,
আকাশে চাঁদের উদয় হলো।
ধ্রুবতারা মিটি মিটি করে জ্জ্বলে,
নীহারিকার সাথে মনের কথা বলে।
বসন্তের কোকিল বিদায়ের গান ধরে,
শিমুল পলাশ সব গেলো আজ ঝরে।
ভোর গড়িয়ে গেলে নতুন সূর্যোদয়,
এভাবেই একটি নতুন সকাল হয়।
ধুলো ঝড়ের আবেশ চৈতী হাওয়ায়,
আমরা শুধু নতুন বছরের আশায়।
ছোটো বড়ো নদীতে শুধুই হাঁটুজল,
পড়ন্ত বিকেলে পাখিদের কোলাহল।
কবির হৃদয় প্রকৃতিকেই খোঁজে,
কবিতা শুধু কবির কথাই বোঝে।
এমনি করে বয়ে যায় সারা বেলা,
কবির সাথে কবিতা করে খেলা।



-


29 MAR AT 19:25

বিশ্বাস সেতো শুধু প্রেম, প্রিতি ভালোবাসায় মোড়া-
বিশ্বাস বিনে ভালোবাসা আজও পৃথিবীতে অধরা।

-


28 MAR AT 13:56


জীবনের পথে অনেক বাঁধা,
এই পৃথীবি আস্ত গোলক ধাঁধা।
মাঝ সমুদ্রে এ জীবন তরী,
একলা মাঝি ভয়ে মরি।
সমুদ্রের ঢেউ উথাল পাথাল,
কেউ ধরেনি এই জীবনের হাল।
নিঃসঙ্গ পাখি সুদুর গগনে,
রামধনুর সাতরং মিশেছে সেখানে।
আমার আকাশে নেই ধ্রুবতারা,
আকাশের চাঁদ দেয়নি আজও ধরা।
জোৎস্না মাখা এই রাতে,
একাই চলেছি সেই ছায়া পথে।
সবুজ বনানী অট্টহাসি হাসে,
রাতের জোনাকিরা এসেছিলো কাছে।
হঠাৎ কেমন ঝড়ো হাওয়া এলো,
জোনাকিরা নিমেসে হারিয়ে গেলো।
জীবন তরী একলা মাঝি আমি,
সেই তরীর হাল ধরলেনা প্রিয় তুই।

-


27 MAR AT 10:02


বসন্তের রং এখনো লেগে আছে,
পাতা ঝড়া গাছে কচি পাতা উঁকি দিচ্ছে।
চৈতী হাওয়ায় এলোমেলো সব,
চারিদিকে তবুও পাখীদের কলরব।
কালবৈশাখীরা মুখীয়ে আছে যেনো,
ঋতুরাজ তুমি চলে যাবে বল কেন?
এমন একটি পৃথিবীর খোঁজে আমি,
যেখানে থাকবে শুধু চির বসন্ত তুমি।
উতলা মনে সারা বছরের অপেক্ষায়,
পরিযায়ী ঋতুরা শুধু আসে আর যায়।
মন কে অনেক বুঝিয়েছিলাম আমি,
উতলা নয় শান্ত হও শুধু তুমি।
দিঘি ভরা জল শান্ত থাকে দেখো,
যতই তুমি জলে তরঙ্গ তোলো সেতো।
বালি হাঁসের দল জলকেলি করে,
মাছরাঙা জলে ঝুপ্ করে পরে।
ধূলোঝড় ওঠে পড়ন্ত বিকেলে,
নব সুর্যোদয় হবে নতুন সকালে।


-


26 MAR AT 13:09

প্রতীক্ষা চোখ

যা চাই তা পাইনি কখনো,

যা পাই তা চাইনি কখনো।

প্রতীক্ষা  চোখ খুঁজে বেড়ায়,

যা ছিলো তা হারিয়ে যায়।

যে কথা আজও হলোনা বলা,

সে কথায় শুধু ধরে গেলো গলা।

জানি কখনো জানতে চাইবেনা তুমি,

তাই বোধহয় আজও আমার আমি।

কাঁধে হাত রেখে কেউ বলেনি যে

তোমার পাশেই আছি সব সময়।

চলার প্রতিপদে তাই তো করে ভয়।

তবুও প্রতীক্ষা চোখ একজনকেই খোঁজে,

যার হারানোর ভয় সেই তো শুধু বোঝে।

যা আছে তা নিয়েই খুশি থাকতে চাই,

কবিতা আমি শুধু তোমাকেই পাশে পাই।

আমার সুখ দুখঃ সব তোমায় দিলাম,

হিসেব করিনা তাই বিনিময়ে কি পেলাম।

-


25 MAR AT 19:52

কেউকি বোঝে আমার পোড়া মনের কথা,
গালে হাত দেখলেই লোকে বলে দাঁতে ব্যাথা।

-


Fetching Sima Pal Quotes