চল যাবি নীল আকাশে ওই মেঘের বাড়ী;
আজব দেশ কতো কথা স্বপ্নের ছরাছরি।-
watssaap=8822467254
alokshil.blogspot.com
(কবিতা) আমার ফেসবুক পেজ
মাইনসে কয়
রাইতের কান্দা সাদা-কালা,
অন্ধকারে বাত্তি জ্বলে
জ্বালাও লাগে খুব ভালা।-
তারপর ; তারপর কি ?
মিছামিছি বৃষ্টি ভেজার গল্প
ভোরের গান,
আবারও পথ চাওয়া
অপেক্ষার শুরু...
-
ব্যর্থ্তায় বিষাদে আমাদের ঘর,আমি ও আমার শহর,
মন চাইছে ইচ্ছামৃত্যু,ছিল সব আপন আজ আমি পর।-
প্রতিবাদ তবুও;
কেন আঘাত হানো নির-অপরাধীকে
মানুষ রুপী তোমরা হিংস্র জন্তুর অধিক,
প্রতিবাত তবুও_
প্রতিবাদ তবুও;
মায়ের জাত,কেন হানো আঘাত
তোদের'ও জন্ম ঐ-একই ঔরস-জাত,
প্রতিবাদ তবুও_
প্রতিবাদ তবুও;
শুনিস'নি একবারও আর্তনাদ হাহাকার চিৎকার
তোরা পাবিনা পারাপার ঈশ্বর এক নিরাকার,
প্রতিবাদ তবুও_
প্রতিবাদ তবুও;
আবার'ও আবারও,না বলা আছে কতো মুখ
অমারও প্রতিবাদী কন্ঠ কলমেই গর্জে উঠুক,
প্রতিবাদ তবুও_
প্রতিবাদ তবুও;
কেন করেছিস মায়ের মুখের হাসি
চাই এবার জন-সম্মুখে ফাঁসি,
প্রতিবাদ তবুও_
-
দেখে হবে ফাঁকা পথে গোলাপ হাতে গড়ের মাঠে,
আর নয়তো গড়িয়া-হাটে,অজ্ঞলী'তে কালী ঘাটে...
-
আতর হয়ে গন্ধ ছড়াতাম,তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতাম,য়দি রাজি হতে.....
-
নীল দরিয়ায কতো রঙের খেলা কে-জানে কি তার মানে,
স্বপ্ন ভাংগে স্বপ্ন গড়ে ভাটিয়ালী গানে,মন ভাসাই উজানে।-
বুঝা গেলো এবার,সম্পর্কটা আমাদের তাসেরঘর;
নিছক অববেলায়,তাইতো ভুতের রাজা দিল বর।-