Nitesh Maji   (Moner Bioscope)
2.1k Followers · 2.2k Following

ভালোবাসা কি জানা যাক গভীরে গিয়ে,,,,
Joined 4 July 2020


ভালোবাসা কি জানা যাক গভীরে গিয়ে,,,,
Joined 4 July 2020
13 FEB AT 1:22

দুরন্ত স্বপ্নচারী আমি, নির্বোধ অবাধ্য,
ইতিহাস সাক্ষী, আমি সল্পেতে ভেদ্য..
মনে আশ, ভারী শ্বাস, কোলাহলে পিছুটান,
দুরন্ত স্বপ্নচারী আমি, সর্বোপরি সম্মান ।

রাত মাঝে, মনে সাঁঝে, বসন্তরা কথা কয়,
সেই হেথা, ঘুরপাক, চিন্তারা ব্যথা বয়..
নানা দিক, শেষ মাঝে, তাল হীন অব্যয়,
দুরন্ত স্বপ্নচারী আমি, নিরাকারে ক্ষীণ হই।।

-


22 OCT 2023 AT 23:44

কিছু অপছন্দের 'আমি' টাকে,
পছন্দের মতো করে তুলতে আমি ভয় পাই...
সেরকম আমিটা হয়ে গেলে প্রলয় নিশ্চই...
এক প্রকাণ্ড মৃত্যুতে সেই রূপ এর জন্ম হয় ।
যে স্বাধে তুমি সেই বিরক্তি প্রকাশ করো...
কখনো বিরক্তির না আসার, যেনো আফসোস না করো...!
---- ইতি "বর্তমান"

-


31 MAR 2023 AT 0:03

শেষ কিছু দুরন্ত পর্বের কথা,
কিছু অনাবশ্যক ভালোবাসার টান...
এই মর্মে অন্তিমে আজ মোর,
হৃদয় ভরা প্রেম-বিতান ।।

-


8 JAN 2023 AT 23:23

অকল্পনীয় কাব্যপটে, হেথা বিরহের অঙ্গীকার..
চেনা মানুষের অচেনা জীবন, চিন্তনে নিরাকার ।
বিদ্রোহ কিছু আঙ্গার রূপে, হাসির খেলা খেলে,
চোখের নেশায় চাঁদেই মেতে, তাই জীবন যায় চলে ।।

-


6 OCT 2022 AT 23:28

প্রাণ হতে তোমা, বেসেছি ভালো, আপন রঙের সংসারে...
তোমায় রাঙা দেখবো বলে, সাজিয়েছি মোর প্রেমের অহংকারে... ।।

-


2 JUL 2022 AT 1:15

তোমার শেষ পরিহাস, কিংবা নৃশংস ঘটনার ছায়ায়...
আজও আমি তোমার প্রেমেই আছি, ভালোবাসার মায়ায় ।।

-


25 JUN 2022 AT 0:02

অস্ত রবির কিরণ যখন, বিধ্বস্ত বোধ হয়..
তার পরেতেই নক্সীগাথায়, ওঠে দারুন প্রলয় ।।

-


2 JUN 2022 AT 1:29

ধীরে ধীরে মুছে যাবো, দেওয়ালের কালো ছাপে,
কিন্তু তুমি ঠিক রয়ে যাবে,
একখন্ড হৃৎপিণ্ড মাপে ।
রং হীন, ঝুল পড়া, কালিমালিপ্ত ভাঙ্গা ঘর,
দেখো একদিন তীব্র ঝড়, ধসে পড়বে
বেবাক এই কংক্রিটের শহর।।

-


24 APR 2022 AT 2:10

কিছু প্রেম আপন যত্নে, হৃদয়ে স্থান পায়,
সেই প্রেম হারায় সেদিন, যেদিন নিজে হবে ছায়...
বন্ধুত্বেও, কখনো না কখনো কিছু হয় বাঁধার,
সেথা প্রেমই হয় আলো, যেথা অবশিষ্ঠ আঁধার !
কিছু প্রেম ব্যতিক্রম , অবশ্যই হয় প্রিয়,
সেই কাব্যে কালি কলমের অংশ নেওয়ায় শ্রেয় ।।

-


23 APR 2022 AT 9:55

তুমি অল্প অল্প সত্যি, মিথ্যা কিছু গল্পে,
আমি তোমার সাথে বেঁচেছিলেম, তাই তোমার দেওয়া স্বল্পে...
বেঁছে ছিলেম এই জগৎ পরে, নতুন পুরনো সুখ..
আজ চাই হাসির পরে, দুই আপন অন্তর মুখ ।।

-


Fetching Nitesh Maji Quotes