মরুভূমির প্রান্তরে, প্রকাণ্ড নিম্নচাপ,
সে, ক্ষণিকে, উপর থেকে ফেললো মোরে..
অবলা জলদস্যু যেনো,
মাগুর মাছের কান্না করে..
বাস্তবতা কি জানে, তুমি আছো স্বপনে ?-
তোমার সেই ছবিগুলো আজ, চাইতে পারিনা আর..
একদিন যে ছবিগুলো ছিল, আমার অহংকার ।
না চাইতেই দিও মোরে, স্বপ্ন গুলো বেশ...
আজও ভাবি, হঠাৎ করে, পথটা কেনো শেষ ?-
গল্প বলে রাজার ছলে, অধীন তুমি হায়!
তিলোত্তমার শেষ রক্তে,
মানবিকতার হলো ছাই ।।-
দুরন্ত স্বপ্নচারী আমি, নির্বোধ অবাধ্য,
ইতিহাস সাক্ষী, আমি সল্পেতে ভেদ্য..
মনে আশ, ভারী শ্বাস, কোলাহলে পিছুটান,
দুরন্ত স্বপ্নচারী আমি, সর্বোপরি সম্মান ।
রাত মাঝে, মনে সাঁঝে, বসন্তরা কথা কয়,
সেই হেথা, ঘুরপাক, চিন্তারা ব্যথা বয়..
নানা দিক, শেষ মাঝে, তাল হীন অব্যয়,
দুরন্ত স্বপ্নচারী আমি, নিরাকারে ক্ষীণ হই।।-
কিছু অপছন্দের 'আমি' টাকে,
পছন্দের মতো করে তুলতে আমি ভয় পাই...
সেরকম আমিটা হয়ে গেলে প্রলয় নিশ্চই...
এক প্রকাণ্ড মৃত্যুতে সেই রূপ এর জন্ম হয় ।
যে স্বাধে তুমি সেই বিরক্তি প্রকাশ করো...
কখনো বিরক্তির না আসার, যেনো আফসোস না করো...!
---- ইতি "বর্তমান"-
শেষ কিছু দুরন্ত পর্বের কথা,
কিছু অনাবশ্যক ভালোবাসার টান...
এই মর্মে অন্তিমে আজ মোর,
হৃদয় ভরা প্রেম-বিতান ।।-
অকল্পনীয় কাব্যপটে, হেথা বিরহের অঙ্গীকার..
চেনা মানুষের অচেনা জীবন, চিন্তনে নিরাকার ।
বিদ্রোহ কিছু আঙ্গার রূপে, হাসির খেলা খেলে,
চোখের নেশায় চাঁদেই মেতে, তাই জীবন যায় চলে ।।-
প্রাণ হতে তোমা, বেসেছি ভালো, আপন রঙের সংসারে...
তোমায় রাঙা দেখবো বলে, সাজিয়েছি মোর প্রেমের অহংকারে... ।।-
তোমার শেষ পরিহাস, কিংবা নৃশংস ঘটনার ছায়ায়...
আজও আমি তোমার প্রেমেই আছি, ভালোবাসার মায়ায় ।।-
অস্ত রবির কিরণ যখন, বিধ্বস্ত বোধ হয়..
তার পরেতেই নক্সীগাথায়, ওঠে দারুন প্রলয় ।।-