বোঝাতে পারিনি তোমায় মোরসুপ্তপ্রায় ভালোলাগার কথা।
ইশারার ভাষাতে ভাঙ্গেনি তোমার নিরবতা ।
আমার তো সব কথাই তোমার আছে জানা-তবু আমি ছুতে পারিনি তোমার মনের কোণা খানি।
হয়ত বা আমার কথায় জমেছে তোমার মনের বিরক্তি হায় ! কি করব বলো এ মনের ভালোবাসা যে সত্যি। তুমি তো কখনো চাওই না এমন তর খারাপ সাথী তাই না ?
মোর বক্ষমাঝে জ্বলুক আমার বিরহের মশাল;
হে! প্রিয়তমা তোমার জীবনে আলো থাকুক আর
আমি পুড়ি চিরকাল ।
-
"ব্যর্থ মানুষেরা দু প্রকার ৷ এক প্রকার হল, যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি ৷ আরেক প্রকার হল, যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করে নি"
কলমে✍..সন্দীপন সাহা-
প্রেম নাহি আসে প্রেম নাহি যায়___
সকলই মোহের খেলা,অতল তিমিরে মিলিয়া যায়।
ব্যাকুল চিওে হয়ে একাকার;
প্রানহীন, মনহীন এক প্রেমের কারাগার।
আঁখিকলঙ্ক সম মর্মে মাঝে বহ্নিদহন !
হৃদয় আঁধার মাঝারে করি সে বহন।
ক্ষনিকের অবকাশে,নিদ্রাহীন ম্লানবেশে ;
তৃপ্তিহীন অমৃতলোকে প্রেম আসে,প্রেম বাঁচে।।
-
অপমান অভিমানে যাযাবর ঠিকানা বিহীন আমি বেদুইন;
কবিতা গুলো সম্মানে কথা বলে ওরা যে বড্ড স্বাধীন।-
নিয়নের নিয়ন্ত্রণ , বৃষ্টিমুখর একটা দিন ,
পাগলামীর হাতছানি , নৈশাক্ত হয়েছে পোড়া মন ।
ভাঙা কাঁচে রূপ খোঁজা , হচ্ছে গোনা কবরের দিন ।
খবরের পাতায় লিপি বদ্ধ প্রেমিক নয় অবসাদ ।
মনের ডাইরি খুঁজতে গিয়ে চিরকুট থাকবে একটা মাত্র ।
নীল কালিতে আচড় ফুটবে । বলবে সবটাই অভিযোগ ।
নয় সেটা অপবাদ !
হাজার প্রশ্ন ঘিরে ধরবে বলতে চাইবে গল্প খানি ।
কাজল লেপ্টে চোখের জল ,
শুনতে চাইবে মন ভাঙার সেই কাব্য খানি ।
তবুও তুমি বলতে পারবে না কারো কাছে , কারণ শোনার মানুষ নেই ।
হাজার ব্যস্ততা থমকে থমকে হাজার বার আমায় মনে পরবেই ।-
তাও খুশি হতে পারলেন না তাই তো???
ডিয়ার কাকু,কাকিমারা আর কত নম্বরের বাটকারা চাপাতে চাপাতে আপনাদের ছেলে মেয়েদের কুলি মজুর করে তুলবেন! এত প্রত্যাশা কিসের?? যে প্রত্যাশার জন্য এক একটা ছোট্ট প্রাণ তাদের ইচ্ছে মতন খোলা মেলা মানবিক আচরণ করতে জানেনা, শুধুই নম্বর পাওয়ার প্রতিযোগিতায় আর কত ধ্বংস করবেন বেড়ে ওঠে শৈশব স্বাধীনতাকে ??এরপরেও সুইসাইড কেস খবরে পড়লে অপনাদের আক্কেল গুড়ুম হয়ে যায়,
'সেম সেম ও গড,সমাজ কি বলবে!'.....বাহঃ!!তালি..
(বাকিটা ক্যাপশনে আছে,এখানে ধরবে না সবটা.. না লিখলে সারাদিন পেট গুড় গুড় করত,ফ্রাস্ট্রেশন কলমেই বার করি আমি।পড়বেন প্লিজ🙏😊)-
সাহসটা মনে রাখতেই হবে...
তবেই তুমি জোর পাবে...
🍁...রি-আ...🍁
বাকিটা ক্যাপশনে.....-
উত্তরহীন সকাল, ব্যাস্ততার ভিড়।
নিশ্চুপ প্রশ্ন, শূন্য ভাঙা নীড় ।।
তুমি ছিন্ন, মুখে হাসি ।
সমর্পণ কোথা? আমি উদাসী ।।-
শত ব্যর্থতার পরেও ঘুরে দাঁড়াবো,
পরিস্থিতি আর যেমনি হোক..
সবকিছুর বিনিময়ে নিজেকেই ভালোবাসবো ।-
লড়তে শেখো ব্যর্থতার কিছু গল্প জেনে,
সাফল্যের দিকে পা বাড়াও, অসাফল্যের বাঁধাকে মেনে।।-