থাকছি এখন পৃথক হয়ে,পুড়ছে মনের চিতা।
তোমায় ছাড়া হাসি কান্না,সবই যেন বৃথা।
-
সুদীপ দাস
(সু দী প)
81 Followers 0 Following
আমার গল্পের শেষ ইচ্ছে,চিরকাল থাকে এটাই ।
হাসতে হাসতে তোমার কোলে,অনায়াসে মরতে চায়।
প্রেমিক হত... read more
হাসতে হাসতে তোমার কোলে,অনায়াসে মরতে চায়।
প্রেমিক হত... read more
Joined 25 June 2017
22 MAY 2021 AT 9:16
10 MAY 2021 AT 17:22
আমিতো একাই হেটে যায় পথ,
তুমি আর নেই তো পাশে।
হাত ধরে রেখে যাওয়া কথা সবই,
মুছে যায় ঝড়ের পূর্বভাসে।-
16 MAR 2021 AT 8:51
এভাবে যত ভাঙতে থাকে,
বুকে আছড়ে পরে ঢেউ।
ভাঙবে,গড়বে -পুড়বে মন,
তবু খোঁজ নেবে না কেউ।
-
22 FEB 2021 AT 12:13
সৌন্দর্য কোনো ধ্রুব ব্যাপার না, ক্ষণে ক্ষণে বদলায়।
আজ তোমাকে অপূর্ব লাগলে, কাল পুড়নোর খাতায়।
-
28 JAN 2021 AT 19:00
ফিরতে চাই না আর, কান্না সে ভালোবাসে।
এমন অনেক মনের মানুষ,কষ্ট জড়িয়ে হাসে।
-
20 JAN 2021 AT 10:09
এই বেশ ভালো, আঘাত গুলো আপন করে।
নিজেই যেন নিজের থেকে, যাচ্ছি সরে দূরে।
-
17 JAN 2021 AT 20:21
ঠিক নিজের মতন করে, বুঝে ওঠার আগে।
পাশে থাকার মানুষ সবই, সরে যেতে লাগে।
-