Srimati Tumpa Nayek   (~শ্রীমতি টুম্পা~)
676 Followers · 50 Following

read more
Joined 31 August 2020


read more
Joined 31 August 2020
29 APR AT 8:35

তুমি যদি নিশ্ছিদ্র দরজায় ছিটকিনি লাগিয়ে রাখো
জানালার সব কাঁচ ঢেকে দাও কালো পর্দায়
আকাশ থেকে সূর্য নেমে নিরবে দাঁড়িয়ে থাকে
তোমার একটুখানি আলগা দেওয়ার অপেক্ষায়।
ফাঁক ফোকর পেলেই ঢুকে পড়ে সে
ঘরে, বারান্দায় -- ধীরে ধীরে প্রবেশ করে মনে
ষড়রিপু আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে তোমায় আমায় -- সমস্ত পৃথিবীকে
তবু আলোর ফেরিওয়ালা এভাবেই নিরবে দাঁড়িয়ে থাকে
ফাঁক পেলেই ঢুকে যায় ঘরে, বারান্দায়
ধীরে ধীরে মনে।

-


29 APR AT 7:35

সে বুঝি আগে থেকেই জানতো,
বুঝিবা তার অনুরাগ আমারও আগে;
তুমি আকাশকে বাইরে কেন দেখো
আমার আকাশ বুকেই জাগে।

-


12 APR AT 18:59

হাজারের টোপে সহস্রাধিক হাজার
সরলা তুমি অবুঝ!
কিশলয় অকালে পড়লো খসে
কাঁদছে মেকি সবুজ!!

-


8 APR AT 11:44

যে পাখির ডানায় ডানায় আকাশ লেখা আছে
সে কি কখনো বাঁধা পড়ে মোহ - মায়ার কাছে।
যতই হোক তা পরিপাটি,
যতই থাকুক নিরাপত্তার আশ্বাস;
গণ্ডিতে পাখি দেয় না ধরা
পরমে তার পরম বিশ্বাস।

-


12 MAR AT 19:53

প্রিয়জনের সংখ্যা বেড়েছে অনেক
সবই ঐ সোস্যাল মিডিয়ার লিস্টে;
হাতের উপর ক'জন রাখে হাত
যখন থাকি নিদারুণ মন কষ্টে।

-


11 MAR AT 20:14

অন্ধকারে হেঁটে আসা পথের খানাখন্দ গুলো আমার খুব চেনা। কিন্তু সাবধান করলেও তুমি শুনবে না জানি। কেননা তোমার হাতে আলো আছে।

-


8 MAR AT 19:54

যেখানে ঈশ্বরের অর্ধেক জুড়ে আছে নারী
শক্তিও কিন্তু শিব ব্যতীত শূন্য;
সেখানে কেউ কারোর চেয়ে ছোট বা বড় নয়
নারী ও পুরুষ একে অপরের জন্য।

-


24 FEB AT 20:31

চাঁদের আলো আর লাগে না ভালো
পূর্ণিমার রাত ঘন অন্ধকার!
আমি হাতড়ে বেড়াই সেই মুহূর্ত গুলো
বুকের ভেতর শুধু হাহাকার!!

-


13 FEB AT 19:26

মনের বাগানে ফোটে না গোলাপ
ক্যাকটাস হয়ে আছে কতশত;
খুশি গুলো পরিযায়ী বলেই হয়তো
ব্যথা পেতে হয়ে গেছি অভ্যস্ত।

-


12 FEB AT 19:41

ডানায় ভর করে উড়ে যায় পাখি
কেউ কেউ স্বপ্নেও ডানা পোষে দুটি
কল্পনায় অবাধ হলেও বাস্তবে ঝুঁকি।
কদিন আগে ডানা নামে এসেছিল এক ঝড়
যে মানুষ ও পাখির ভেঙেছিল বহু ঘর।

-


Fetching Srimati Tumpa Nayek Quotes