আবার একটু শব্দ জমুক
নিরবতার খাতায়,
ছন্দ গুলো সাজিয়ে নেবো
অন্তহীন ঠিকানায়।-
✍বাংলা (স্নাতক ও স্নাতকোত্তর)।
✍আবেগী।
✍ব্যোম... read more
অচেনা চোখের দৃষ্টি মেখে রাত্রি দেয় পাহারা,
চিরায়ত এক বুক প্রেম হয় বিশ্বস্ত সাহারা।-
ডিসেম্বরের শহর জুড়ে
নরম রোদের উষ্ণতা ।
শীতের পরশ লাগল গায়ে,
প্রান খোলা এই স্নিগ্ধতা।
ডিসেম্বরের শীতের আমেজ
নরম রোদের বার্তা আনে,
পিকনিকের এই মরশুমে
আড্ডা হবে সবার সাথে।।-
রাখবে হাতে হাত,
কাটবে প্রত্যেক রাত।
আশ্রয়ের শেষ ঠিকানা,
হৃদয়ের গভীরে আর থাকেনা।
তোমার তুমিতে আজ ,
আমি মিশে হবো একেকার।
নিরব মনের মায়াজালে,
বাঁধলে এসে অসীম প্রেমজালে।।
-
হৃদয়ের ঠিকানা এখন দূর আকাশের শেষ প্রান্তে বন্দী,
ভালো মন্দের হিসেবের সাথে করে নিয়ে সন্ধি।
আফসোস গুলো আজও একইভাবে আশায় বেঁচে থাকে,
দিনের শেষে অশ্রু চোখে রঙিন স্বপ্ন আঁকে।।-
তোকে ছোঁয়ার বাহানা অনেক ,
অপেক্ষার প্রহরও প্রায় শেষ,
তুইও ছিলিস্ আনমনা, উদাসীন
অস্থির চাহনি চোখে পড়েনি কোনোদিন।
আজও আকাশে মেঘ করে, ঝড় ওঠে,
শুধু তোর নামের ঠান্ডা হাওয়ায়
মনকে শান্ত করে না!
দূরত্ব দায়ী ছিল না কখনোই
লুকানো আছে যা সময়ের আড়ালে,
ভালোবাসা মিথ্যে আজও
পরাজিত সময়ের ব্যবধানে।
আছে যা থেকে যাবে তা সময়ের অপর প্রান্তে
থাকব তখন অপেক্ষাতে ,
বাঁধব স্বপ্ন অন্য রূপে অন্য তোকে নিয়ে।
-
সৌন্দর্যের লীলাভূমি তোমার কাছে পরাজিত,
প্রজাপতির রঙিন পাখা প্রকৃতির অর্জিত।-
অপেক্ষার ও প্রাপ্তি ঘটে সবুজের রাঙ্গা নেশায়,
বিহঙ্গের লুকোচুরি চোখের পলকে হারায়।-
কারুর কাছে নিজেকে taken for granted করে দেওয়া মানে নিজের self respect- কে অপমান করা।
-