Srimati Tumpa Nayek   (~শ্রীমতি টুম্পা~)
683 Followers · 53 Following

read more
Joined 31 August 2020


read more
Joined 31 August 2020
13 HOURS AGO

শুধু পথপানে চেয়ে থাকা
অপেক্ষায় কেটে যায় সময়;
বিচ্ছেদে শুধু বিরহ আঁকা
দূরে যাওয়া তো নয়।
সরে সরে যাও যত
ততই যেন কাছে আসা;
অবহেলা, উপেক্ষারা
বলে যায় ভালোবাসা।

-


19 AUG AT 16:49

ভুলে যাওয়া সহজ নয়
বিনিময় হয়ে গেলে মন;
ছেড়ে গেলেও রয়েই যায়
হৃদয়ে - জায়গা মতন।
প্রেমে পড়া স্বভাব আমার
নতুনকে করি সাদরে গ্রহণ;
প্রথম প্রেম হই না বিস্মৃত
হৃদয়ে রয় জায়গা মতন।

-


18 AUG AT 20:43

প্লাস্টার খসে পড়ে
চৌকাঠে শ্যাওলা;
বাড়িটা অপেক্ষা করে
বহুদিন একলা!

ঘরের লোক গিয়েছে প্রবাসে
নেহাতই পেটের টানে;
সম্মানের চেয়েও খিদে বড়
ভুক্তভোগী তা ভালোই জানে।

-


18 AUG AT 19:35

আমি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি
নিভে যাচ্ছে সব সম্পর্কের আলো!
সম্পর্কে থেকেও যদি আলাদা থাকতে হয়
তাহলে একলা থাকায় তো ভালো।

আমি সবার থেকে আলাদাই থাকি
আমাকে তেমন পড়ে না কারো প্রয়োজন!
অর্থ যদি হয় ভালোবাসার মাপকাঠি
তবে আমার নেই কোনো আপনজন ॥

-


17 AUG AT 8:39

মায়েরা তার সন্তানকে কৃষ্ণ সাজায়
বেশ ভালো লাগে দেখতে
শিশুগুলোও খুব মজা পায়।
তাদের ভেতরের কংস তখন ঘুমিয়ে থাকে
যেই মায়েরা সন্তানের দোষ ঢাকতে শুরু করে
অমনি কংস জেগে ওঠে, কৃষ্ণ হারিয়ে যায়
তখনই জন্মাষ্টমী মিথ্যে মনে হয়।

কৃষ্ণ মানে শুধু সুন্দর রূপ নয়
কৃষ্ণ হল বিচার
সেই বিচারের হাল মন জমিনে চালাতে হয়।

-


16 AUG AT 19:25

হে কৃষ্ণ!ভুলেছো কি তব আশ্বাস বাণী ?
দিয়েছিলে যা শ্রীমদ্ভগবদগীতায়;
বলতে পারো? ধর্ম আর সইবে কতো
অ-ধর্মীরা অনায়াসেই জিতে যায়।
জন্মাষ্টমী তিথি আসে আর যায়
বছর বছর লোকেরা উৎসব মানায়
আমি তোমার অপেক্ষায় থাকি অনুক্ষণ ;
বাঁশি নয়,অসি নিয়ে এসো প্রভু
দুর্যোধন দুঃশাসনে ছেয়ে গেছে দেশ
দ্রোপদীর আর্জি, করো তাদের মস্তক ছেদন।

-


15 AUG AT 14:24

দেশটা যদি স্বাধীন তবে
কিসের এতো লড়াই?
নারীর সম্ভ্রম লুন্ঠিত রোজ
শিক্ষা মিশেছে ধুলায়!

নিজের শত্রু নিজেই আমরা
বিদেশি শক্তি থোড়াই;
ক্ষমতাসীনদের লাল চোখ
এখনো আমরা ডরাই!

দেশটা যদি স্বাধীন তবে
কিসের এতো লড়াই??

-


13 AUG AT 23:56

শুকিয়ে যাওয়া ফুল আর
ছেড়ে যাওয়া ভালোবাসা
জমিয়ে রাখতে নেই
এরা নতুনের পথের
প্রতিবন্ধকতা।

-


13 AUG AT 19:31

অনভ্যাসে ভুলেছি পথ চাওয়া
মন গ্যালারিতে ঝাপসা কিছু ছবি ;
পুরানো ক্যালেন্ডার কেইবা জমিয়ে রাখে
স্মতির দেরাজে তলিয়ে যায় সবই -
'শেষ দেখা ' বলে কিছুই নেই জন্মান্তরের দেশে।

-


13 AUG AT 15:12

আমার যত খুচরো পয়সার হিসাব ,
তবু প্রতিমাসেই বেড়ে যায় দেনা!
রাস্তার জমা জলে ডুবে যায় হাটু
অভিভাবকের তাতে চোখ পড়ে না!
স্কুলঘরে ভর্তি, খালি বেঞ্চ --
অথচ চায়ের দোকানে ভিড় জমে;
শরীরের তিল থাকে না গোপন
ভাইরাল হয় ইনস্টাগ্রামে।

-


Fetching Srimati Tumpa Nayek Quotes