QUOTES ON #বুক

#বুক quotes

Trending | Latest
7 MAR 2019 AT 22:10

-


10 JAN 2022 AT 17:49

স্বপ্ন ঢেকে আলগোছে, সে
বুকে মশালে পুষতে জানে
ছারখার আমি হতে চাই
তার মারণমরুর গানে।

-


18 SEP 2020 AT 19:20

আড়াল করে রেখেছো আমায় সকল আঘাত থেকে,
শত বিপদে রক্ষা করেছো নিজের বুক পেতে।
আমার সুখ-দুঃখের ভার নিয়েছো তুমি,
ইহকাল পরকাল তোমাকেই মেনেছি আমি।
তোমার যা কিছু আমাকে দিয়েছো সব ই,
আমি দিলাম ভালোবাসা এক পৃথিবী।

-


20 APR 2020 AT 14:12

হাজার কান্না বুকে রেখে
প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে যে
খোঁজ করে দেখো তুমি
ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেও বড় অভিনেতা সে।।

-


25 FEB 2021 AT 2:11

যদি বুকের ভেতরের অন্ধকার বাইরে থেকে দেখা যেত!

-


1 APR 2019 AT 22:11

আকাশ ছুঁয়ে যায় মোহনার বুক,
কখনো সে ভালোবাসার টানে,
হাত রেখেছিল স্তনে,
সে এক অলীক সুখ।
আবার নবাগত সীমানা,
পেলো তার ঠিকানা,
ওই বুকের মাঝে মুখটি রেখে,
কি সুন্দর হাসছে মায়ের দিকে দেখে।

-


31 OCT 2021 AT 1:25

এমনই কোন এক পশলায়, হাতে হাত রেখো প্রিয়।
বৃষ্টি ভেজা তোমার বুকে একলা করে দিও;
চোখ ধাঁধানো গোটা শহরের, সোহাগ রূপের ছটায়,
আঁকড়ে ধরার মুহূর্তরা গল্প বুনে পাঠায়।

-


18 JUL 2019 AT 14:52

-------- বুক পকেট
আমার একটা আকাশ আছে ৷
যখন সবাই ঘুমিয়ে পরে তারাগুলো জেগে উঠে ৷
ছোট্ট করে ভাজ করে,আকাশটাকে বুক
পকেটে ডুবিয়ে রাখি আলতো করে ৷
পকেটে তো স্বপ্নগুলো দিনের বেলায় করে খেলা ৷
স্বপ্নগুলোর জোসনা দিয়ে আকাশটাকে রাঙিয়ে তুলি ৷
সবাই যখন ঘুমিয়ে পরে মাঝরাতে নিজ নিরে ,
জোসনাগুলো মেখে নিতাম শরীরটাও ডুবিয়ে নিতাম ৷
কেউ জানেনা বুক পকেটে আরো কিছু কষ্ট ছিলো ৷
কষ্টগুলো নিজ মনে জলত সে যে ক্ষণে ক্ষনে ৷
ছোট্ট একটা নদীও ছিল বুকপকেটের মাঝখানটে ৷
কষ্টগুলো জ্বলত যখন নদীর পানি আপন ধারায় ছুটতে তখন আবেগ হারায়

সাথে কিছু দুঃখ ছিল চুপটি করে বুক পকেটে থাকত সেতো নীরব
মনে ৷
নদীর পানি শুকিয়ে গেলেই দুঃখ তাকে ভরিয়ে তোলে ৷
লোনা পানির আপন ধারায় ছুটত নদী নিজ গতিতে ৷
আকাশটা আজ অনেক বর ৷ পুব আকাশে মেঘ জমেছে ৷ তারাগুলোও
হারিয়ে গেলো ৷ আকাশের
পানে তাকিয়ে দেখি জোসনাগুলোও নেই সেখানে ৷ আবার
কবে ভরবে আকাশ ?
জোসনাগুলো করবে খেলা ৷
আমি তখন সুখের ধারায় গুনবো আকাশে কয়টি তারা ৷

-


7 JUL 2022 AT 1:28

#havoc_রাত্রি

লিখতে চাই কবিতা
ঠোঁট দিয়ে তোমার বুকে।
লিখতে চাই কবিতা
ঠোঁট দিয়ে তোমার ত্বকে।

-


15 AUG 2019 AT 0:07

ঝগড়া শেষে থমকে যেতাম,
চাইনা আমার জেতার খেতাব।

তর্কের চেয়ে ভীষন সহজ,
তোমার বুকে ফেরার স্বভাব।

-