AB Ayan   (AB Ayan)
112 Followers · 70 Following

read more
Joined 19 September 2017


read more
Joined 19 September 2017
9 AUG 2021 AT 22:53

আসুন আসুন, বসুন, এক মিনিট হ্যা এক্ষুনি চা টা নিয়ে আসছি। এই নিন।
আসতে কোনও অসুবিধে হয় নি তো।
আপনি কী বলবেন বলছিলেন!
কি বিয়ের পর চাকরি ছেড়ে দিতে হবে!
কিন্তু কেনো?
আপনার পছন্দ নয়, একটু ভেবে দেখুন আমি চাকরি করলে তো আপনার পাশে দাঁড়িয়ে ,আপনাকেও সাপোর্ট করতে পারব। আমার সপ্ন ছিল চাকরি করে আত্মনিরভর হওয়া। তাই এতো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এই চাকরি তা পেয়েছি। না না এটা আমি ছারতে পারব না।
কি তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না!
বেশ তবে তাই হোক , আমি আজই বাড়িতে জানিয়ে দেবো এমন নিচু মান্সিকতার মানুষকে আমি বিয়ে করতে পারব না।

-


29 APR 2021 AT 20:21

আমি দেখলাম, আবারো দেখলাম,
দেখতে বেশ ভাল লাগছে। এই অবসর অলস দিনে, যখন চারিদিকে হাহাকার,ধোঁয়াশা।
তখন ঠোঁটের কোণে একটু হাসি এলো, তাই আবার দেখলাম।তোমাকে। বেশ ভাল লাগছে।
আর কি বা করতে পারি বলো, এতদুরে থেকে শুধু মনটাকেই কাছে রাখতে পারি,সেই মন থেকেই নিখাদ ভালবাসা দিতে পারি। এই দুর্দিনে কার কখন কী হবে জানি না, তবে আশা করবো দুটো মন যেন একদিন এক কাছে বসে মনের কথা বলে, চায়ের কাপে চুমুক দিতে দিতে।

-


8 OCT 2020 AT 13:33

গল্প গুলো রাখা থাক,
যেটুকু আছে বাকি।
এখন শুধু সুখের খোঁজে
কয়েন জমিয়ে রাখি।

-


8 OCT 2020 AT 13:24

জীবনে প্রথমবার কাউকে চিতায় তুলে বুঝলাম এই শরীরটার কোনো ইচ্ছে নেই, সবই আত্মার ইচ্ছা। আত্মা দ্বারা পরিচালিত এই শরীরের সাথে আত্মার বিচ্ছিন্ন হবার নামই মৃত্যু।হয়তো আবার কোনো শরীরের সাথে মিলে নতুন গল্প লেখার নামই পূনঃজীবন।

-


20 SEP 2020 AT 15:40

২৫ বছর পার করে আজ আমি সম্পর্ক ভাঙতে শিখে গেছি। মন না থাকা সত্ত্বেও কত কাজ করে চলেছি, দায়িত্ব পালন করে চলেছি। আসেপাশে ঘটা বিভিন্ন ঘটনা,মাকরসার জালের মত ছরিয়ে থাকা ফান্দ গুলি কিছুটা বুঝতে শিখেছি। শুধু নিজের আবেগ কে এখনও বশ করতে পারিনি, হয়তো করে ফেলতে পারি শিগগির। তারপর হয়তো এই ছোট্ট আমি এত বড় জগতের কোথাও একটু দাগ কেটে যাব।

-


7 SEP 2020 AT 20:10

সে কিছু বলে না, কিন্তু তার আচরণ বলে দেয় সে কি চায়। তার অপেক্ষারত চোখ যেন কত প্রশ্ন ছুঁড়ে দেয়। কিন্তু সে কি চায় তা আমি আজও বুঝিনা। সে কি আমায় চায়, নাকি আমার সংগ চায়,বুঝিনা বাপু। সে কিছু বলে না।
আমি তো খুব খোলামেলা,আমার কি পছন্দ ,তাকে সবই বলেছি। আমার পছন্দ মতোই সে সাজে কখনো কখনো, কিন্তু আমার জন্যই কি সে সাজ,আমি জানি না, সে কিছু বলে না।বৃষ্টি দিনে তাকে বিচলিত হতে দেখি,গোধূলি সন্ধ্যায় যেন অভিমানের ছাপ, সে কি চায় আমি জানি না, সে কিছু বলে না।
তার কাঁধে হাত দিলে সে মাথা এলিয়ে দেয়, তবে কি আমার হাতের আদর চায়, পায় তো তাই, অনেক সময়। কিন্তু এটাই কি চায় সে,আমি বুঝিনা, সে কিছু বলে না।
কাজের ফাঁকে,অবসরে,মনে পড়ে।
দেখেছি তাকে চোখ ভরে,
তার উজ্জ্বল চোখ,পলক,কতো প্রেম সামিল।
আর ভালো লাগে তার ঠোঁটের পাশের তিল।

-


18 AUG 2020 AT 9:36

আকর্ষণের কাছে কিছুটা নিরুপায়,
ইচ্ছা অনিচ্ছায় মন ভয় পায়।
সম্পর্ক ,কর্তব্য, দায়িত্ব ,জ্ঞান,
ক্ষনিকের জন্য উধাও হয়।
ভীষণরকম পোড়ে দগ্ধ মন,
অনুশোচনায়,অতীতের ঘটনায়।

-


11 AUG 2020 AT 22:59

Ae khuda, jada kuch na chahiye tujse,
Bas mujhe apni manzil ka rasta baata de,
Jitna, harna wo to mere karmo par hai,
Tu baas mujhe ladne ka housla de de.

-


8 AUG 2020 AT 22:43

আমার যত দুস্টুমিতে তুমি,
ছিলে,আছো আমার সঙ্গে।
বরফগলা জলে তুমি আমি
স্তব্ধ, উষ্ণতার প্রসঙ্গে।
বন্ধন ছাড়া মেতে উঠি,
নব যৌবনেরই ছন্দে।
কাছে নেই তবু যেন আছো,
আমার দুহাতে তোমার ঐ গন্ধে।

-


24 JUL 2020 AT 22:38

তোমার থেকে মুখ ফিরিয়েছি,
তুমি যে আমার না বুঝে গেছি।
আমার মনে আজও উষ্ণতা আসে,
একাকী বসে খাতায় লিখি তা গুনে।
কেও যে আসে না আমার মন খারাপের দিনে।
আফিম সম গন্ধ তোমার বাতাসে,
ভাসায় আমায় ওই স্বপ্ন আকাশে।
আজও মনেতে কেও স্বপ্ন আঁকে,
রংতুলিতে শরীর ছুঁয়ে যায়,দেখি অণুবীক্ষনে।
কেও যে আসে না আমার মন খারাপের দিনে।

-


Fetching AB Ayan Quotes