Srimati Tumpa Nayek   (~শ্রীমতি টুম্পা~)
682 Followers · 53 Following

read more
Joined 31 August 2020


read more
Joined 31 August 2020
YESTERDAY AT 8:10

নেওয়ার সময় প্রসারিত হাত, দেওয়ার বেলায় মুঠো;
হৃদয়ে বসে আছেন জগন্নাথ, সত্যি কি তিনি ঠুঁটো?

-


YESTERDAY AT 0:27

কিছু কথার সুর নেই
ভীষণ চড়া স্বর;
ওদের নেই কোনো লয়
মারে যেন চড়।
সেই বিষে মোড়ানো কথা
দেয় তীরের মত ছুঁড়ে;

কথায় সুর বসিয়ো প্রিয়
হোক ব্যথা,দিও যত্ন করে।

-


4 JUL AT 21:19

আজ আমার রূপ নেই বলেই
হয়তো গুণগুলোও মূল্য পায় না !
কিন্তু অনেকেরই দেখি,
শুধুমাত্র রূপের জোরেই
বদগুণগুলোও চাপা পড়ে যায়।
কিন্তু আমার তাতে দুঃখ নেই
কেননা আমি তো জানি,
সময়ের সঙ্গে রূপ ক্ষয়ে যায়
আর গুণ ক্রমশই বৃদ্ধি পায়।

-


4 JUL AT 0:15

দীর্ঘদিন আনসিন হয়ে
পড়ে থাকা মেসেজটাও
জানে, এই জগতে -
সত্যের দাম কতটুকু!

-


3 JUL AT 23:37

যখন কথা বলতে বা শুনতে
কোনোটাই ভাল্লাগবে না তখন
গানের সুরে মনকে ডুবিয়ে রাখো।

-


3 JUL AT 12:37

জীবনের কঠিনতম মোড়ে কেউ ছেড়ে দেয় হাত
আবার কেউ বা আগলে নেয় তার সর্বস্ব দিয়ে ;
বন্ধু তাকেই বলো, যে দুঃখের দিনে দেয় সাথ।

-


3 JUL AT 8:38

নদী আর আমি একই রকম বয়ে চলি।
তফাত হলো,
নদী তার লক্ষ্য জানে;
আর আমি খুঁজে বেড়াই জীবনের মানে...

-


3 JUL AT 0:43

বৃক্ষ চারা আর মানব চারা
দু'জনেরই সম্ভাবনা কতো;
বৃক্ষ চারাটি যথারীতি গাছ হয়
মানব চারাটিও হতে পারতো।
কিন্তু সে অতি মানব হতে গিয়ে
কি যেন এক হয়ে যায়।

-


3 JUL AT 0:09

এক মেঘের কতই না রূপ
যখন ঘন কালো হয়ে থাকে
তখন খুব গম্ভীর লাগে ওকে।
মনে হয় মনখারাপে মুখভার।
আকাশের ঈশান কোণে দাঁড়িয়ে থাকে
ঠিক আমি যেমন মনখারাপের সময়
ছাদের এক কোণে গিয়ে বসি।
আবার কখনো দেখি ঘন নীল -
মনে হয় গভীর চিন্তায় মগ্ন,
ঠিক যেন দার্শনিক কোনো।
কখনো আবার সাদা তুলোর মতো
উড়ে উড়ে বেড়ায় ইতস্তত;
তখন মেঘের গায়ে ফুটে ওঠে ছবি
কখনো চরকা কাটা বুড়ি,
কখনো আবার রবি ঠাকুরের মতো।

-


2 JUL AT 14:43

ঠকতে ঠকতে শিখে গেছি
অসময়ে সঙ্গ ছাড়ে ছায়া।
পৃথিবীতে কেউ কারো নয়
সবই দু'দিনের মায়া॥

-


Fetching Srimati Tumpa Nayek Quotes