QUOTES ON #ফিরে

#ফিরে quotes

Trending | Latest
31 AUG 2018 AT 12:51

যদি জানলা দিয়ে হঠাৎ আমায় আসতে দেখ;
দুদ্দাড় করে নেমে এসে, দরজা খুলে
জড়িয়ে ধরো না আমায়।
আমি যে কাউকে না বলে,
শুধু তোমায় চমকে দেব বলে
পাড়ি দিয়েছি এতটা পথ।

তাইতো দরজায় তিন টোকার বদলে
দুবার ধাক্কা দিলাম।
তুমি বরং বিরক্তিভরে বলে ওঠ,"আসছি.."
তারপর চাদরটা জড়িয়ে, চুলটা ঠিক করে নিয়ে
সিঁড়ি ভাঙ্গ এক দুই করে।
দরজায় এসে জিজ্ঞেস করো,"কে?"
উত্তর না পেয়ে, ভেবে নিয়ো
খবরের কাগজ দিয়ে গেল বুঝি।
তুমি তালা খুলে যেই পা রাখবে উঠোনে,
আমি জড়িয়ে ধরব পিছন থেকে।
তুমি চমকে উঠবে কিন্তু,
যেন জানলা দিয়ে কাউকে আসতে দেখোনি।
সমস্ত কিছু গত স্বপ্নে জানিয়ে দিয়েছি তোমায়।

সেইমতো আমি দরজায় কড়া নেড়ে
দাঁড়িয়ে আছি অনেকক্ষণ।
তুমি একবার সাড়া দাও,"আসছি..."
আমি যে শুধু তোমায় চমকে দেব বলে
পাড়ি দিয়েছি এতটা পথ,
কাউকে না বলে।

-


5 MAY 2019 AT 14:59

মুখোশের সেই ভিড়ের মাঝে,আমায় সেদিন চাইবে ফিরে

-


22 APR 2021 AT 17:22

ছিলো জানা নেপথ্যে কন্ঠটা
ভেসে আসা প্রতিহত শব্দটা
দ্বিধা তবু ছুটে এসে পাশে বসে
কাটাকুটি ছেঁড়া খাতা অবশেষে।

তবু ছিলো শেষ হাসি প্রতি রাতে
খুঁজে পাওয়া রুমালটা অজুহাতে
হাত ঘড়ি সময়টা ঠিক দিলে
অকারণে সব রঙ যেতো মিলে!

উত্তরে বেহিসেবী বাক্যটা
ভুলগুলো কেটে দিয়ে সবকটা
অনুনয়ে সব অনুমতি পেয়ে
পরিণতি আজ সব একঘেঁয়ে।।

-


28 JUN 2021 AT 21:01

ফিরে যেও
********

ফিরে যেও বিনন্দিত আনন্দে-
ফিরে যেও ছন্দিত ছন্দে,
ফিরে যেও বিমর্ষ হৃদয়ের দ্বন্দ্বে
ফিরে যেও একাকী চলার ছন্দে।
ফিরে যেও পিয়াসী হৃদয়ের অবুঝ রোদনে-
ফিরে যেও পেয়ে হারানোর অসীম বেদনে।

-


28 JUN 2021 AT 20:23

ফিরে যেও,
যদি মনে হয় শ্রেয়,
হাসি মুখে বলছি বিদায়...
কেবল আড়ালে,
চোখ দুটি মুছে নেবো
বিষণ্ণ রুমালে...

- অজয় বসু।

-


23 MAR 2018 AT 16:49

হদিশ হারিয়েছিলে গরম কোনো চৈতালি নীড়ে,
সন্তাপহীন মরু-বালু স্মৃতির আঁধিতে ঘিরে...

-


16 MAR 2020 AT 9:45

প্রিয় যদি খোঁজ নিতে বেঁচে আছি না গেছি মরে
হয়তো তোমায় রাখতাম মনে আমিও চিরতরে।

-


10 MAR 2023 AT 13:58

প্রিয় হতে প্রিয়তর,যে আছে অন্তরে----
সুজাতা গোস্বামীর করকমলে
*************************


মাগো!আসিবে না জানি ফিরে-
আমি হেথা স্মৃতিভারে, ভাসি অশ্রু নীরে,
এ জনমে‌ তোমায় পাবার তৃষা, হলো না সারা;
দেখা হোক মা,অন্য কোন জীবনের পারে।
মা হারানো অনন্ত শূন্যতায়-
কেঁদে মরি অবুঝ ব্যাকুলতায়।

-


5 MAY 2019 AT 15:42

তখন হারিয়ে যাবো ঘুমের দেশে, স্বপ্নেরা আসবে ফিরে ফিরে!

-


31 OCT 2020 AT 15:19

#ফিরে এসো #
ও সাথীরে তোমার বিনা লাগেনা ভালো কিছু,
ফিরে এসো আমার দেশে আপন করে নিও আমায়!
তোমার বিনে ব্যর্থ এ জীবনের সব কিছু,
ভালো লাগেনা এ সুগন্ধি শীতল বাতাস,
এ ফাগুনের ফুল এ পাখির গান এ নীল গগন!
ঝরে শুধু অশ্রু নোনা থেকে মন খুঁজে তোমায়,
হৃদয় কাঁদে নীরব রাত্রে মনের মাঝে উঠে ঝড়,
মনের ঘরে অন্ধকার হয়েছে তোমায় ছেড়ে!
চাঁদের মুখে খুঁজে তোমায় নীল গগনের বুকে,
ফিরে এসো সোনা তোমার বিনে লেগে না ভালো কিছু!!
Nihar ✍️








-