Riya Sarkar  
644 Followers · 31 Following

read more
Joined 9 January 2020


read more
Joined 9 January 2020
25 AUG AT 23:19

অদ্ভুত জাদু আকাশের বুকে
শান্ত হয়ে শান্তি করে অসুখে।

_রি

-


19 JUL AT 16:19

একা মানুষ নিজেকে আরেকজন ধরে নেয়।

_রি

-


19 JUL AT 13:54

_একটু সাবধানে চলাফেরা করবি রাস্তাঘাটে। লোকজনের 'নজর' ভালোনা। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না।
কথাটা বলে রাস্তার মোর ঘুরে চলে গেলেন দাস বাবু।

_ উনি বেশ ভালো মানুষ। কাকু কি বলেছে মনে রাখবি।
বেশি বন্ধু বান্ধব রাখা ভালোনা।

_ তুমি জানোনা মা, সেদিন যখন টিউশনি থেকে বাড়ি ফিরছিলাম। তখন কাকু আর আরেকজন লোক দুজন মিলে আমাদের যে পাশের বাড়ির অতৃশা দিভাই সে যাচ্ছিলো নাচের ক্লাসে। তাকে নিয়ে খারাপ কথা বলছিল আর হাসাহাসি করছিল। আমি কাকুদের পেছনে থেকে সব শুনেছি।

_রি

-


17 JUL AT 15:57

'ত্যাগ'

যেটা শুধুই অন্যের,
ভাগ্যকে হার মানিয়ে জিততে চেয়ে শেষে
ভগ্যের কাছে ফিরে আসাকে মানুষ
ত্যাগ বলে চালিয়ে নেয়।

_রি

-


16 JUL AT 0:53

যেটায় খুশি মরো, মানুষ বাদে...।


_রি

-


16 JUL AT 0:41

আজকাল খাবার হজমের চেয়ে
কথা হজমের সমস্যায় আক্রান্ত
মানুষ।


_রি

-


12 JUL AT 13:41

পাওয়া না পাওয়া দূর্ভাগ্যে থাক,
চাওয়াতেই শান্তি এটুকু পাপ্য ভাগ!

_রি

-


10 JUL AT 1:20

মনের মৃত্যু হোক, নতুন আমি আবিষ্কারের জন্য।

_রি

-


10 JUL AT 1:04

ভাগ্যের কাছে দূর্ভাগ্যের সুসাইড নোট।

_রি

-


10 JUL AT 0:56

মাতলামির লিমিট ক্রস করলেই
তুমি মাতাল।

_রি

-


Fetching Riya Sarkar Quotes