জীবন সংগ্রাম
শহরের একদিকে চোর-ডাকাতদের বাস
অপর দিকে কিছু মানুষ সংসার চালাতে ক্লান্ত আজ।
জীবন যুদ্ধে টিকে থাকা হয়ে গেছে দুস্কর,
তাও কোনো চিন্তা চেতনার হয় নি সংস্কার।
যন্ত্রনা বুকে চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার,
রাজা মহারাজার কি আসে যায়, তাতে কান দেওয়ার
কাজ হারিয়ে পাচ্ছে না কাজ,হচ্ছে না চাকরি
সবাই শুধু ভাষণ দিয়ে যায় ,পারো তো না আর কি?
কি করে তারা বেঁচে থাকবে ভেবে হয় আত্বহারা
মানসিক আঘাত পেয়ে শেষে সব মোহ ত্যাগ করা।
-
স্বপ্নপূরণ
স্বপ্নে থাকি বিভোর হয়ে ,
কবে পাবো সেই ধন।
অনবরত হন্যে হয়ে ,
ছুটছি অবিরাম।
আশায় আশায় বুক বাঁধি,
হবে সেই দিন।
ভেসে যাই স্রোতের বেগে,
হয়ে অসীম ঋণ।
কিছুই পারি না করতে ,
শুধু ভেবে হই সারা।
কিভাবে উঠে দাঁড়াবো ,
এই আমার তাড়া।
তবুও যেন থামি না ,
কিছু তো হবে।
হয়েও হয় না কিছু,
সবকিছুই যায় ক্ষোভে।
তাও আমার তীব্র আশা,
বেড়া-জাল করবো ভেদ।
শেষ পর্যন্ত লড়াই করে,
স্বীকৃত হবে আমার জেদ।
-
এক পলকে একটু দেখা....
সেদিন দেখেছি তোমায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে
মনে মনে এঁকেছি রঙিন ছবি এই ক্যানভাসে।
চুল সরিয়ে তুমি যখন হেসেছিল স্নিগ্ধতায়
হৃদয় হরন হয়েছিলো সেই ললিত বিমুগ্ধতায়।
তোমার অমলিন মায়ায় ছুটেছিলাম পিছু
কিন্তু অধরা স্বপ্ন কি ধরা দেয় কিছু?
একরাশ ভালোলাগা স্নেহের কি পরশে
নিভৃত্যক্ষণে হৃদস্পন্দন বহমান মৃদু তরসে।
ব্যাস্ত জীবনে কেটে যায় দিন সময় হয় ক্ষীন
তারপর আর মুখোমুখি হয় নি কোনোদিন।
এক পলকে দেখা ছবি হয়ে গেছে মলিন
মায়াবী মুখখানি সময়ের সাথে হয়েছে বিলীন।
-
স্মৃতির বয়স হয়,
শরীরে বাড়ে দেহের ক্ষত ;
ভুলে যায় মন বৃষ্টি,
জমানো জীবনে অপেক্ষা কত!?-
আধুনিকতায় মিশে আছে প্রতারণার ঢেউ;
পাগলিটা মা হয়েছে ,বাবা হয়নি কেউ।-
সবাইকে শুভ নববর্ষের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
নতুন বছরে সবার সবকিছু ভালো হোক।
-
হাতে যদি হয় টাকা, হাতে যদি টাকা হয়,
ঘোরে তবে ভাগ্যের চাকা। ক্ষমতায় যায় থাকা।
হাতে যদি হয় টাকা, হাতে যদি টাকা হয়,
বাড়ি ঘর হয় পাকা। বনের বাঘ ঘরে থায়।
হাতে যদি হয় টাকা, হাতে যদি টাকা হয়,
গুলশানে হয় থাকা। সব দোষ ঢাকা যায়
হাতে যদি হয় টাকা, হাতে যখন নাই টাকা
কবর খানা হয় পাকা। সবকিছু ফাকা ফাকা।
হাতে যদি হয় টাকা, তখন তুমি বড় একা।
জীবন চলে ঝাকানাকা।
হাতে যদি টাকা হয়,
ক্ষমতায় যাওয়া যায়।
হাতে যদি টাকা হয়,
হয় কাজ নয় হয়।
হাতে যদি টাকা হয়,
বন্ধুর অভাব নাই।
হাতে যদি টাকা হয়,
ভালবাসার অভাব নাই।-
ফুল ছিঁড়ো না অকারণে থাকনা ওরা গাছে
দেখছো নাকি ডগমগিয়ে হাওয়ায় কেমন নাচে ।
প্রজাপতি আসছে ছুটে রঙীন পাখা মেলে
ওদের সাথে তাল মিলিয়ে ওরাও কেমন দোলে !
ফুলের উপর বসছে ওরা ফুলের সংখ্যা বাড়ে
ফুলগুলি সব খুশি হয়ে মিষ্টিসুবাস ছাড়ে ।
ফুলের বাসে বিভোর হয়ে মৌমাছিরা ধায়
ফুলের বনে আপন মনে গুঞ্জরিয়া গায় ।
ওদের মাঝে এই মিতালি যেন চিরকালই বাঁচে
ফুল ছিঁড়ো না অকারণে থাকনা ওরা গাছে ।-
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা-