Arpita Dey   (রিম)
102 Followers · 20 Following

read more
Joined 24 August 2020


read more
Joined 24 August 2020
2 JAN 2023 AT 21:04

বাস্তবের ঠিকানায় ঘরে ফেরা
কিছু স্মৃতি আর সূর্যাস্তের গল্পে
মাঝপথে হারিয়ে যাওয়া সুখ
ফিরে ফিরে আসে সব গল্পের শেষে

-


12 AUG 2022 AT 11:20

তেল! তেল! তেল!

তেলের তলে ভাঙছে মানুষ ,
প্রশ্নরা নিয়েছে মূক আশ্রয়।

লেখাপড়ার আজ কি বা দাম ?
অভিজ্ঞতা ! সে তো সস্তা এখন,
মাঠেই তার নিলাম হয়।

তেলের দাম খুব চড়েছে ,
তাই তেলেই জীবন বদলে যায়।

-


10 JUN 2022 AT 1:14

রাঙা মেঘে আকাশ ছেঁয়েছে যখন,
সূর্য তখন ডুবছে জলের স্রোতে।
কাজলকালো নরম দুটি চোখে,
স্বপ্ন আঁকে অন্ধ কোনো কবি।
সিন্দুরে আলোয় আজ রাঙা কপোলখানি,
কবির ভালোবাসায় ছিল অনেকখানি ফাঁকি।

-


7 FEB 2022 AT 23:43

ছড়িয়ে ছিটিয়ে থাকা কথাগুলোকে,
এক সুতোই বাঁধতে গেলেই; জটিল হয়ে পড়ে।

-


30 JAN 2022 AT 11:20

তার জলছবি একেছি।
চোখে আবছা ছবি,
তাই রঙ দিলাম খুব।

সামনে গিয়ে দেখি,
তার মনের রঙ;
আমার জলছবির থেকেও রঙীন।

-


17 JAN 2021 AT 0:30

টাকা-কড়ির সম্পর্কগুলো শেষ হয়ে,
শেষ জীবনের স্মৃতি শুধু
কড়ি আঙুল দিয়ে আড়ি-ভাবের সম্পর্কগুলো!

-


7 JAN 2022 AT 10:45

কায়া মিলে গেছে।
আবছায়ার মতো,
আটকে গেছে মন।

-


30 DEC 2021 AT 18:01

নিজেই দেখি নিজের বলিরেখা,
নিদারুন আয়নাতে।
স্পষ্ট হয়,
অস্পষ্ট প্রতিচ্ছবি!

-


30 DEC 2021 AT 12:01

চলে যায় রাস্তা,
এপার ওপার।
ফুটপাত নেই,
রাস্তা পারাপার।
ট্রেনলাইন গেছে,
কতো সবুজ বনানির,
বুক চিরে।
ট্রামলাইনের গতিবিধি,
সেকাল হতে বন্ধ।

রাস্তাশূন্য,
জনমানবহীন।
মন ডুব সাঁতারে,
পার হয়ে আসে,
ম্যানহোলের দরজায়।

খুদে কোনো জীব
প্রতিবাদ জানাই মৃদু স্বরে
সবুজ বনানি চাই
আমার সবুজ বনানি চাই

-


29 DEC 2021 AT 11:00

শীতের সন্ধ্যা হয়।
বৃষ্টি ভিজে,
অক্লান্ত এক মন।

-


Fetching Arpita Dey Quotes