Srimati Tumpa Nayek   (~শ্রীমতি টুম্পা~)
647 Followers · 53 Following

আমাকে চিনি না আমি, চলছে নিরন্তর খোঁজ,
নিজের সম্পর্কে ধারণা গুলো পাল্টে যায় রোজ।
Joined 31 August 2020


আমাকে চিনি না আমি, চলছে নিরন্তর খোঁজ,
নিজের সম্পর্কে ধারণা গুলো পাল্টে যায় রোজ।
Joined 31 August 2020
11 HOURS AGO

ফেলে আসা স্মৃতি,
আনন্দের হোক কিংবা দুঃখের
স্মৃতি সবসময়ই মধুর।
আগলে রাখি বুকের ভেতর
কখনো হাসি কখনো কাঁদি
স্মৃতিদের কাছছাড়া করিনা, করিনা দূর।

-


14 HOURS AGO







-


30 APR AT 23:53

বুক জুড়ে অপেক্ষারা ক্লান্ত হয়ে ফেরে
পদধ্বনির ধন্দে বারবার ছুটে যায় দ্বারে!
মনের কপাট খোলা পড়ে থাকে রাত্রিদিন
বুদ্ধি তার প্রকট হলেও হৃদয় বড়ই দীন!

ঐ বুঝি ফুটেছে ফুল ভরেছে বাগান
ঐ বুঝি প্রাণ ভ্রমরের হয়েছে আগমন!



-


30 APR AT 0:51

একদিন হয়তো তোমারও রিপ্লাই দিতে ইচ্ছে হবে
কিংবা বিশ্রী কণ্ঠস্বর টা শোনার খুব ইচ্ছে হবে।
হয়তো তখন কারুর দ্বারা বিরক্ত না হতে পেরে
বিরক্ত লাগবে। কিন্তু সেদিন তোমার আপসোস
ছাড়া আর কিছুই করার থাকবে না।

-


27 APR AT 20:48

গাছ থেকে পড়লো ঝরে
বেনামী এক ফুল,
ফুলদানিতে সাজিয়ে রাখার
কোরোনা তুমি ভুল।
সেই ফুলটা ধুলোয় মিশুক
পচে গিয়ে গন্ধ ছাড়ুক,
তোমার হৃদয়ের ফুলদানিতে
পারিজাত সুগন্ধ ভরুক।

আমি তো এক বেনামী ফুল
বাগিচা থেকে ত্যাজ্য,
ভালোবাসার করোনি ভুল
তাই করেছো বিভাজ্য!

-


27 APR AT 1:52

নতুন পাতায় নতুন মুকুল
নতুন কুঁড়ি নতুন ফুল,
পুরাতন পাতা ঝরে গেছে যা
মনে রাখার কোরোনা ভুল।
নতুন পাতায় নতুন গল্প
নতুন ধারার নতুন স্বাদ,
বস্তাপচা ইতিবৃত্ত যত
স্মৃতি থেকে দিয়ো বাদ।
নতুন পাতায় নতুন স্বপ্ন
নতুন মানুষ নতুন রং ,
কথা দিয়ে কেইবা রাখে
তুমিও ভুলেই যেও বরং।

-


23 APR AT 9:13

বুকের ভেতর পাহাড় পুষি
চোখের মধ্যে নদী,
তুমি যে আমার কতখানি
বোঝাতে পারতাম যদি!

যতবারই বলতে গেছি
ব্যর্থ - নিরুপায়,
এই পৃথিবীতে ভালবাসা
সবচেয়ে অসহায়!

-


22 APR AT 20:57

কলমের রূপকথায় শব্দেরা সৈনিক
ভাবনার নৌকায় পৌঁছে যায় ঠিক
গন্তব্যস্থলে।

কলমের রূপকথায় শব্দেরা বর্ম
নির্ভয়ে রক্ষা করে চলে ধর্ম
কবিতার ছলে।

কলমের রূপকথায় শব্দেরা অব্যয়
------- পরম ব্রহ্ম - চির অক্ষয়
যুগান্তরের ওপারে।

-


22 APR AT 20:20

"আনসিন মেসেজ"
কথাগুলো আটকে গলায়
জিহ্বা আড়ষ্ট,
আঙুলের প্রতি কড়া শাসন
মনকে দিয়ে কষ্ট।
পুরানো মেসজ মুখস্থ খুব
শেষের টা আনসিন;
ডিপির ছবিটা হাসে না আর
কখনো ব্ল্যাঙ্ক কখনো উদাসীন!
একটি রেখায় গিয়েছিল মিশে
উত্তর ও দক্ষিণ;
সময়ের সংলাপ নিয়েছে ব্রত
মৌনতা কি সমিচীন!!

-


21 APR AT 21:20

গ্ৰামের সেই তন্বী মেয়ে
সাদাসিধে সরল,
জানে না সে কথার ভাঁজেও
থাকে বুঝি গরল!
যখন যা মনে আসে
তাই বলে মুখে,
শহরে নাকি হয়না এমন
বলে সবাই মেপে!
কথার আবার মাপকাঠি
শুনতে ভারী অদ্ভুত,
বিশ বছরেও শেখেনি সে
তাই হয়ে গেছে নিশ্চুপ!

-


Fetching Srimati Tumpa Nayek Quotes