শ্রদ্ধাঞ্জলি (ক্যাপশনে লিখলাম)
-
ব্যথারি কলমে আমি বলে যায় বারবার
একদিন ছিলে যে গো তুমি প্রিয় আমার।
তোমায় পেয়ে আলোর আরোগ্য লাভ করলাম আমি
এক নিমিষে আঁধারের কালো রাত মুছিয়ে ছিলে তুমি।
আজও যখন ঘুটঘুটে অন্ধকারে খুঁজি তোমায়
তুমি ভরসার হাত ধরে পথ দেখাও আমায়।
জানি না এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি!
ভাঙাচোরা জীবনে আগে কেন আসোনি,
জানো, অন্ধকার হারিয়ে যেতে বসেছিলাম আমি।-
তুমি বুঝি জানতে,,,,
আমি স্মৃতির ফেরিওয়ালা।
স্মৃতি জামানোতে আমার ভীষণ নেশা
তাই, স্মৃতি জমিয়ে তুমি দিলে হানা!!-
গন্তব্য পৌঁছাতেই হবে,
এটাই এখন শপথ।
পিঠেতে মস্ত বোঝা,
মোমবাতি জ্বালিয়ে
তাই পথ খোঁজা।
ভুলে গেছি পথের দিশা,
তবু মনে আশা
একদিন ঠিক খুঁজে পাবো পথ।
ইচ্ছে শক্তিকে জাগিয়ে
এগিয়ে যাওয়া।-
আমি চলে যাওয়ার পর,,,,
তুমি যে আমার স্মৃতি গুলো
এই ভাবে বয়ে বেড়াবে
তা আমার জানা ছিল না!!!
থেঁৎলে যাওয়া শরীরটা,
খন্ড খন্ড বিভক্ত হয়ে গেল!
ছড়িয়ে পড়লো চারদিকে
তুমি সেই গুলোই কুড়িয়ে জমা করে,
পিঠেতে মস্ত বোঝা করলে,
আর সারাজীবন ধরে বয়ে বেড়ালে!
আমার জানা ছিল না,
তোমার ভালোবাসাটা কতটা খাঁটি!-
ছেলেবেলার বন্ধু গুলো কোথায় হারিয়ে গেল!
যারা মন বুঝতো, চোখের জলের ভাষা পড়তে পারতো, যারা ঝগড়া করতো, কিন্তু বিচ্ছেদ চাইতো না। চোখ বেঁধে কানামাছি খেলতো কিন্তু হারিয়ে যেত না, দূরে গেলে, কাছে এসে ছোঁয়ায় চেষ্টা করতো।
আর এখনকার দিনে অনলাইনে বন্ধুত্ব গুলো,
মন নিয়ে খেলা করতে পারদর্শী, চোখের জলের ভাষা তারা পড়তেই জানে না, এর অক্ষর জ্ঞান-ই নেই। ঝগড়া না করলেও বিচ্ছেদ হবে।
যার যতদিন তোমাকে ভালো লাগবে, সে তত দিনই তোমায় গুরুত্ব দেবে।-
তুমি একবার বলো, আমাকে ভালোবাসো
আমি আমৃত্যু কালে পর্যন্ত অপেক্ষা করবো।
তুমি একবার বলো, আবার তুমি ফিরে আসবে
আমি শ্রাবণের আকাশে নরম কাশফুলের মতো ঠাঁই দাঁড়িয়ে থাকবো,
সূর্যদোয় থেকে সূর্যাস্ত প্রতিটি প্রহর গুনবো একাকী।
কিন্তু, এই তুমিই যদি বলো, তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ করতে চাই,
এই আমিই ছেড়ে দেবো তোমায় নির্ধায়।
ভালো রাখার নামই তো ভালোবাসা,
রঙ বদলে ফেলায় তো এখনকার দিনে সবচেয়ে বড়ো তামাশা।
-