Sima Pal   (সীমার পাতায়)
359 Followers · 27 Following

read more
Joined 31 August 2020


read more
Joined 31 August 2020
21 HOURS AGO

পুরোনো সব কিছুর হাত ধরে,
নতুনেরে আজ নেবো গড়ে।
ভুলে যেতে চাই হারানো শোক,
শুধু সত্যের আজ জয় হোক।
দখিনা হাওয়া দিয়েছে কথা,
বনানীর বুকে কতো পাতা।
শীতেই একে একে ঝড়ে গেলো ,
বর্ষার নতুন জলেই ফিরে এলো।
মনে আর রইলনা তো ভয়,
প্রতিটি দিন নতুন হোক না হয়।
রাতের আঁধারে জেগে রয় তারা,‌
জোনাকিরা আলো দিয়ে দিশে হারা।
রাত জাগা পাখি আশায় থাকে,
নতুন প্রভাত উদয় হবে কবে।
ভুলে থাকা ব্যাথা চিন্ চিন্ করে,
শুধু দুহাতে বুক আঁকড়ে ধরে।
ফল ধরা গাছ নতো করে মাথা,
কেউ বোঝেনা তার মনের কথা।
প্রতিটি দিন নতুন হোক এ ভাবেই,
যা যাওয়ার তা তো একদিন যাবেই।


-


22 APR AT 15:38


বাস্তব অনেক কঠিন থাকে,
স্বপ্নগুলো সত্যি হয় রুপকথাতে।
মনের খাতায় প্রতি পাতায় আল্পনা,
বাস্তবের পাতায় তা যেন শুধু কল্পনা।
গ্ৰীস্মের দাবদাহে একটুকরো কালোমেঘ,
কালবৈশাখী হঠাৎ হাবিয়েছে গতিবেগ।
কলমের রুপকথায় দেখেছিলাম সুন্দর বন,
সেই সুন্দর বন তার সৌন্দর্য হারিয়েছে এখন।
তারায় তারায় আকাশ ভরা ছিলো,
সেই আকাশ আজ কালো ধোঁয়ায় ঢেকে গেলো।
নাতিশীতোষ্ণ অঞ্চলে চড়ছে উষ্ণতার পারদ,
আসলে এসব আমাদেরই গোলায় গরদ।
সুন্দর পৃথিবী সুন্দর করে রাখেনি কেউ,
পৃথিবী জুড়ে বইছে আজ উষ্ণতার ঢেউ।
কলমের রুপকথায় সাজানো বাগান শুকিয়ে গেলো,
জানিনা এই পৃথিবী এমনি করেই অসুন্দর হলো।

-


21 APR AT 16:13


যা চেয়েছি পাইনি তার কিছু,
না পাওয়ার যন্ত্রনা আঘাত করেছে শুধু।
ঐ মহাশূন্যে চাঁদ তারা পাশাপাশি থাকে,
সূর্য সকলকে নিজের মতো আগলে রাখে।
তবুও ঐ আকাশে কালো মেঘ দেখা যায়,
বজ্র বিদ্যুৎতের সাথে ঝড়ো হাওয়া বয়।
প্রকৃতির সব কিছু নিমেষেই এলোমেলো,
মেঘ সরিয়ে আবার রোদ্দুর দেখা গেলো।
এই মহা বিশ্বে কিছুই যায় না হারিয়ে,
হারানো সব কিছু ছিলো চোখের বাহিরে।
ভারাক্রান্ত হৃদয়ে শূন্যের শূন্যতায় হৃদয় ভরা,
একপশলা বৃষ্টি শেষে রামধনু দেয় আকাশে ধরা।
মনের ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে ঘুরে বেরায়,
যা আমার নয় তাই কি কখনো আর ধরা দেয়?
সোনার হরিণ সকলেই চায় না এখন আর,
না পাওয়ার যন্ত্রনারা আঘাত করে বারবার।
শূন্যের শূন্যতায় হিসেব মেলানো দায় নেই আর,
চাওয়া পাওয়ার হিসেব গুলিয়ে যায় বারবার।
সীমার পাতায়





-


19 APR AT 18:00

খেলা কাকে বলে জানো?
যা কাউকে শেখাতে হয়না কখনো।
মনের ইচ্ছেগুলো শুধু নিজের হাতে,
কারো কিছু বলার রইবে না তাতে।
এমনই খেলা খেলতে চেয়েছি আমি,
সেই খেলাতে সাথি হয়েছিলে তুমি।
ফুলের মেলা আমার সাজানো বাগানে,
গুটি গুটি পায়ে বসন্ত এসেছিল সেখানে।
সেই খেলার ছলে হারিয়ে গেলে তুমি,
অনেক খুঁজেও তোমায় পাইনি আমি।
রাতের আকাশ তারায় ভরা ছিলো,
আমার আকাশে প্রলয় ধেয়ে এলো।
আজ খেলার সংঙ্গা বদলে দিলে তুমি,
এমনটি হবে কখনো ভাবিনি আমি।
একটু একটু করে বদলে দিলে নিয়ম,
যা শুধু করেছো তোমার মনের মতন।
তোমার খেলায় হেরে গেলাম তাই,
সুখে থেকো তুমি এটাই আমি চাই।
সীমার পাতায়








-


17 APR AT 13:26

পরিচয়ে আসে যারা পরিচিত নয় বলে,
হারিয়ে যাবে দেখো প্রয়োজন ফুরিয়ে গেলে।
স্বার্থপর দুনিয়ায় আজ মানুষ চেনা দায়,
প্রয়োজনে চেনা মুখগুলো অচেনা হয়ে যায়।
ভালোবাসার বিশ্বাসের পৃথিবীটা টলমল তাই,
একে অন্যের হাত ধরে বলা হয় আমরা ভাই ভাই।
আসলে আমরা একে অন্যের ভাইয়ের মতো,
রাজনীতিতে এমনটা হতে দেখেছি অনবরত।
এককাপ চা হাতে বিকেলের আড্ডায় রোজ,
প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ রাখেনা খোঁজ।
রইল পরে শুধু এবার ভোটাভুটির পালা,
পাড়ার গলিতে দেখতে পাবে তেনাদের দুবেলা।
তোমাদের লোক বলে পরিচয়ে আসে যারা,
জানবে শুধু স্বার্থের জন্য তোমার কাছে তারা।
অন্য কোনো প্রয়োজন হলে যাও তার কাছে,
শুনতে হবে উনার কাছে সময় কোথায় আছে?
ভোট এলেই বলবে ঘরের ছেলে তোমরা আমার,
আমাকেই দেবে ভোট সেটা কি বলতে হবে আবার?
সীমার পাতায়

-


17 APR AT 8:19


দেখো প্যেঁচাটা কি সুন্দর,
আসলে লক্ষ্মীছানা তো একটু নিশাচর ।



-


16 APR AT 13:31

সবে পুরাতন কে নতুন করে পাওয়ার আশা,
সুখ সমৃদ্ধির সাথে চাই শুধু একটু ভালোবাসা।
চাওয়া পাওয়ার হিসেব মেলাতে চাই না আর,
তাই তো নতুন কে বরণ করতে হয় সবার।
পাতা ঝরা বনানী তবুও দাঁড়িয়ে আছে ঠায়,
কিশলয়ের স্থান দেবে তার শাখা প্রশাখায়।
নতুন বছর শুরু হলো শুধু গ্ৰীস্মকাল দিয়ে,
নদী নালা খাল বিল গেলো আজ শুকিয়ে।
এবার শুধু পুবালি হাওয়া বইছে এলোমেলো,
বসন্তের কোকিল কোথায় যেন হারিয়ে গেলো।
এখন গ্ৰীস্মের তান্ডবে পারদ ছুঁয়েছে উষ্ণতা,
গরম বাতাসে বৃষ্টির দেখা নেই ছিঁটে ফোঁটা।
মাঝে মাঝেই ঐ শোনো কাল বৈশাখীর গর্জন,
মাটি ফেঁটে চৌচির তাই বৃষ্টির খুব প্রয়োজন।
আজ ফটিক জল বলে ছাতকে কাতর আর্তনাদ,
এত গ্ৰীস্মকাল নয় ,যেন প্রকৃতির পাতা ফাঁদ।
সীমার পাতায়

-


15 APR AT 22:11

ক্ষুদ্র মোরা তুচ্ছ নই, তাই তো মাথা উঁচু করেই বেঁচে রই।

-


15 APR AT 13:46

বাংলায় আজ বাঙালি খুঁজতে হয়,
বাঙালি নাকি আজকাল বাঙালি নয়।
শাখা সিঁদুর আলতা বিলুপ্তের পথে,
নোয়া পলা সেটাও আজ অবান্তরই বটে।
ফ্যাসানের যুগ চারিদিকে আজকাল,
প্রকৃত বাঙালির তাই খুব আকাল।
তবে কিন্তু নববর্ষ কিংবা পহেলা বৈশাখে,
বাঙালি হওয়ার শুধু একদিনের শখে।
ধূতি পাঞ্জাবী পরিহিত হুকো হাতে,
একদিনের বাঙালির তৃপ্তি হয় তাতে।
সাহিত্য থেকে মহাকাশ গবেষনায়,
বাঙালিদের তবুও খুঁজে পাওয়া যায়।
নববর্ষ দোল দুর্গোৎসব চড়ক পুজোয়,
বঙ্গ সংস্কৃতি তবুও ধরে রাখার চেষ্টা।
মা বলে ডাকেনা আর কোলের ছেলে,
মায়ের বদলে তারা মম , মাম্মা বলে।
তাই সব পেরিয়ে বাঙালি আধুনিক শুধু,
বাংলা তাদের মনে দাগ কাটে না বুঝি কভু।
নাই না আর করলাম তার ময়না তদন্ত,
সব পেরিয়ে আজ তবে না হয় এই পর্যন্ত।
সীমার পাতায়




-


13 APR AT 17:03

হর হর মহাদেব বলে চলেছে মানুষ একদল
তাদের পেছনে ছুটছে পাড়ার ছেলেদের দল।
জিগ্যেস করলাম তোমরা যাচ্ছ কোথায়?
উত্তর এলো গড়ের মাঠে চড়কের মেলায়।
বলতে পারো ,কি কি পাওয়া যায় সেখানে,
কি চাই ,সুখ শান্তি ভালোবাসা সব এখানে।
ও তাই বুঝি , আমার জন্য বিশ্বাস এনে দেবে?
সেটাও আছে কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে।
ওরা সবাই মহাদেবের আরাধনায় মেতেছে
পিঠে বড়শি কিংবা আগুনে উপরে হাঁটছে।
এর পরও কি চাই তোমার বিশ্বাস বলো?
তবেতো তোমাকে বিশ্বাস হারতেই হলো।
মাটির পুতুল তাল পাতার সেপাই কিনবো,
খুশি আর আনন্দে সব কিছু ঘরে নিয়ে যাবো।
জানোতো ,কতো লোকের সমাগম হয় সেখানে,
রান্নাঘরের জিনিস মা কাকিমারা দামে কেনে।
আর ঐ যে চড়ক গাছটি ছুঁয়ে প্রার্থনা করে,
সুখ আর শান্তিতে আমাদের ঘর থাকে ভরে।
আমি হরির লুটের বাতাসা কুড়োবো দেখো,
আনন্দ খুশি বিশ্বাস এখানেই আছে সেতো।

-


Fetching Sima Pal Quotes