একবার অভিমান করে সরে দেখো....
কেউ তোমাকে খুঁজবে না
নীরবতার ভাষা কেউ বুঝবে না।-
কবিতার ভেলায় চড়ে
চলো যায় দূরে চলে।
বেঁচে থাকার রসদ খুঁজি
তুমি, আমি দুজনে।-
***কবিতা ***
মেঘ মিনারে মায়ার মিছিল
নোনতা জলের স্বাদ।
অনুভূতির আড়ালে গড়া
অভিমানের প্রাসাদ।
টিমটিম করে জ্বলছে
বিরহের প্রদীপ।
প্রেম নামক সলতে
পুড়ে হচ্ছে ছাই।
কলমটা টেবিলের উপর পড়ে
কবিতা লেখার অপেক্ষায়,
কিন্তু কবির দেখা নাই।
চোখের কোণে মরচে ধরছে
অনুবীক্ষণ যন্ত্রে খুঁজছে অনুভূতি।
প্রেমিকার হৃদয় রক্তে ভেজা
আঁকড়ে ধরে হাজার স্মৃতি।
শিশিরে ভেজা গোলাপের ভূমিকায়,
মন মাতাচ্ছে কাঠগোলাপ।-
যে শুধু মাত্র তোমার খুশির জন্য সব কিছু মেনে নেয়
তুমি আর যাই পারো,
তার কাছে কখনোই জিততে পারবে না.....-
কত কিছু লিখতে চায় মন
কলমে যেন নেই জোর।
ফুরিয়ে এসেছে কালি
হয়তো আর দেখা হবে না
সোনালী সূর্যের ভোর।-
মনে মধ্যে ভারী অসুখ
সাজতে চাই তোমার উপহারে।
প্রেম, প্রীতি সব থাকবে তোলা
অভিমান নামক
কোনো গল্পের উপসংহারে।-