বাসি ফুল ফেলে দাও
ফুলদানি সাজাও টাটকা ফুলে;
পুরানোকে কেউ চায় না
নতুন কোনো বন্ধু পেলে।
-
নিজের সম্পর্কে ধারণা গুলো পাল্টে যায় রোজ।
read more
নবমীর নিশি কাঁদছে বসি ঝাড় লন্ঠন গুলো ম্রিয়মাণ ;
আকাশের চাঁদ করুণ বিষাদ বাতাসে বেহাগের তান।
আনন্দের তিথি দ্রুত অতি যেন হয়ে গেল প্রবাহিত ;
রাত পোহালেই চোখের জলে উমার বিদায় অবধারিত।
মেনকার মন বড়ই উচাটন মিনতি জানায় মহেশ্বরে ;
কিইবা ক্ষতি যদি সতী দুটো দিন থাকে বাপের ঘরে।-
হাতে হাত রাখো শুধু, বোলো না কিছু মুখে;
প্রতিশ্রুতি দিয়েছিল যারা, ভেঙে গেছে অনায়াসে।-
যদি বলি তোমার সাথে একই নৌকায় ভেসে যাবো নিরুদ্দেশে
এই গোধূলি বেলায়;
তুমি কি গড় রাজি হবে তাতে? আসবে না ভালোবেসে?
ফিরাবে কি অবহেলায়?-
অন্তমিল হীন চরণ গুলোও
গদ্য কবিতার তকমা পায়।
আমার একটু ছন্দ কাটলেই
সমাজে কেন নিন্দা হয়??
-
দেবী দুর্গার অকালবোধন
রাবণ বধ তার মূল কারণ।
অষ্টমী ও নবমীর সন্ধ্যিক্ষণে
দেবী মায়ের আবাহনে
রামচন্দ্রের জয় জয়কার;
এসবের পিছনে আছেন যিনি
শ্রীরাম ছাড়া যে ভাবেনি আন
নিচ্ছো না যে নামটি তার!
অসুরটাও পাচ্ছে পুজো
হাজার হোক সে মায়েরই ছেলে;
অগ্নি পরীক্ষা মানেই সীতার নাম!
এই কনসেপ্ট টা কি বদলাতে পারলে??
-
চিঠি লেখা কি খুব জরুরি?
মেসেজ কিংবা ফোন?
তোমার সাথে মতের অমিল অনেক
তাই বলে কি মন??-
নদীর চরে একগুচ্ছ কাশ— যেন অসহায়
ভোরের শিউলি, লেপ্টে যায় কাদায়।
দূরে কোথাও একটা আর্তচিৎকার,
ক্রমেই মিলিয়ে যায়!
ঢাকের আওয়াজ আর ঘণ্টার ধ্বনি—
বাঙলার আকাশ বাতাস মুখরিত হয়।
এরই মধ্যে মায়ের বোধন সম্পন্ন;
বছর পরে মা এসেছেন,
খবরের কাগজ? সে তো রোজই ছাপা হয়।।-
দুঃস্বপ্ন কেউ মনে রাখে না
যখন সূর্য ওঠে নতুন ভোরে;
অতীতকে তাই ছুটি দিয়েছি
কঙ্কাল তুলি না কবর খুঁড়ে।-
জানি, অতীত সবসময় বেদনার হয় না
কারো কারো সুখও থাকে স্মৃতিতে;
আর আমি হলাম সবেতেই ব্যতিক্রম
মনেও আনতে চাই না পিছনের সময়কে।
সে যেন এক দুঃস্বপ্নের মতোই
আর দুঃস্বপ্ন দেখতে কারইবা ভালো লাগে?
যদিও দিনের পর এখনো রাত্রি নামে
আমার জন্য অমাবশ্যাতেও চাঁদ জাগে।
তাই দুঃস্বপ্ন গ্ৰাস করতে পারে না আমায়
অতীতকে ছুটি দিয়ে জীবনের খাতায়
লিখেছি এক নতুন অধ্যায়।
-