এক পলক (ক্যাপশনে লিখলাম)
-
মাঝে মাঝে অসুস্থ হতে ভালো লাগে, ভালো লাগে কারো যত্ন নিতে। ইচ্ছে করে কেউ আমার হাত ধরে সারারাত বসে থাকুক মাথার কাছে। আলতো করে জিজ্ঞেস করুক, এখন কেমন আছো? তার কন্ঠস্বর শুনে শিহরণ জাগুক মনের গভীরে। যেখানে ক্ষত গুলো খুব যত্ন করে তোলা থাকে।তুমি যখন আমার আধ বোঝা চোখে তোমার ঠোঁট ছুঁইয়ে বলো, তুমি সেরে উঠো তা না হলে আমি যে অসুস্থ হয়ে পড়বো।তোমার নীরবতা যে বড্ড যন্ত্রণাদায়ক। তখন ইচ্ছে করে হাজার বছর বাঁচতে তোমার হাত ধরে।
-
আবার কবে আসবে গো তুমি
সেই অপেক্ষায় আছি!
ভোরের পাখি বলে ডাকবে কবে
সেই অপেক্ষাতেই থাকি।
-
এখন এতো ডাকছি তোমায়
তাও দিচ্ছো না সাড়া!
পরাণ পাখি যেদিন উড়ে যাবে
সেদিন আর পাবে না সাড়া।
সাধের দেহটা থাকবে পড়ে
তুমি ছুঁতেও পারবে না!
বাসি মড়া ছুঁতে নেই
বলবে গোটা পাড়া।-
পৃথিবীতে সবচেয়ে সুন্দর অপেক্ষা "মা আসছে"
প্রতি বছর মা আসেন, কখনো নিরাশ করেন না।-
ভরসা আছে, বিশ্বাস আছে
আছে বুক ভরা ভালোবাসা।
তুমি আমার থাকবে সারা জীবন
মনে মনে এটাই আমার আশা।-
চোখের পলকে সন্ধ্যা নামল
ভরসা ছিল যার কাঁধে।
ভালোবাসি কথার অস্ত্র দিয়ে
রক্তপাতহীন খুন করলো
খুব সহজ পদ্ধতিতে!!-