আসমানী রঙ   (Ashmani Rong আসমানী রঙ)
530 Followers · 2.3k Following

read more
Joined 10 May 2020


read more
Joined 10 May 2020
30 APR 2023 AT 23:16

সে বললো আমায় আমি কি চাই?
আসলে আমি আমাদের চাই, শুধু তাকে বা তার ভালোটুকু না।
আমি তার কাছে জানতে চাইলাম সে কি চায়?
উত্তরে সে বললো সে আমার ভালো চায়, কিন্তু আমায় না!
পালিয়ে গেলেও তার পিছুটান ছিলো বড্ডো বেশি!
কিন্তু সে হাত ধরতে চাইলাম না, কারণ সে আমার ভালো চায় আমাকে নয়!

পরে সে জানতে চেয়েছিলো, কেনো হাতখানি ধরে তাকে থেকে যেতে বলিনি?

আসলে আমি আমাদের দুজনকেই একসাথে মন্দ অথবা ভালো সবটুকু মিশিয়ে চেয়েছিলাম!

তাই উত্তরে শুধু আমার ভুল মেনে নিলাম, মানিয়ে আর নিতে ইচ্ছে করেনি।।

**সেদিনের গোলাপ শুকনো হচ্ছিলো আর তার রঙ ভীষণ ফিকে হয়ে আসছিলো, এটা গোলাপ নাকি অন্য কোনো ফুল ছিলো সেটা ভেবে ভীষণ সন্দেহ হয় আজকাল!......

-


27 APR 2023 AT 15:41

ঘামে ভিজে যাওয়া শরীর স্বপ্ন দেখে রোজ
মুখের ভাঁজে চিন্তারা জেগে থেকে সারারাত,
প্রতীক্ষা খোঁজে সময়, একটুখানি সুখ
বিষণ্ণতা খোঁজে তোমায়, তোমার হাসিমুখ।

-


20 MAR 2023 AT 21:31

যেমন বৃষ্টি ঝরে, ঝরে পড়ছে এমন অসময়ে
তুমিও আসো ঝোড়ো হওয়ায় অযথা!
আসলেই মিথ্যে কথা, হয়তো সেটা মন খারাপ!
এমন অসময়ের চার লাইনের প্রেমের আলাপ।

-


15 OCT 2022 AT 2:10

চোখের দেখায় হচ্ছে অনেক কিছুই
বাড়ছে বয়স অনেক অনাদরে,
বিকোচ্ছে মন, রোজ হচ্ছে মিছে দেখা
কেবল বেঁচে থাকা জমিয়ে রেখে টাকা।

-


2 SEP 2022 AT 0:32

"There is no need to make a false apology whenever you hurt someone, instead of that we should convince ourselves, that I or we are wrong"

-


6 AUG 2022 AT 1:26

যদি আমার সাথে হারিয়ে গিয়ে
অচেনা কোনো পাহাড়ের চোরা পথে
ভরসার হাত জাপটে রাখিস ধরে
যদি মৃত্যু আসে আনমনে একসাথে।

তবে বাঁচবো দেখিস তোর ভরসায়
ফিরিয়ে আনবো তোকেই নিজের ঘরে
আনমনা মন হাসবে তোকে দেখে
এমন প্রেমে সব হারিয়ে মৃত্যু আগে মরে।

অর্ধেক লেখা গল্পটা ঠিক শেষ হবে
সেই গল্পের শিরোনাম তোর দেওয়া
যেটা থাকলো বাকি লিখবি শুধু তুই
শেষ শব্দে বিশ্বাস হোক তোকেই পাওয়া।

-


6 AUG 2022 AT 0:02

শুধু তোমায় ভেবে একদৃষ্টে
আকাশ পানে দেখি
আজও শত স্বপ্নের নিয়ম মেনেই
নিজের কাজে ফাঁকি।
তবু স্নানের ঘরে কাটিয়ে সময়
মুখখানি ভার করে
শুকনো ফুলের গন্ধ গায়ে মেখে
খুঁজি তোমায় তেপান্তরে।

-


5 AUG 2022 AT 23:38

তুমি ভাবছো তোমার মত
খুঁজবে কাউকে বেশ,
কিন্তু যারা পাশেই আছে-
তাদের খেয়াল অবহেলাতেই শেষ।

মেঘের দেওয়া চাদর ঢেকে রেখে
নিরব মনের বায়না গুলো নিয়ে,
হয়তো আবার হারিয়ে দিয়ে সব
করছো আপোষ নিজেকেই হারিয়ে।

-


26 MAY 2022 AT 1:12

"মন-পলাশ"......

সেদিন ফুলের বনে দেখা তোমার সাথে
বেঁচে থাকা অনেক কথা শুরু অজুহাতে!
বেশ পুরনো মন খারাপের কথা অনর্গল
বলতে গিয়েই সন্ধ্যে নেমে বাড়িয়ে কৌতূহল।

ফিসফিসিয়ে ফুলের মাঝে যেই না দিলাম কথা
এইটুকুতেই হঠাৎ করে বাড়িয়ে মাথার ব্যাথা;
মন-পলাশের অভিমান সব হারিয়ে গেলো শেষে
আমার হাতেই পলাশ রেখে আবার ভালোবেসে।

নিস্তব্ধ চতুর্দিকে, মনের মেঘে যেইনা ভয় এলো
পলাশ দেখি জাপটে ধরে নিজের করে নিলো
অভিমানের শেষের দিকে প্রবাহ যেমন থাকে
গন্ধ ছাড়াই পলাশ তোমায় এমনি নিলাম মেখে।

-


26 MAY 2022 AT 0:49

হচ্ছে শেষ শুরুর আগেই তবু স্বপ্ন সারাক্ষণ
আজ দাড়িয়ে একা বেশ তবুও খুশির উন্মোচন-
অবশ শরীরে মনের জোরেই জিতে যাওয়া শেখা
প্রতি রাতে গুমোট হাওয়া শুধু সূর্যোদয়ের প্রতীক্ষা।

-


Fetching আসমানী রঙ Quotes