শঙ্খচিল   (শঙ্খচিল)
59 Followers · 5 Following

সবাই Follow করবেন,লেখা ভালো লাগলে like,comment দয়া করে করবেন ।
Joined 4 October 2020


সবাই Follow করবেন,লেখা ভালো লাগলে like,comment দয়া করে করবেন ।
Joined 4 October 2020
29 APR 2023 AT 22:27

কম চাওয়া কম পাওয়া কম আফসোস - জীবন সুন্দর।
যে শুধু নিয়েই যায়, সে ভালো খেতে পারে।
যে শুধু দিয়েই যায়, সে ভালো ঘুমাতে পারে।

-


28 MAY 2022 AT 10:47

গুটি কয়েক মন খারাপ দিয়ে যাস। হৃদয় আমি নিজেই ভেঙে নেবো।

-


16 FEB 2022 AT 4:06

আকাশের এই একটা বায়না ছিলো,
নিজের করে তোমায় কাছে পাওয়ার,
"সন্ধ্যা" অনন্ত মন কিনে নিলো;
আজকে সময় তাঁর ফিরে যাওয়ার।

মায়া ভরা চাঁদ,মায়াবিনী রাত আজ থাক।
কালকের মিষ্টি সকাল শুধু বিষাদময়,
নোনা জলে ভেজা মন, বলার শক্তি পাক;
আরও কিছু ক্ষণ না হয় থাকতে!প্রেমময়।

তোমার সাথে এবার দেখা মধুমালতির দেশে,
থাকলো শুধু চিরজীবি সুর কত কত।
ফুলে মোড়া তোমায় দেখে বিসর্জনের বেশে,
ইচ্ছে করছে চেঁচিয়ে বলি, এ পথ অবিরত।

কলেবরের শেষ আছে, কণ্ঠ কালজয়ী।
সেই কণ্ঠ গোটা জাতির অনেক আদরে কেনা।
কখনও শিল্পী, কখনও শান্তি কখনও বা সই !
মহীরুহের জীবন যায়, মৃত্যু দিয়ে চেনা।

তোমাকে সাজাতে তৈরি, কত মন,রজনীগন্ধা।
তারাদের দেশে সুরেই থেকো " সুন্দর স্বর্ণালী সন্ধ্যা "।

-


24 DEC 2021 AT 22:49

তুমি রাস্তা দিয়ে হাঁটবার সময় লক্ষ্য করবে,
ওরা তোমাকে দেখছে ;
না! সরাসরি নয়, লুকিয়ে দেখছে!
কেউ আবার হালকা গলায় বলছে,
" এই মেয়েটাই না! যার সাথে...."!
তারপর তোমার আকস্মিক চাহনি, ওদের থামিয়ে দেবে।
কেউ কেউ নিজের খুশির জন্য সোজাসুজি জিজ্ঞেসাও করবে ;
মিথ্যে সান্ত্বনার অ্যাসিড ছুড়ে মারবে তোমার শরীরে,
বলবে নষ্ট ! বলবে আরও কত্তো কী!!
আর শুধু ওরাই কেন !
কাছের মানুষের বদলে যাবে,চোখের সামনে খুব কাছের মানুষেরা ভেঙে পড়বে!
কিন্তু তুমি ভাঙবে না !
এসবের কোন কিছুই তোমাকে স্পর্শ করবে না ;
কারণ তোমার সম্মান এতো ছোট নয় যে সামান্য যোনি পথে তাঁর ঠাঁই হবে।
সেই যোনির রক্তক্ষরণ সেরে গেছে অনেকদিন;
তবে বুকের রক্তক্ষরণ আজও অবিরত।
আর এই দুই রক্তক্ষরণের সাথে লরাইটাও একান্ত তোমার !
তাই তুমি ভেঙে পড়বে না!
তুমি ঘুরে দাঁড়িয়ে তাঁদের চোখে চোখ রেখে বলবে;
" হ্যাঁ আমি ধর্ষিতা! আমার গায়ে স্পষ্ট জানোয়ারের থাবার ছাপ!
তোমার সোজা শিঁরদাড়া ওদের চোখে তলোয়ার
মনে হবে!
অহংকারের হাসিমাখা তোমার কথাগুলো;
ওদের চোখের কাঁপন কেড়ে নেবে।
তখন দেখবে তোমার পায়ের তলায় পড়ে আছে হাজারও ধর্ষকদের সম্মান
আর হাজারও ধর্ষিতা চিৎকার করে বলছে,
" আমাদের শরীরের ধর্ষণ হয়েছে আমার হয়নি !
আমাদের সম্মান অটুট! আমরা সাময়িক হেরে গিয়েও চিরকালীনের জন্য জিতে গেছি!"

-


25 NOV 2021 AT 17:22

আমাদের প্রথম দেখায়, আবেগ নদীর উথালপাথাল,
চারপাশে হালকা হাওয়ায়,বসন্ত অতিথি।
কত কত চোখ এড়িয়ে, আড়াল থেকে তোমায় দেখা,
মনে মনে লিখে ফেলা প্রিয় পরিণতি।

তারপর নিয়ম ভেঙে শব্দ কিছু কেনা বেচা,
অনামী সুযোগ খুঁজে হাতের ছোঁয়া হাতে,
প্রথম এই কাছে আসার, স্মৃতিটুকু আগলে রেখে,
দুজনেই ঘর পাতানোর স্বপ্ন আঁকি তাতে।

কথাদের পাহাড় ছোঁয়ার বায়না হঠাৎ হল শুরু,
যে যার নিজের কথায় জিতে যাওয়ার দাবি,
আমাদের এক তরফা বুঝিয়ে যাওয়ার বদভ্যাসে,
হাতছাড়া খেয়াল খুশির স্বপ্ন জয়ের চাবি।

এখন আর চকচকে দিন, বৃষ্টি রাত হয়না ভাবা,
নিজেরাই হয়েছি নিখোঁজ, মনখারাপের দিনে,
আগে যদি কান্না গুলো ফেরার কথা জানিয়ে দিতো,
ইচ্ছের জাহাজ ডুবি নিজেরই স্বাধীনে।

আমাদের বদলে গেছে জীবন বানান অনভ্যাসে,
পরিযায়ী অতীত আনে ঠোঁটের কোণে হাসি,
দুজনের মনখারাপের কারণ কোথাও এক হয় যায়,
দুজনে আলাদা হয়েও,বড্ড ভালোবাসি ।

-


20 NOV 2021 AT 10:47

ক্ষমতার জোরে যতই তুমি ফাঁদো পীড়নের ফাঁদ।
মাটির মানুষ সত্যাগ্রহে,জিতলো প্রতিবাদ।

-


3 NOV 2021 AT 19:13

আরাম পোহানো অনেক হল, তাই নিখোঁজ হয়েছে আনন্দরা।
আশপাশে স্থায়ী আলো, অন্ধকারটা সঙ্গীহারা।

হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন, সারা ক্লাস ঘরে হতাশা,খুশির রব।
খাতার কাগজ পাখাতে উত্তীর্ণ, চলে যাওয়া তেও সুখের অনুভব।

তারপরেই আচমকা ফিরে আসা, তাতেও ছিলো আরেকরকম খুশি।
ছোটবেলা মানে নিখাদ ভালোবাসা,এখন যদিও সিঁদুরে মেঘ পুষি।

বৃষ্টি দিনে নৌকা ভাসানো জলে, কাদা পায়ে সারা মাঠে ছোটাছুটি।
এখন এসব শব্দ বুনে চলে, এখন প্রিয় যন্ত্র - মানুষ জুটি।

বইয়ের অছিলায় হঠাৎ তাঁকে ডাকা, সেই বইটা নিজের কাছেও আছে।
উদ্দেশ্য একটু এগোনো চাকা, প্রেম নিয়ে চলে যাওয়া তার কাছে।

রাত জেগে চিঠি লেখা,ফিরতি চিঠির অপেক্ষা রাশি।
এখন সবাই ব্যাস্ত, একা; কীবোর্ড লেখে " ভালোবাসি "!

দাঁড়িয়ে থাকা চেনা গলির কোনায়, সে আছে হেঁটে আসা মেয়ের দলে।
এ মুহুর্ত অনেকদিন গোনায়, এসব ঘটে লুপ্ত মফঃস্বলে।

এসব অনেক আগের কথা, এখন দুনিয়া হাতের মুঠোয়।
এই যে যেটা আধুনিকতা, বিপদ ছুঁয়েছে নতুন ছুতোয়।

তাই আরাম খুঁজতে কষ্ট ছিল, আনন্দ ছিল ভীষণরকম।
এখন আরাম ভরিয়ে দিলেও, আনন্দটা বড্ড জখম।


শঙ্খচিল




-


31 OCT 2021 AT 1:25

এমনই কোন এক পশলায়, হাতে হাত রেখো প্রিয়।
বৃষ্টি ভেজা তোমার বুকে একলা করে দিও;
চোখ ধাঁধানো গোটা শহরের, সোহাগ রূপের ছটায়,
আঁকড়ে ধরার মুহূর্তরা গল্প বুনে পাঠায়।

-


26 OCT 2021 AT 0:28

ভালোলাগা দিয়ে পথ চলা শুরু,
সঙ্গী বলতে আবেগ মুখচোরা,
চোখের তখন বন্ধ কাটাকুটি,
মন তখন উন্মাদ দিশেহারা।
.
তারপর নিজে থেকে কথা বলা,
সেই প্রথম ঠোঁটের কোণে হাসি,
মেঘলা দিনে হঠাৎ শক্ত মুঠো,
দুজনেই যে বৃষ্টি ভালোবাসি।

তোমার খেয়াল খুশির বায়না,
আমার মিনিট খানেক রাগ,
তোমার জাপটে ধরে প্রেম,
আমার বিরুদ্ধতার বিভাগ।

তোমার রাতের শহর প্রিয়,
তাই একসাথে হেঁটে চলা,
আমার হাতে আচমকা টান,
ঠোঁটেদের কথা বলা।

ভাবছো এসব পুরোনো স্মৃতি,
তোমায় ভাঙার জন্য লেখা?
লেখা মুছে ফেলে ব্যাক স্পেস
তোমার হবে না অতীত দেখা।

শঙ্খচিল













-


24 OCT 2021 AT 2:22

সম্পর্ক হেরে যায়,জিতে যায় অভিমান।
দোষারোপের খেলাই লেখে, দূরত্বের বয়ান।

-


Fetching শঙ্খচিল Quotes