Dipak Bera   (--Dipak@bera_✍️💞)
1.1k Followers · 2.0k Following

" WORDS MAY LIE, BUT ACTIONS WILL ALWAYS TELL THE TRUTH."
Joined 3 May 2018


" WORDS MAY LIE, BUT ACTIONS WILL ALWAYS TELL THE TRUTH."
Joined 3 May 2018
14 APR AT 11:25

শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা❗
🌹❤️💖🙏

-


14 APR AT 2:24

রাজ-ভিখারি
—দীপক বেরা

আজ নববর্ষের ভোরে—
ইথার তরঙ্গে ভেসে আসে কি এক করুণ সুর
আঘাত করে আমাদের সমস্ত চেতনার মর্মমূলে
বুঝিয়ে দিচ্ছে মনুষ্য জীবনের মাহাত্ম্য
এক কঠিন আবেদনে
মানুষ যদি মানুষেরই খাদ্য কিংবা খাদক হয়ে ওঠে?
পক্ষে কিংবা বিপক্ষে অনায়াসে ভাগ হয়ে যায়
যে যার সুবিধে মতন
ন্যায়-নৈতিকতা, মনুষ্যত্ব, মূল্যবোধ, সততা
তখন কি কেবলই উপলক্ষ্য মাত্র!
কেড়ে নিতে নিতে আমি হয়েছি আজ রাজা
একচ্ছত্র নিভৃতচারী এক শাসক
নববর্ষের ভোরের আলো এসে পড়েছে
আমার প্রিয় বইপত্রে, প্রিয় কলম, সাজানো বাগানে
রাজ্য ও রাজদণ্ডে, আমার সোনার সিংহাসনে
সেই আলো প্রতিফলিত হয়ে আমার চোখে পড়ছে
আমার দুচোখ ঝলসে দিচ্ছে, আমাকে ব্যঙ্গ করছে
কেড়ে নিতে নিতে এই মগের মুলুক রাজ্যে
একদিন আমিও যদি হরণ হয়ে যাই?
ভাবতে ভাবতে একটি লাশবাহী গাড়ি ছুটে গেল
নববর্ষের দিনেও শ্মশানে মৃতদেহের কী লম্বা লাইন!
নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদেরও পথচলা
এভাবেই শেষ হবে একদিন
ভবিতব্য এঁকে যায় সময়ের দীর্ঘ চাতাল...
রাজা যদি হতেই হয়, তবে এই নববর্ষের দিনে
এসো সবাই মিলে আজ রাজ-ভিখারি হই, পরমানন্দে!

-


21 FEB AT 12:21

(আজ 'একুশে ফেব্রুয়ারি', ভাষাদিবস স্মরণে)

মাতৃভাষার ঋণ

—দীপক বেরা

সেদিনের সেই রক্তঝরা একুশ—
'অ' বললেই অহং বুঝি, 'আ' বললেই আশা
'ব' বললেই বর্ণমালা, 'ভ' বললে তাই ভাষা...
স্বাধীনতার ফসল তুলে পেরিয়ে এসেছি আজ
অনেকগুলো বছর, দিগন্তে আজ ঘনায়মান মেঘ
জাতির জীবনে ঘোর অন্ধকারের কালখণ্ডে
হেঁটে চলেছি...
তবু যেন একুশ এলেই মুগ্ধতার আকাশে ওড়ে
মায়ের ভাষার রঙিন বর্ণমালা
আমাদের শ্রুতিস্মৃতিতে, একান্ত অনুভবে
বুকের ভেতর এক নির্ভিক চেতনা জাগে
এত আধিপত্যবাদের মধ্যেও আমাদের মাতৃভাষা
মায়ের স্তনের দুগ্ধ সঞ্চারের মতো আজও
কালচক্রে প্রাকৃতিক উপায়ে ঠিক বেঁচে আছে
আগ্রাসনের আবহে, টালমাটাল এই ভূ-দৃশ্যে
বিরুদ্ধতার আঁচে আমরা যেন ভুলে না যাই
ভাইয়ের রক্তে রাঙানো 'একুশে ফেব্রুয়ারি' দিন
যেন বইতে থাকি চেতনায়, মগজ থেকে শিরায়
শহীদের রক্ত আর আমাদের মাতৃভাষার ঋণ!

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২১ ফেব্রুয়ারি, ২০২৪

-


21 FEB AT 12:13

(আজ 'একুশে ফেব্রুয়ারি', ভাষাদিবস স্মরণে)

মাতৃভাষার ঋণ

—দীপক বেরা

সেদিনের সেই রক্তঝরা একুশ—
'অ' বললেই অহং বুঝি, 'আ' বললেই আশা
'ব' বললেই বর্ণমালা, 'ভ' বললে তাই ভাষা...
স্বাধীনতার ফসল তুলে পেরিয়ে এসেছি আজ
অনেকগুলো বছর, দিগন্তে আজ ঘনায়মান মেঘ
জাতির জীবনে ঘোর অন্ধকারের কালখণ্ডে
হেঁটে চলেছি...
তবু যেন একুশ এলেই মুগ্ধতার আকাশে ওড়ে
মায়ের ভাষার রঙিন বর্ণমালা
আমাদের শ্রুতিস্মৃতিতে, একান্ত অনুভবে
বুকের ভেতর এক নির্ভিক চেতনা জাগে
এত আধিপত্যবাদের মধ্যেও আমাদের মাতৃভাষা
মায়ের স্তনের দুগ্ধ সঞ্চারের মতো আজও
কালচক্রে প্রাকৃতিক উপায়ে ঠিক বেঁচে আছে
আগ্রাসনের আবহে, টালমাটাল এই ভূ-দৃশ্যে
বিরুদ্ধতার আঁচে আমরা যেন ভুলে না যাই
ভাইয়ের রক্তে রাঙানো 'একুশে ফেব্রুয়ারি' দিন
যেন বইতে থাকি চেতনায়, মগজ থেকে শিরায়
শহীদের রক্ত আর আমাদের মাতৃভাষার ঋণ!

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২১ ফেব্রুয়ারি, ২০২৪

-


12 JAN AT 15:55

|| আজ বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস ||

বীর সন্ন্যাসী বিবেকানন্দ-কে শব্দের আধারে বাঁধা সম্ভব নয়। কারণ, স্বামীজি হলেন বহু বহু বছরের পুরাতন ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও সনাতন ধর্মের নির্যাস। সময়ের সীমানায় তাঁকে আটকানো সম্ভব নয়।
জয়তু স্বামীজি— লহ প্রণাম!
🌼🌼🙏🌼🌼

-


24 OCT 2023 AT 8:49

বিজয়া
—দীপক বেরা

বিদায় কখনও সুখের হয় না
তবুও সিঁদুর খেলা গালে গালে
তবুও বিদায় চোখের জলে!
জীবন আসলে নবমী-নিশি
সময় হলেই যায় চলে সে নির্দ্বিধায়
শুধু, আমরা থাকি দ্বন্দ্ব-দ্বিধায়
আগলে রাখি মায়ার বাঁধন
দু'দিনের এই ভাঙা-গড়ার খেলায়
কঠিন সত্য যে একটাই— 'বিদায়'...
তবু এ বিদায় যেন, ঠিক সে বিদায় নয়
এ বিদায় ঢাকের সুরে বলে
আসছে বছর আবার হবে
নতুন প্রাণে নতুন আশা নিয়ে
আসছে বছর, সে ফিরবেই ফিরবে
"শুভ বিজয়া"—
আপামর বাঙালির আবেগে অনুভবে...


....... "শুভ বিজয়া"❗🙏
১৪৩০

-


14 AUG 2023 AT 23:42

অর্জিত স্বাধীনতা
দীপক বেরা

তুমিই আমার সেই অর্জিত স্বাধীনতা
প্রিয়তমা শক্তিময়ী মৃত্তিকা
যার বুকে মাথা রেখে
এখন আমার প্রশান্ত ঘুম আসে
তোমার ছায়ায় আমার যত আকাঙ্ক্ষা
আর ক্ষুধাকাতরতা!

হঠাৎ, ঘুম ভেঙে চেয়ে দেখি
তোমার মুক্তির আকাশে রঙের কেনাবেচায়
কী এক অনভিপ্রেত খেলা!
উপত্যকা জুড়ে কেন এত ঘাম রক্ত খেদ?
ভোরের আলোর রঙে মিশে
কেন এত রক্তের লাল ছোপ?

-


12 AUG 2023 AT 17:35


লজ্জায় মূক হয়ে আছি
—দীপক বেরা

গ্রামের রুক্ষ মাটিতে আঁচড় কাটতে কাটতে
যে ছেলেটা স্বপ্ন দেখেছিল আকাশ ছুঁতে
বিজ্ঞানের সেরা ছাত্র হয়েও বাংলা সাহিত্যকে
ভালোবেসে, বাংলা ভাষার কাণ্ডারী হতে চেয়েছিল
সবাইকে স্তম্ভিত করে স্বপ্নদীপ অচিরেই নিভে গেল।
রাজধানীর বুকে এক আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্রে
বাংলা ভাষার থেকে মুখ ফিরিয়ে সে আজ ইতিহাস!
সমস্ত পথ আঁধার থেকে আলোকমুখী হয় না
কিছু পথ আঁধার থেকে আঁধারেই বাঁক নেয়
তারপর সোজা চলে যায় নিরালম্ব শূন্যতার দিকে
আজ আমাদের চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে
সমস্ত সম্ভাবনার রহস্য নিয়ে সে চলে যাচ্ছে আগুনঘরে
সেখানেই কি জ্বলে ওঠার মন্ত্র, আত্মজয়ের মন্ত্র
নাকি সেখানে স্বর্গসুখ, অফুরাণ অনন্ত শান্তি!
শোকস্তব্ধ মানুষের অশ্রুও আজ চুরি হয়ে যাচ্ছে
প্রাণ খুলে কান্নার পরিসরটুকুও আজ রাজনীতির
ভাইরাসে ভরা, চলছে ফায়দা তোলার চাপানউতোর
বড় গাঢ় নির্জনতা, বড় ধ্বস্ত সঙ্কটময় এই সময়কাল
ঘন আঁধার ঘনিয়ে আসছে এই অপবিত্র চরাচরে
স্বপ্নের উপার্জনটুকু নিয়ে তুমি দীপ নিয়ে চলে গেছ
বিয়োগব্যথা নিয়ে আমরা লজ্জায় মূক হয়ে আছি!

-


8 AUG 2023 AT 18:17

সঘনগহন বাইশে শ্রাবণে
—দীপক বেরা

🍁
আজ বাইশে শ্রাবণে ঈশান কোণে পুঞ্জিভূত মেঘ
ঝরঝর বরিষণে কেঁদে চলেছে শ্রাবণের আকাশ
সেদিনও কেঁদেছিল আকাশের সাথে আপামর মানুষ
যেদিন তাদের প্রাণের ঠাকুর চলে গিয়েছিল চিরতরে
সেদিন থেকে নিত্যদিনের দিনযাপনে তোমাকে খোঁজে বাঙালি
খুঁজে বেড়ায় তাদের রবিঠাকুরকে, কবিগুরুকে, বিশ্বকবিকে
তোমাকে আমরা খুঁজি তোমার অফুরাণ ভাণ্ডারে
তোমারই গল্প-গান-কবিতার বিশাল সাম্রাজ্যে
শিশুপাঠ্যে, বিশ্ব বিদ্যালয়ের সিলেবাসের পাতায়
দেশপ্রেম, জাতীয়তাবাদ থেকে আন্তর্জাতিকতায়…

আজ দিনশেষে যখন নরম আঁধার ঘনায়, আমি ডুবে যাই
গভীর থেকে গভীরতর এক আশ্চর্য মায়াময় মগ্নতায়
টের পাই তোমারই রূপ-রস-গন্ধবিধুর অনুভব
এই ঝরা শ্রাবণের রিমঝিম বৃষ্টির ছন্দে রবিঠাকুর
এই পৃথিবীতে এত যে ফুল ফোটে, তার গন্ধে রবিঠাকুর
গভীর অন্ধকার থেকে তোমার রবিরশ্মির উজ্জ্বল ছটায়
উদ্ভাসিত তুমি এসে হাত বাড়াও ‘রঞ্জন’ হয়ে
আর আমরা তোমার ‘নন্দিনী’ অথবা ‘লাবণ্য’ হয়ে
বারবার ছুঁয়ে ছুঁয়ে যাই তোমাকে—
সীমাহীন প্রেমে ডুবে যাই তোমার ‘অমিত’ ভালোবাসায়
দেখি অনন্ত অজানাপথে সবখানে তোমারই কারুকাজ
দেখি, — “কী বিচিত্র শোভা তোমার, কী বিচিত্র সাজ!”

🍁

-


4 JUL 2023 AT 9:49

🌷🌼
বিশ্বের বিস্ময়, ভারতের মুখ
অগ্নিময় তেজ, বিবেকানন্দ
সন্ন্যাসী বেশে যোদ্ধা পরমানন্দ
তবু স্নিগ্ধ অবিরত, একনিষ্ঠ
জানি সে এক আখ্যান উৎকর্ষ
জেনেছে জগৎ, মাটি ভারতবর্ষ!
🌼🙏

-


Fetching Dipak Bera Quotes