Situ Ghosh   (✍️সিটু)
509 Followers · 443 Following

read more
Joined 19 May 2019


read more
Joined 19 May 2019
21 JUN 2022 AT 12:39

এই বেলাতে নামুক সুনামি
তোমার ঠোঁট বেয়ে
শরীর ভিজুক তোমার আমার
গোপনীয়তাকে সাক্ষী রেখে।

হৃদপিন্ডটা চলুক দ্রুত
সূক্ষ নরম স্তনের ওপর
তোমার গোপন অঙ্গে হোক এবার
আমার আত্মসমর্পণ!

বিছানাও ভিজুক এবার স্বেদে
কিছু অর্থহীন শব্দ দিয়ে
বেহায়া হয়ে এই বেলাতেই
চলো ডুব দিয় আবেগের ঢেউয়ে।

-


21 JUN 2022 AT 11:36

তোমার শহর বড্ড বেমানান
আজও ঠোঁট ভেজালোনা তোমার ঠোঁটের স্পর্শে!।

-


20 JUN 2022 AT 21:18

What's app এর সব ক্ষতবিক্ষত চ্যাটবক্স গুলো
সবই আজ গেছে মরচে পড়ে😇

-


20 JUN 2022 AT 11:25

নিকোটিনের ছায়ে রাতগুলো আজ নিস্তব্দ খুব একাকীত্বের স্বীকার।

-


20 JUN 2022 AT 10:11

রোজ রাতে স্বপ্নেরা ভিড় করে আসে
তোমার খোঁজ করে প্রতিবারে
ক্ষত বিক্ষত মনে কতবারই দিয়েছি উত্তর
তোমার অস্তিত্ব নেই আর আমার এই মনে।

তবুও বারেবারে স্বপ্নেরা ভিড় করে
ক্ষতের পাশে গোলাপের প্রলেপ দিয়ে যায়
কেননা তোমার দেওয়া সেই শুকনো গোলাপের ক্ষত
আজও বারেবারে রক্তাক্ত করে আমায়।

-


28 JAN 2022 AT 14:04

শেষ মিলনেই বিরহ নামুক বীর্যপাতের আগে
বীজ বপন নাই বা করলাম শরীর খেলার নামে।— % &

-


28 JAN 2022 AT 5:26

ভালোবাসাটা নাহয় অস্পষ্টই থেকে যাক
গভীরতা মাপুক রাতের আকাশ।
— % &

-


12 MAY 2020 AT 19:28

মন আমার ভোরের ফোটা ফুল
আর গোধূলির ঝড়ে পড়া পাতা।।

-


30 APR 2020 AT 11:39

বারেবারে ধর্ষিত করে চলেছে
মনের মধ্যে জমে থাকা অনুভূতিগুলোকে
তাইতো আজ ভালোবাসা
অসহায় হয়ে মৃত্যুর কাছে যেতে চাইছে।।

-


13 DEC 2021 AT 21:40






















































-


Fetching Situ Ghosh Quotes